Business Idea: কম খরচে কোটিপতি! এই একটি ফসল চাষে মাত্র এক বিঘা জমিতেই লাখ টাকার মুনাফা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Business Idea: একই জমিতে আখের পাশাপাশি সাথী ফসল ফলিয়ে চাষিরা দ্বিগুণ মুনাফা পাচ্ছেন। এতে একদিকে যেমন উৎপাদন বাড়ছে, অন্যদিকে খরচও তুলনামূলকভাবে কমছে।
advertisement
advertisement
advertisement
পূর্বস্থলী এলাকার নাদনঘাট থানার গোয়ালপাড়া রাজ্যের অন্যতম বৃহৎ আখের পাইকারি বাজার। এখান থেকেই আখ পাঠানো হয় কলকাতা, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা ছাড়াও বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশে। প্রতিদিন ভোর থেকেই এখানে জমে ওঠে আখের ব্যবসা, ভরে ওঠে ট্রাক ও ভ্যানের সারি। স্থানীয় কৃষকদের কাছে এই বাজারই যেন জীবিকার প্রধান ভরসা।
advertisement
স্থানীয় আখচাষি সাহেব আলি শেখ জানান, “এবার আখের ভালো দাম পাচ্ছি, তাই খুশি আমরা।” আরেক চাষি শেখ সের মণ্ডলের কথায়, “আখ চাষে পরিশ্রম অনেক, কিন্তু লাভও তার চেয়ে বেশি।” সব মিলিয়ে আখ চাষে এখন হাসি ফুটেছে চাষিদের মুখে। ভালো দাম, চাহিদা ও পরিশ্রমের সঠিক পুরস্কার পেয়ে আনন্দে ভাসছেন পূর্ব বর্ধমানের আখচাষিরা।