SBI Fixed Deposit Interest Rate: SBI গ্রাহকদের জন্য বড় খবর, ফিক্সড ডিপোজিটে কমল সুদের হার, দেখে নিন বিশদে
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
SBI Fixed Deposit Interest Rate: নতুন সুদের হার ১৬ মে, ২০২৫ থেকে কার্যকর হয়েছে। এসবিআই সমস্ত মেয়াদে ২০ বেসিস পয়েন্ট (বিপিএস) হার কমিয়েছে।
বিনিয়োগের ক্ষেত্রে মধ্যবিত্তের প্রথম পছন্দ ফিক্সড ডিপোজিট। ব্যাঙ্ক ডিপোজিট স্কিমের কথা যদি ওঠে, সবার আগে বেশিরভাগ ব্যক্তিরই মাথায় আসবে ফিক্সড ডিপোজিটের প্রসঙ্গ। এর মধ্যে ভুল কিছু নেই। বিনিয়োগ এখানে সম্পূর্ণই নিরাপদ। এবার যদি সিনিয়র সিটিজেনের কথা ধরা হয়, তাঁদের ক্ষেত্রে সুদের হার সাধারণ নাগরিকের তুলনায় ফিক্সড ডিপোজিটে বেশিই হয়। কেউ চাইলে পরিবারের প্রবীণ সদস্যের নামেও ফিক্সড ডিপোজিট করতে পারেন ব্যাঙ্কে।
advertisement
তবে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সংক্ষেপে এসবিআই গ্রাহকদের ফিক্সড ডিপোজিট নিয়ে হতাশ হওয়ার কারণ রয়েছে। কেন না, এসবিআই ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে। ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, নতুন সুদের হার ১৬ মে, ২০২৫ থেকে কার্যকর হয়েছে। এসবিআই সমস্ত মেয়াদে ২০ বেসিস পয়েন্ট (বিপিএস) হার কমিয়েছে। এই সুদের হার হ্রাস সাধারণ গ্রাহকদের পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্যও প্রযোজ্য হবে।
advertisement
advertisement
এসবিআই প্রবীণ নাগরিকদের জন্য সুদের হারও কমিয়েছে। এখন তাঁরা ৩.৮০ শতাংশ থেকে ৭.৩০ শতাংশ পর্যন্ত সুদের হার পাবেন, যার মধ্যে ব্যাঙ্কের বিশেষ স্কিম SBI WeCare Deposit অন্তর্ভুক্ত রয়েছে। আগে এই হার ৪ শতাংশ থেকে ৭.৫০ শতাংশের মধ্যে ছিল। এসবিআইয়ের এই নতুন হারগুলি সেই সব প্রবীণ নাগরিকদের জন্য প্রযোজ্য হবে যাঁরা ৩ কোটির কম মূল্যের এফডি করছেন।
advertisement
এসবিআইয়ের একটি বিশেষ এফডি স্কিম, অমৃত বৃষ্টি যোজনার সুদের হারও কমানো হয়েছে। এই স্কিমের মেয়াদ ৪৪৪ দিন এবং এখন সাধারণ নাগরিকরা এতে ৬.৮৫ শতাংশ সুদ পাবেন, যা আগে ৭.০৫ শতাংশ ছিল। এই প্রকল্পের আওতায় প্রবীণ নাগরিকদের ৭.৩৫ শতাংশ সুদের হার দেওয়া হচ্ছে। অন্য দিকে, সুপার সিনিয়র সিটিজেনরা (৮০ বছর বা তার বেশি বয়সী) এই স্কিমে বার্ষিক ৭.৪৫ শতাংশ সুদ পাবেন।
advertisement
এক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বারের মতো এসবিআই এফডির সুদের হার কমাল। এর আগে, ১৫ এপ্রিল, ২০২৫ তারিখেও ব্যাঙ্ক এফডির সুদের হার কমিয়েছিল। এই টানা দুটি কাটছাঁট বিনিয়োগকারীদের জন্য, বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং প্রবীণ নাগরিকদের জন্য একটি বড় ধাক্কা, যাঁরা তাঁদের নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসেবে ফিক্সড ডিপোজিটই পছন্দ করেন।