Fixed Deposit নিয়ে সরকারের বড় ঘোষণা, এক নজরে বিস্তারিত দেখে নেওয়া যাক, এবার শুধু লাভই লাভ
- Written by:Trending Desk
- trending-desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
যারা বিভিন্ন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করেছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সরকারের এই ঘোষণা। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে পাওয়া সুদের হারে ছাড়ের ঘোষণা করা হয়েছে।
[caption id="attachment_2048652" align="alignnone" width="1200"] নিয়মিত বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে মোটা রিটার্ন পাওয়া যায়। এমনটাই বলেন বিনিয়োগ বিশেষজ্ঞরা। বর্তমানে বাজারে অনেক রকমের বিনিয়োগ বিকল্প রয়েছে। তবে হ্যাঁ, এসবে ঝুঁকিও রয়েছে। তবে সরকারি স্কিম, বন্ড, ব্যাঙ্ক ডিপোজিট স্কিমের মতো বিনিয়োগে অবশ্য গ্যারান্টিযুক্ত রিটার্ন পাওয়া যায়। এই সব ক্ষেত্রে ঝুঁকির কোনও প্রশ্ন নেই।</dd>
<dd>[/caption]
advertisement
এবার ব্যাঙ্ক ডিপোজিট স্কিমের কথা যদি ওঠে, সবার আগে বেশিরভাগ ব্যক্তিরই মাথায় আসবে ফিক্সড ডিপোজিটের প্রসঙ্গ। এর মধ্যে ভুল কিছু নেই। বর্তমানে ব্যাঙ্কগুলো ফিক্সড ডিপোজিটে বেশ ভাল হারে সুদ অফার করছে। এবার যদি সিনিয়র সিটিজেনের কথা ধরা হয়, তাঁদের ক্ষেত্রে সুদের হার সাধারণ নাগরিকের তুলনায় ফিক্সড ডিপোজিটে বেশিই হয়। কেউ চাইলে পরিবারের প্রবীণ সদস্যের নামেও ফিক্সড ডিপোজিট করতে পারেন ব্যাঙ্কে।
advertisement
advertisement
advertisement
একলপ্তে বিনিয়োগ করলে যে রিটার্ন মিলত, তার থেকে এই পদ্ধতিতে অনেক বেশি টাকা পাওয়া যাবে। কারণ প্রতি বছর ফিক্সড ডিপোজিট ম্যাচিউর করলে তার সুদটাও ফের বিনিয়োগের জন্য ব্যবহার করা যাচ্ছে। এটাই ‘এফডি ল্যাডারিং’-এর সুবিধা। এতে জমা টাকা নিরাপদে তো থাকছেই, সুদটাকেও ফের বিনিয়োগ করা যাচ্ছে। ফলে সাধারণ ফিক্সড ডিপোজিটের তুলনায় রিটার্ন আসছে অনেক বেশি।
advertisement
advertisement
যারা বিভিন্ন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করেছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সরকারের এই ঘোষণা। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে পাওয়া সুদের হারে ছাড়ের ঘোষণা করা হয়েছে। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে পাওয়া সুদের হারে টিডিএসের সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের থেকে পাওয়া ৪০,০০০ টাকা আয়ে টিডিএস কাটা হত না। এখন এই পরিমাণ ১০,০০০ টাকা বাড়িয়ে ৫০,০০০ টাকা করে দেওয়া হয়েছে। এখন থেকে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের থেকে পাওয়া ৫০,০০০ টাকা আয়ের উপরে ব্যাঙ্ক নিজে থেকেই টিডিএস কাটতে পারবে না। অর্থাৎ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হারে বেশি ছাড় পেতে পারে বিনিয়োগকারীরা। এর ফলে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হারে ছাড় ৪০,০০০ টাকা থেকে বেড়ে ৫০,০০০ টাকা হল।







