Gold Price Drop: সপ্তাহের শুরুতেই বড় সুখবর ! আরও কমে গেল সোনার দাম

Last Updated:
Gold Price Drop: সপ্তাহের শুরুতেই সোনার বাজারে বড় পরিবর্তন। কমেছে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম। কলকাতা, মুম্বই, দিল্লিসহ বিভিন্ন শহরে দাম কমেছে কয়েকশো টাকা পর্যন্ত।
1/5
সোনার বাজারে নতুন করে দেখা মিলল স্বস্তির হাওয়া। সপ্তাহের শুরুতেই সোনার দামে বড়সড় পতন ঘটেছে, যা ক্রেতা ও বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটাচ্ছে। দীপাবলি ও ধনতেরসের পরে সোনার দামে এই পতন সাধারণ মানুষের জন্য একটি বড় সুখবর বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
সোনার বাজারে নতুন করে দেখা মিলল স্বস্তির হাওয়া। সপ্তাহের শুরুতেই সোনার দামে বড়সড় পতন ঘটেছে, যা ক্রেতা ও বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটাচ্ছে। দীপাবলি ও ধনতেরসের পরে সোনার দামে এই পতন সাধারণ মানুষের জন্য একটি বড় সুখবর বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
2/5
সোনা দীর্ঘমেয়াদে সবসময়ই নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত। তাই এই দামের পতনকে অনেকেই ‘Buying Opportunity’ হিসেবে দেখছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, বছরের শেষের দিকে আবারও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই এখনই অল্প অল্প করে বিনিয়োগ শুরু করলে ভবিষ্যতে ভাল রিটার্ন মিলতে পারে।
সোনা দীর্ঘমেয়াদে সবসময়ই নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত। তাই এই দামের পতনকে অনেকেই ‘Buying Opportunity’ হিসেবে দেখছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, বছরের শেষের দিকে আবারও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই এখনই অল্প অল্প করে বিনিয়োগ শুরু করলে ভবিষ্যতে ভাল রিটার্ন মিলতে পারে।
advertisement
3/5
সোনার দাম কমে যাওয়ায় সাধারণ ক্রেতা থেকে শুরু করে গয়না ব্যবসায়ীরা — সকলে এখনই সুযোগ নিচ্ছেন কেনাকাটার। তবে বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগের আগে বাজার পরিস্থিতি ভালভাবে বুঝে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত।
সোনার দাম কমে যাওয়ায় সাধারণ ক্রেতা থেকে শুরু করে গয়না ব্যবসায়ীরা — সকলে এখনই সুযোগ নিচ্ছেন কেনাকাটার। তবে বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগের আগে বাজার পরিস্থিতি ভালভাবে বুঝে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত।
advertisement
4/5
সোমবার ২৭ অক্টোবর কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১১৫৯০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৯৫১৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১৪৯৭০৮ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
সোমবার ২৭ অক্টোবর কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১১৫৯০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৯৫১৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১৪৯৭০৮ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
5/5
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
advertisement
advertisement
advertisement