Black Tomato: মালদহের স্কুল শিক্ষিকার কামাল! ছাদবাগানে ফলছে ৫০০ টাকা কেজি দরের কালো টমেটো
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Black Tomato: মালদহের এক স্কুল শিক্ষিকা ছাদের উপর চারটি টবে সফলভাবে কালো টমেটো চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এই বিদেশি টমেটো জৈব পদ্ধতিতে চাষ করলে উচ্চমূল্যে বিক্রির সুযোগ রয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডঃ দুষ্যন্ত কুমার রাঘব জানান, "বিদেশি প্রজাতির এই সবজি বাজারে অধিক মূল্যবান। ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হয় এই কালো টমেটো। তবে এটি চাষ করলে খোলা জায়গায় নয় গ্রীন হাউস অথবা সংরক্ষিত জায়গায় করতে হবে। বেশি শীত বা ঠান্ডা নয় গরম আবহাওয়ার মধ্যে এই চাষটি সফলভাবে হবে।"
advertisement









