advertisement

Business Idea: ছাদ-বাগানে ১৭০ প্রজাতির পদ্ম চাষ, বিকল্প আয়ের পথ দেখাচ্ছেন বাঁকুড়ার 'পদ্মাবতী'

Last Updated:
Business Idea: বাড়ির ছাদে এক জলজ বিপ্লব শুরু করেছেন। যার জন্য, তাঁর জনপ্রিয় ডাকনাম বাঁকুড়ার, পদ্মাবতী
1/6
বাঁকুড়ায় প্রায় ১৭০ ধরনের পদ্ম চাষ হতে পারে। চাষ করেছেন বাঁকুড়ার বাসিন্দা অঙ্কিতা। বাড়ির ছাদে এক জলজ বিপ্লব শুরু করেছেন। যার জন্য, তাঁর জনপ্রিয় ডাকনাম বাঁকুড়ার, পদ্মাবতী।
বাঁকুড়ায় প্রায় ১৭০ ধরনের পদ্ম চাষ হতে পারে। চাষ করেছেন বাঁকুড়ার বাসিন্দা অঙ্কিতা। বাড়ির ছাদে এক জলজ বিপ্লব শুরু করেছেন। যার জন্য, তাঁর জনপ্রিয় ডাকনাম বাঁকুড়ার, পদ্মাবতী।
advertisement
2/6
পদ্ম চাষ করে নাম তার
পদ্ম চাষ করে নাম তার "পদ্মাবতী"। আসল নাম নয়। পোশাকি নাম। সামাজিক মাধ্যমে নাম। এক কথায় বলা চলে ডাক নাম। বাঁকুড়ার এই নারী পদ্ম চাষ করে তাক লাগিয়েছেন সমগ্র জেলাকে।
advertisement
3/6
দুই রকম ভাবে পদ্ম চাষ করে থাকেন অঙ্কিতা দানা। পুরোটাই বাড়ির ছাদে। প্রথম পদ্ধতিতে তিন বছরের পুরানো মাটি নিয়ে, সেই মাটিতে খোল, ভার্মিকম্পোস্ট মিশিয়ে একটা মাটি প্রস্তুত করে করা হয়েছে পদ্ম চাষ।
দুই রকম ভাবে পদ্ম চাষ করে থাকেন অঙ্কিতা দানা। পুরোটাই বাড়ির ছাদে। প্রথম পদ্ধতিতে তিন বছরের পুরানো মাটি নিয়ে, সেই মাটিতে খোল, ভার্মিকম্পোস্ট মিশিয়ে একটা মাটি প্রস্তুত করে করা হয়েছে পদ্ম চাষ।
advertisement
4/6
দ্বিতীয়তঃ লেয়ার পদ্ধতিতেও তিনি করেছেন এই ফুলের চাষ। তিন ইঞ্চি ভার্মি কম্পোস্ট এর উপর ছয় ইঞ্চি মাটি এবং খাবার হিসেবে
দ্বিতীয়তঃ লেয়ার পদ্ধতিতেও তিনি করেছেন এই ফুলের চাষ। তিন ইঞ্চি ভার্মি কম্পোস্ট এর উপর ছয় ইঞ্চি মাটি এবং খাবার হিসেবে "সি উইড"। এভাবেই যেন একটা পদ্মের বিপ্লব তৈরি করেছেন তার খোলা ছাদে। শুধু পদ্ম আর শাপলা।
advertisement
5/6
অঙ্কিতা দানা জানিয়েছেন, রয়েছে বড় বড় গামলা, এক একটি গামলা যেন এক একটি ইকোসিস্টেম অর্থাৎ বাস্তু তন্ত্র। গামলায় খেলা করছে ছোট ছোট মাছ। ফুটে রয়েছে পদ্ম এবং শাপলা।
অঙ্কিতা দানা জানিয়েছেন, রয়েছে বড় বড় গামলা, এক একটি গামলা যেন এক একটি ইকোসিস্টেম অর্থাৎ বাস্তু তন্ত্র। গামলায় খেলা করছে ছোট ছোট মাছ। ফুটে রয়েছে পদ্ম এবং শাপলা।
advertisement
6/6
সোশ্যাল মিডিয়াতে দেওয়া
সোশ্যাল মিডিয়াতে দেওয়া "পদ্মাবতী" নাম সম্পর্কে অঙ্কিতা জানান যে তিনি পদ্মের জন্য বিশেষ পরিচিতি লাভ করেছেন এবং সেটি যথেষ্ট উপভোগ করেন অঙ্কিতা।
advertisement
advertisement
advertisement