Extra Income Ideas: চাকরির পাশাপাশি বাড়তি আয়ের ব্যবস্থা করুন, এই ব্যবসাগুলো সবথেকে সেরা, টাকা গুনে ওঠা যাবে না
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Extra Income Ideas: চাকরির পাশাপাশি যদি স্থায়ী বাড়তি আয় চান, তাহলে এই ব্যবসাগুলো হতে পারে সেরা বিকল্প। কম বিনিয়োগে শুরু করে নিয়মিত পরিশ্রমে আপনি গড়ে তুলতে পারেন মোটা ফান্ড ।
আজকাল কেউ আর কেবল বেতনের উপর নির্ভর করতে চান না। আর্থিক নিরাপত্তার জন্য সবাই প্যাসিভ ইনকাম তৈরির উপায় খুঁজছেন। সেটা যুক্তিসঙ্গতও বটে। চাকরিজীবীদের মুদ্রাস্ফীতির কারণে প্রায়শই বিড়ম্বনার মুখে পড়তে হয়। বেতন নিয়ম করে বাড়লেও সব সময়ে তা যে পর্যাপ্ত হয়, এমনটা নয়। আর যেটুকু বাড়ে, সেটুকু বেড়ে চলা খরচের তাল রাখতে গিয়ে বেরিয়ে যায়। সেই জন্যই দরকার হয় বাড়তি উপার্জনের। সৌভাগ্যবশত এখন প্যাসিভ ইনকাম বা পার্শ্ব আয়ের অনেক সুযোগ রয়েছে যা কোনও জায়গায় কাজ করার সময়েও আরামে পরিচালনা করা যেতে পারে।
advertisement
দেখে নেওয়া যাক তেমনই কিছু উপায়!যদি কারও লেখালেখি, ডিজাইনিং, ভিডিও এডিটিং বা কোডিংয়ের মতো দক্ষতা থাকে, তাহলে ফ্রিল্যান্সিং তাঁর জন্য একটি দুর্দান্ত পার্শ্ব ব্যবসা হতে পারে। নিজেদের অবসর সময়ে ক্লায়েন্টদের জন্য এই কাজগুলি সম্পন্ন করা যেতে পারে এবং সেই কাজের উপর ভিত্তি করে অর্থ উপার্জন করা যেতে পারে।
advertisement
যদি কেউ পড়াশোনায় ভাল হন বা কোনও বিষয়ে দৃঢ় দখল থাকে, তাহলে একজন অনলাইন শিক্ষক হয়ে উঠতে পারেন। আজকাল শিশু এবং পেশাদার উভয়ই ডিজিটাল ক্লাস উপভোগ করে। স্কুলের বিষয়, ভাষা, অথবা SEO এবং মার্কেটিংয়ের মতো ডিজিটাল স্কিল শেখানো যায়। সন্ধ্যায় বা সপ্তাহান্তে কিছু সময় ব্যয় করলেই ভাল আয় করা এক্ষেত্রে সহজ।
advertisement
যদি কেউ রান্নার প্রতি আগ্রহী হন, তাহলে বাড়ি থেকে খাবারের ব্যবসা শুরু করাও সহজ। কেক, স্ন্যাক, লাঞ্চ বক্স বা ক্যাটারিং পরিষেবা শুরু করা যায়। সুইগি এবং জোমাটোর মতো প্ল্যাটফর্মে রেজিস্টার করে নিজেদের খাবার বিক্রি করা যায়। স্বাদ ভাল হলে এবং পরিষ্কার প্যাকেজিংয়ের মাধ্যমে সেই ব্যবসা দ্রুত বৃদ্ধি পেতে পারে।
advertisement
যদি কেউ ফ্যাশন, অর্থ, ভ্রমণ, অথবা প্রযুক্তির মতো বিষয়গুলিতে কথা বলা বা লেখা পছন্দ করেন, তাহলে একটি ব্লগ বা ইউটিউব চ্যানেল শুরু করতে পারেন। প্রথমে এতে প্রচেষ্টা এবং সময় দুই লাগবে, কিন্তু দর্শক বাড়ার সঙ্গে সঙ্গে ব্র্যান্ড ডিল এবং বিজ্ঞাপনের আয় বৃদ্ধি পাবে। শুধু নিজের কনটেন্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে।
advertisement
