অতিমারী পরিস্থিতিতে কাজ হারিয়েছেন অনেকেই। হয়তো যেই কাজে ছিলেন সেই কাজের প্রয়োজন ততটা নেই আর। কিন্তু এমন অনেক ব্যবসা (Business Idea) রয়েছে যা করে অল্প সময়েই সংসারে আসতে পারে সুসময়। যাঁরা এই মুহূর্তে ব্যবসা (Business Opportunity) শুরু করতে চাইছেন, কিন্তু ভেবে পাচ্ছেন না কোন লাইনে কাজ শুরু করবেন। তাঁদের জন্য এবার রয়েছে মূল্যবান পরামর্শ।
আমরা গাড়ি ধোয়ার ব্যবসার কথা বলছি। আপনি মাত্র ২৫০০০ টাকা দিয়ে এই ব্যবসা (Business Idea) শুরু করতে পারেন। এর মাধ্যমে আপনি সহজেই প্রতি মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। প্রতিনিয়ত বাড়ছে যানবাহনের সংখ্যা। তাই এই কাজের চাহিদা (Business Opportunity) আছে খুবই। আর এই ব্যবসায় লোকসানের সম্ভাবনা খুবই কম। প্রতীকী ছবি।
শুরুতে খরচ করুন ১৪০০০ টাকা। এতেই মিলবে ছোট সাইজের একটি মেশিন। ২ হর্স পাওয়ারের একটি মেশিন পাবেন আপনি এই টাকায় (Business Idea)। এর সাথে আপনি পাইপ এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামও (Business Opportunity) পাবেন। এছাড়াও, আপনাকে ৩০ লিটারের একটি ভ্যাকুয়াম ক্লিনার নিতে হবে যা প্রায় ৯ থেকে ১০ হাজার টাকায় পাওয়া যাবে। আপনি যদি ধোয়ার জন্য প্রয়োজনীয় দ্রব্যের একটি পাঁচ লিটারের ক্যান কিনে নেন যার মধ্যে শ্যাম্পু, গ্লাভস, টায়ার পলিশ এবং ড্যাশবোর্ড পলিশের ব্রাশ সবই থাকবে, তাহলে সব মিলিয়ে খরচ পড়বে প্রায় ২৫০০০ টাকা। প্রতীকী ছবি।
ব্যবসার স্থান:
যে কোনও জনবহুল এলাকায় এই ব্যবসা করবেন না। তাতে আপনার কিছু সমস্যা হতে পারে। সবচেয়ে ভালো হয় যদি এই ব্যবসা রাস্তার পাশে চালু করা হয়। সেক্ষেত্রে লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আপনি অর্ধেক ভাড়া পরিশোধ করে মেকানিকের দোকান দিয়ে নিজেই ধোয়ার কাজ শুরু করতে পারেন। এতে আপনার টাকাও বাঁচবে। প্রতীকী ছবি।