Home » Photo » business » SBI ATM Franchise|Business Opportunity: State Bank of India'র বড় ধামাকা! আধার-সহ কয়েকটি নথি জমা দিলেই, মাসে ৮০ হাজার টাকার ব্যাপক রোজগার
SBI ATM Franchise|Business Opportunity: State Bank of India'র বড় ধামাকা! আধার-সহ কয়েকটি নথি জমা দিলেই, মাসে ৮০ হাজার টাকার ব্যাপক রোজগার
Business Opportunity: মাসে ৮০ হাজার টাকার ব্যাপক রোজগার
বাড়িতে বসেই মোটা টাকা রোজগারের এক বড় সুযোগ রয়েছে (How to start business) ৷ ভাল টাকা রোজগারের এক বড় বিকল্প (Business Idea) রয়েছে আপনার হাতেই ৷ প্রতীকী ছবি ৷
2/ 17
বাড়িতে বসে অতি সহজেই ৮০ থেকে ৯০ হাজার টাকা রোজগারের বড় সুযোগ রয়েছে ৷ সব থেকে ভাল বিষয় এটাই যে একটি সুন্দর সুরক্ষিত ভাবে ব্যাবসা করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
3/ 17
সেই সুযোগই বাড়ির দোরগোড়ায় এনে দিচ্ছে দেশের সব থেকে বড় ব্যাঙ্ক অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ স্টেট ব্যাঙ্কের এটিএম ফ্রাঞ্চাইজির (SBI ATM Franchise) মাধ্যমে বাড়িতে বসেই অতি সহজেই রোজগার করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
4/ 17
কোনও ব্যাঙ্কই এটিএমের বিষয়টি সরসারি দেখে না ব্যাঙ্কের পক্ষ থেকে একটি সংস্থার সঙ্গে চুক্তি করা থাকে ৷ সেই সংস্থাই বিভিন্ন জায়গায় এটিএম বসানোর কাজ করে থাকে ৷ এবার জেনে নেওয়া যাক কীভাবে এটিএমের ফ্রাঞ্চাইজি নিয়ে ভাল টাকা রোজগার করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
5/ 17
তবে এটিএম ফ্রাঞ্চাইজি নিতে গেলে বেশ কিছু শর্তের পালন করতে হবে ৷ সেইগুলি এটিএম ফ্রাঞ্চাইজি নিতে গেলে ৫০ থেকে ৮০ বর্গফুট জায়গা থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷
6/ 17
অন্য এটিএমের থেকে কমপক্ষে ১০০ মিটারের দূরত্ব থাকতে হবে ৷ মনে রাখতে হবে এই জায়গাটি গ্রাউন্ড ফ্লোরে থাকতে হবে একই সঙ্গে সব জায়গা থেকে অত্যন্ত ভাল ভাবে যাতে দেখা যায় তেমনই থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷
7/ 17
এই জায়গায় ২৪ ঘণ্টা বিদ্যুতের সংযোগ থাকতে হবে ৷ এছাড়াও এক কিলো ওয়াটের বিদ্যুতের সংযোগ থাকতেই হবে ৷ প্রতিদিন কমপক্ষে যাতে ৩০০ লেনদেন হয় সেই বিষয়ও দেখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
8/ 17
এটিএমের ছাদ কংক্রিটের হতে হবে ৷ ভিস্যাট বসানোর জন্য স্থানীয় প্রশাসনের থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে ৷ এটিএম ফ্রাঞ্চাইজি নিতে গেলে যে যে নথি থাকতে হবে সেগুলি হল আধার কার্ড (Aadhaar Card), প্যান কার্ড (Pan Card), ভোটার কার্ড (Voter Card) ৷ প্রতীকী ছবি ৷
9/ 17
ঠিকানার প্রমাণপত্র হিসাবে যে নথি লাগবে যেমন রেশন কার্ড (Ration Card), বিদ্যুতের বিল (Electricity Bill) ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) ও (Pass Book) পাসবই ৷ প্রতীকী ছবি ৷
10/ 17
ছবি (Photograph), ই-মেল আইডি (Email-ID), ফোন নম্বর (Phone Number), অন্য সকল নথি, জিএসটি নম্বর, ফাইন্যানশিয়াল ডকুমেন্ট ৷ এরপরে এসবিআইয়ের এটিএম ফ্রাঞ্চাইজি দেয় সেই সমস্ত সংস্থার ওয়েবসাইটে যেতে হবে ৷ প্রতীকী ছবি ৷
11/ 17
গিয়ে অনলাইন আবেদন করতে হবে ৷ Tata Indicash, Muthoot ATM ও India One ATM, লগইন করে আবেদন করতে হবে ৷ Tata Indicash – www.indicash.co.in Muthoot ATM – www.muthootatm.com/suggest-atm.html India One ATM – india1atm.in/rent-your-space ৷ প্রতীকী ছবি ৷
12/ 17
এই সংস্থাগুলির মধ্যে টাটা ইন্ডিক্যাশ সব থেকে বড় ও পুরানো সংস্থা ৷ ২ লক্ষ টাকা সিকিওরিটি ডিপোজিট যা পরে ফেরৎ দিয়ে দেওয়া হবে ৷ আর ৩ লক্ষ টাকা ব্যাঙ্কিং ডিপোজিট রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
13/ 17
এসবিআইএটিএম ফ্রাঞ্চাইজি নিতে গেলে প্রাথমিক ভাবে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে ৷ প্রতি নগদ লেনদেনে ৮ টাকা ও নগদহীন লেনদেনে ২ টাকা করে কমিশন পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
14/ 17
টাকা ফেরৎ দেওয়া হবে, এছাড়াও ৩ লক্ষ টাকা ব্যাঙ্কিং ক্যাপিট্যাল বা মূলধন হিসাবে জমা রাখতে হবে, মোট ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷ প্রতীকী ছবি ৷
15/ 17
প্রতিটি নগদ লেনদেনের ক্ষেত্রে ৮ টাকা ও নগদহীন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে প্রতি ট্রানজ্যাকশনে ২ টাকা করে দেওয়া হবে ৷ প্রতীকী ছবি ৷
16/ 17
এই হিসাবে দেখতে বছরে বিনিয়োগের ৩০-৫০ শতাংশ পর্যন্ত টাকা ফেরৎ পাওয়া যায় ৷ ধরে নেওয়া যাক কোনও এটিএমে দিনে ২৫০টি লেনদেন হয় ৷ যেখানে ৬৫ শতাংশ নগদ লেনদেন হয় ও ৩৫ শতাংশ নগদহীন লেনদেন হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
17/ 17
এই হিসাবে মাসে ৪৫ হাজার টাকা রোজগার হতে পারে ৷ ৫০০ টি লেনদেন দিনে হলে মাসে ৮৮-৯০ হাজার টাকা কমিশন হিসাবে রোজগার সম্ভব ৷ একবার বিনিয়োগের পরে জোরদার মুনাফা হতে পারে ৷ প্রতীকী ছবি ৷