Gold Purchase In Diwali: দীপাবলিতে সোনা কিনতে চাইলে হলমার্কের পাশাপাশি এই বিষয়গুলিও অবশ্যই পরীক্ষা করে দেখুন, আপনি প্রতারিত হবেন না
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Gold Purchase In Diwali: দীপাবলিতে সোনা কেনার পরিকল্পনা থাকলে শুধুমাত্র হলমার্ক দেখে থেমে যাবেন না। সোনার BIS, বিশুদ্ধতা, ওজন ও মেকিং চার্জ যাচাই করে নিন।
advertisement
মেকিং চার্জকেউ যদি সোনার গয়না তৈরি করান, তাহলে মেকিং চার্জের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। বিভিন্ন দোকান বিভিন্ন রকম মেকিং চার্জ নেয়, যা পরিবর্তিত হতে পারে। তাই মেকিং চার্জ কমিয়ে আনা উল্লেখযোগ্যভাবে সাশ্রয় করতে সাহায্য করতে পারে। অনেক জুয়েলার বর্তমানে বিনিয়োগ স্কিম অফার করছে। এই স্কিমের অধীনে একটি নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা করা হয়। মেয়াদ শেষ হয়ে গেলে সেই টাকা দিয়ে নিজেদের পছন্দের গয়না তৈরি করা যেতে পারে। অনেক দোকানদার কোনও মেকিং চার্জ নেয় না।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অ্যাপটি কীভাবে ব্যবহার করা যেতে পারেপ্রথমেই গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে BIS কেয়ার অ্যাপটি ডাউনলোড করতে হবে।এরপর অ্যাপটি ওপেন করতে হবে এবং নিজের নাম, মোবাইল নম্বর এবং ই-মেল অ্যাড্রেস লিখে লগ ইন করতে হবে।লগ ইন করার পর, অ্যাপে Verify HUID অপশনে ক্লিক করতে হবে।অ্যাপে দেওয়া বাক্সে নিজের গয়নার উপর মুদ্রিত ৬-সংখ্যার HUID নম্বরটি লিখতে হবে।নম্বরটি এন্টারের পর সার্চ বাটনে ক্লিক করতে হবে।
advertisement