Ola E scooter booking: তেলে নয়, এক চার্জেই ছুটবে বাইক, আরও একবার বড় সুখবর নিয়ে হাজির ওলা, বুকিং করুন আজই

Last Updated:
Ola E scooter booking: এস ওয়ান এবং এস ওয়ান প্রো এই দুটি স্কুটারই এখন ওলা অ্যাপ থেকে বুক করা যাচ্ছে।
1/5
কিছুদিন বন্ধ থাকার পর আবার বুকিং শুরু হলো ওলা ই- স্কুটারের। এস ওয়ান এবং এস ওয়ান প্রো  এই দুটি স্কুটারই এখন ওলা অ্যাপ থেকে বুক করা যাচ্ছে। স্কুটি বুক করতে প্রাথমিকভাবে খরচ হচ্ছে মাত্র ৪৯৯ টাকা।
কিছুদিন বন্ধ থাকার পর আবার বুকিং শুরু হলো ওলা ই- স্কুটারের। এস ওয়ান এবং এস ওয়ান প্রো এই দুটি স্কুটারই এখন ওলা অ্যাপ থেকে বুক করা যাচ্ছে। স্কুটি বুক করতে প্রাথমিকভাবে খরচ হচ্ছে মাত্র ৪৯৯ টাকা।
advertisement
2/5
গত মাসে দু'দিনে ১১০০' কোটি টাকার ব্যবসা করেছিল ওলা ই স্কুটার। দু'দিনে যে পরিমাণ স্কুটি বুকিং হয়েছিল তা এই চলচি মাস থেকেই ডেলিভারি করা শুরু করবে ওলা। দেশের মোট ১ হাজার শহরে এবং শহরাঞ্চলে গ্রাহকের হাতে ই-স্কুটি তুলে দেওয়া হবে।
গত মাসে দু'দিনে ১১০০' কোটি টাকার ব্যবসা করেছিল ওলা ই স্কুটার। দু'দিনে যে পরিমাণ স্কুটি বুকিং হয়েছিল তা এই চলচি মাস থেকেই ডেলিভারি করা শুরু করবে ওলা। দেশের মোট ১ হাজার শহরে এবং শহরাঞ্চলে গ্রাহকের হাতে ই-স্কুটি তুলে দেওয়া হবে।
advertisement
3/5
সেপ্টেম্বরে সব রেকর্ড ভেঙে প্রথম ২৪ ঘন্টায় ১ লক্ষ ওলা ই-স্কুটি বুক হয়েছিল। চাহিদা দেখে অবাক হন সংস্থার বড় কর্তারাও।
সেপ্টেম্বরে সব রেকর্ড ভেঙে প্রথম ২৪ ঘন্টায় ১ লক্ষ ওলা ই-স্কুটি বুক হয়েছিল। চাহিদা দেখে অবাক হন সংস্থার বড় কর্তারাও।
advertisement
4/5
একবার চার্জ দিলে ১২১ কিলোমিটার যাবে ওলা এস ওয়ান। সর্বোচ্চ গতি ৯০ কিলোমিটার। অন্যদিকে এস ওয়ান প্রো সর্বোচ্চ গতি ১১৫ কিলোমিটার। একবার চার্জ দিলে ১৮১ কিলোমিটার যায় বলে দাবি সংস্থার।
একবার চার্জ দিলে ১২১ কিলোমিটার যাবে ওলা এস ওয়ান। সর্বোচ্চ গতি ৯০ কিলোমিটার। অন্যদিকে এস ওয়ান প্রো সর্বোচ্চ গতি ১১৫ কিলোমিটার। একবার চার্জ দিলে ১৮১ কিলোমিটার যায় বলে দাবি সংস্থার।
advertisement
5/5
 এই মুহূর্তে কিষানগিরি এবং তামিলনাড়ুতে ৫০০ একর জমির উপর কারখানা গড়ছে ওলা। দশ হাজার মহিলা কর্মী এখানে কাজ করবে বলে জানিয়েছে সংস্থা। বছরে ১ কোটি স্কুটি তৈরি করতে চায় তারা।
এই মুহূর্তে কিষানগিরি এবং তামিলনাড়ুতে ৫০০ একর জমির উপর কারখানা গড়ছে ওলা। দশ হাজার মহিলা কর্মী এখানে কাজ করবে বলে জানিয়েছে সংস্থা। বছরে ১ কোটি স্কুটি তৈরি করতে চায় তারা।
advertisement
advertisement
advertisement