Business Idea: মাত্র ২৫ হাজারে শুরু করুন এই ব্যবসা! নির্ঝঞ্ঝাটে প্রতিমাসে আয় হবে ৫০ হাজার...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Business Idea : সামান্য লগ্নিতেই পকেট উপচে পড়বে মাসের শেষে। এমন এই ব্যবসা (Business Opportunity) যা করে অল্প সময়েই সংসারে আসতে পারে সুসময়। জানুন।
advertisement
advertisement
advertisement
শুরুতে খরচ করুন ১৪০০০ টাকা। এতেই মিলবে ছোট সাইজের একটি মেশিন। ২ হর্স পাওয়ারের একটি মেশিন পাবেন আপনি এই টাকায়। এর সাথে আপনি পাইপ এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামও পাবেন। এছাড়াও, আপনাকে ৩০ লিটারের একটি ভ্যাকুয়াম ক্লিনার নিতে হবে যা প্রায় ৯ থেকে ১০ হাজার টাকায় পাওয়া যাবে। আপনি যদি ধোয়ার জন্য প্রয়োজনীয় দ্রব্যের একটি পাঁচ লিটারের ক্যান কিনে নেন যার মধ্যে শ্যাম্পু, গ্লাভস, টায়ার পলিশ এবং ড্যাশবোর্ড পলিশের ব্রাশ সবই থাকবে, তাহলে সব মিলিয়ে খরচ পড়বে প্রায় ২৫০০০ টাকা।
advertisement
advertisement
ব্যবসার স্থান: যে কোনও জনবহুল এলাকায় এই ব্যবসা করবেন না। তাতে আপনার কিছু সমস্যা হতে পারে। সবচেয়ে ভালো হয় যদি এই ব্যবসা রাস্তার পাশে চালু করা হয়। সেক্ষেত্রে লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আপনি অর্ধেক ভাড়া পরিশোধ করে মেকানিকের দোকান দিয়ে নিজেই ধোয়ার কাজ শুরু করতে পারেন। এতে আপনার টাকাও বাঁচবে।
advertisement
advertisement