এই সমস্ত চার্জ তুলে নিতে চলেছে সরকার, বাজেটে হতে পারে বড় ঘোষণা

Last Updated:
সূত্রের খবর অনুযায়ী, ডিজিটাল লেনদেন বাড়াতে বাজেট ২০২০ তে এর ঘোষণা করা হতে পারে ৷
1/5
কেন্দ্র সরকার সমস্ত ডেবিট কার্ড লেনদেনে উপর MDR চার্জ সম্পূর্ণভাবে তুলে নিতে চলেছে ৷ সূত্রের খবর অনুযায়ী, ডিজিটাল লেনদেন বাড়াতে বাজেট ২০২০ তে এর ঘোষণা করা হতে পারে ৷ ডিজিটাল লেনদেনে মানুষকে উৎসাহিত করার জন্য ১ জানুয়ারি ২০২০ থেকে রুপে ডেবিট কার্ড ও ইউপিআই-এর মাধ্যমে লেনদেন করার ক্ষেত্রে তুলে নেওয়া হয়েছে এমডিআর ৷
কেন্দ্র সরকার সমস্ত ডেবিট কার্ড লেনদেনে উপর MDR চার্জ সম্পূর্ণভাবে তুলে নিতে চলেছে ৷ সূত্রের খবর অনুযায়ী, ডিজিটাল লেনদেন বাড়াতে বাজেট ২০২০ তে এর ঘোষণা করা হতে পারে ৷ ডিজিটাল লেনদেনে মানুষকে উৎসাহিত করার জন্য ১ জানুয়ারি ২০২০ থেকে রুপে ডেবিট কার্ড ও ইউপিআই-এর মাধ্যমে লেনদেন করার ক্ষেত্রে তুলে নেওয়া হয়েছে এমডিআর ৷
advertisement
2/5
 এমডিআর আসলে কী ?  ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে দোকানদার আপনার কাছে থেকে একটি চার্জ কাটে ৷ অথার্ৎ ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহারের চার্জও বলা যেতে পারে ৷ তবে এমডিআর হিসেবে যে চার্জ কাটা হয় তা দোকানদাররা পান না ৷ কার্ডের মাধ্যমে করা সমস্ত পেমেন্টে দিতে হয় এমডিআর ৷
এমডিআর আসলে কী ? ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে দোকানদার আপনার কাছে থেকে একটি চার্জ কাটে ৷ অথার্ৎ ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহারের চার্জও বলা যেতে পারে ৷ তবে এমডিআর হিসেবে যে চার্জ কাটা হয় তা দোকানদাররা পান না ৷ কার্ডের মাধ্যমে করা সমস্ত পেমেন্টে দিতে হয় এমডিআর ৷
advertisement
3/5
 তবে এবার থেকে এমডিআর চার্জ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ মার্চেন্ট ডিসকাউন্ট নিয়ে বাজেটে হতে পারে বড় ঘোষণা ৷ এই প্রস্তাবের উপর NPCI ও RBI পর্যালোচনা করছে ৷ এর জেরে সরকারের উপর বার্ষিক ২০০০ কোটি টাকার বোঝা বাড়তে পারে ৷ এই বাড়তি বোঝা আরবিআই ও ব্যাঙ্কদের ওঠাতে হতে পারে ৷ Rupay ও UPI থেকে আগেই চার্জ তুলে নেওয়া হয়েছে ৷
তবে এবার থেকে এমডিআর চার্জ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ মার্চেন্ট ডিসকাউন্ট নিয়ে বাজেটে হতে পারে বড় ঘোষণা ৷ এই প্রস্তাবের উপর NPCI ও RBI পর্যালোচনা করছে ৷ এর জেরে সরকারের উপর বার্ষিক ২০০০ কোটি টাকার বোঝা বাড়তে পারে ৷ এই বাড়তি বোঝা আরবিআই ও ব্যাঙ্কদের ওঠাতে হতে পারে ৷ Rupay ও UPI থেকে আগেই চার্জ তুলে নেওয়া হয়েছে ৷
advertisement
4/5
মার্চেন্টদের লেনদেনের জন্য ব্যাঙ্ককে এমডিআর দিতে হত ৷ তবে বর্তমানে ২০০০ টাকার নীচের লেনদেনের ক্ষেত্রে এই চার্জ লাগু করা হয় না ৷ ২০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে ০.৬০ শতাংশ এমডিআর দিতে হয় ৷ অধিকতম চার্জ ১৫০ টাকা ঠিক করা হয়েছে ৷
মার্চেন্টদের লেনদেনের জন্য ব্যাঙ্ককে এমডিআর দিতে হত ৷ তবে বর্তমানে ২০০০ টাকার নীচের লেনদেনের ক্ষেত্রে এই চার্জ লাগু করা হয় না ৷ ২০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে ০.৬০ শতাংশ এমডিআর দিতে হয় ৷ অধিকতম চার্জ ১৫০ টাকা ঠিক করা হয়েছে ৷
advertisement
5/5
 ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে করা পেমেন্টের এমডিআর তিনটি ভাগে ভাগ করা হয়েছে ৷ সবচেয়ে বড় অংশ যায় যে ব্যাঙ্ক কার্ড জারি করেছে তার কাছে ৷ বাকি অংশ পায় সেই ব্যাঙ্ক যার পয়েন্ট অফ সেলস মেশিন দোকানে ব্যবহার করা হচ্ছে ৷ আর বাকি অংশ পায় পেমেন্ট সংস্থা যেমন ভিসা, মাস্টার কার্ড বা আমেরিকান এক্সপ্রেসের মতো সংস্থা ৷
ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে করা পেমেন্টের এমডিআর তিনটি ভাগে ভাগ করা হয়েছে ৷ সবচেয়ে বড় অংশ যায় যে ব্যাঙ্ক কার্ড জারি করেছে তার কাছে ৷ বাকি অংশ পায় সেই ব্যাঙ্ক যার পয়েন্ট অফ সেলস মেশিন দোকানে ব্যবহার করা হচ্ছে ৷ আর বাকি অংশ পায় পেমেন্ট সংস্থা যেমন ভিসা, মাস্টার কার্ড বা আমেরিকান এক্সপ্রেসের মতো সংস্থা ৷
advertisement
advertisement
advertisement