Bike News: পকেটে মাত্র ৪৯৯ টাকা থাকলেই বুকিং করতে পারবেন Bounce’ -র Electronic Scooter

Last Updated:
Bike News: ডিসেম্বরের ২ তারিখে এই ইলেকট্রিক স্কুটারের (electric scooter) বুকিং শুরু হবে৷ বুকিং শুরু হবে মাত্র ৪৯৯ টাকা থেকে৷
1/4
#কলকাতা: বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থা ‘Bounce’ নিজেদের প্রথম ইলেকট্রিক স্কুটার (electric scooter) এই শীতে লঞ্চ করবে৷ e-scooter-র নাম “Bounce Infinity” ডিসেম্বরের ২ তারিখ থেকে বুকিং শুরু হবে৷ মাত্র ৪৯৯ টাকায় বুকিং শুরু হবে৷ Mint প্রকাশিত খবর অনুযায়ি বাউন্স (Bounce) মোবাইল পরিবহনের সলিউশন দেবে৷ বেঙ্গালুরু স্টার্টআপ সংস্থা যোগাযোগকারীদের সহজ পরিবহনের সুযোগ দেবে৷ যা বিশ্বস্ত , সময় বাঁচানোর মতো এবং সহজ পরিবহন দেবে৷
#কলকাতা: বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থা ‘Bounce’ নিজেদের প্রথম ইলেকট্রিক স্কুটার (electric scooter) এই শীতে লঞ্চ করবে৷ e-scooter-র নাম “Bounce Infinity” ডিসেম্বরের ২ তারিখ থেকে বুকিং শুরু হবে৷ মাত্র ৪৯৯ টাকায় বুকিং শুরু হবে৷ Mint প্রকাশিত খবর অনুযায়ি বাউন্স (Bounce) মোবাইল পরিবহনের সলিউশন দেবে৷ বেঙ্গালুরু স্টার্টআপ সংস্থা যোগাযোগকারীদের সহজ পরিবহনের সুযোগ দেবে৷ যা বিশ্বস্ত , সময় বাঁচানোর মতো এবং সহজ পরিবহন দেবে৷
advertisement
2/4
বুকিংয়ের তারিখ (Booking Date) কোম্পানির প্রত্যাশা ডিসেম্বরের ২ তারিখে এই ইলেকট্রিক স্কুটারের (electric scooter) বুকিং শুরু হবে৷ বুকিং শুরু হবে মাত্র ৪৯৯ টাকা থেকে৷
বুকিংয়ের তারিখ (Booking Date) কোম্পানির প্রত্যাশা ডিসেম্বরের ২ তারিখে এই ইলেকট্রিক স্কুটারের (electric scooter) বুকিং শুরু হবে৷ বুকিং শুরু হবে মাত্র ৪৯৯ টাকা থেকে৷
advertisement
3/4
ডেলিভারি ডেট (Delivery Date) কোম্পানি এই ই স্কুটারের (E scooter) ডেলিভারির দিন স্থির করে ফেলেছে৷ ২০২২ -র শুরুর দিকে এই স্কুটার যারা বুকিং করবে তাদের ডেলিভারি দেবে৷ কোম্পানি বলেছে ব্যাটারি একটা অপশন দিচ্ছে৷ অর্থাৎ ক্রেতা ব্যাটারি যুক্ত কিম্বা ব্যাটারি ছাড়া এই বাইক কিনতে পারবে৷ যারা ব্যাটারি ছাড়া বাইক কিনবেন তারা কোম্পানির সোইয়পিং নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন৷
ডেলিভারি ডেট (Delivery Date) কোম্পানি এই ই স্কুটারের (E scooter) ডেলিভারির দিন স্থির করে ফেলেছে৷ ২০২২ -র শুরুর দিকে এই স্কুটার যারা বুকিং করবে তাদের ডেলিভারি দেবে৷ কোম্পানি বলেছে ব্যাটারি একটা অপশন দিচ্ছে৷ অর্থাৎ ক্রেতা ব্যাটারি যুক্ত কিম্বা ব্যাটারি ছাড়া এই বাইক কিনতে পারবে৷ যারা ব্যাটারি ছাড়া বাইক কিনবেন তারা কোম্পানির সোইয়পিং নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন৷
advertisement
4/4
এই বছরের অক্টোবরে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেছেন কেন্দ্রীয় সরকার আশা করছে কমার্শিয়াল ভেহিক্যাল ৭০ শতাংশ বাড়বে, ৮০ শতাংশ দু চাকার গাড়ি, ৩০ শতাংশ প্রাইভেট গাড়ি হবে ২০৩০ অবধি৷
এই বছরের অক্টোবরে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেছেন কেন্দ্রীয় সরকার আশা করছে কমার্শিয়াল ভেহিক্যাল ৭০ শতাংশ বাড়বে, ৮০ শতাংশ দু চাকার গাড়ি, ৩০ শতাংশ প্রাইভেট গাড়ি হবে ২০৩০ অবধি৷
advertisement
advertisement
advertisement