Salary Savings Hacks: জলের মতো খরচ হয়ে যায় বেতন? শুধু এই কয়েকটা ব্যাপার মেনে চলুন, আর কোনও চিন্তা থাকবে না

Last Updated:
Salary Savings Hacks: প্ল্যানিং না করে খরচ করলে বেতন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাই জলের মতো বেতন খরচ হয়ে গেলে মেনে চলতে হবে সাধারণ কয়েকটা নিয়ম। 
1/6
আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যাঁদের বেতন আসার সঙ্গেই সঙ্গেই তা খরচ হয়ে যায়। এই সমস্যা শুধু কিন্তু সাধারণ মানুষের নয়, ডাকসাইটে অর্থনীতিবিদ অমর্ত্য সেনও একদা এই সমস্যার মুখে পড়েছিলেন। সে কথা স্বজনসকাশে বইতে লিখে গিয়েছেন নবনীতা দেব সেন।
আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যাঁদের বেতন আসার সঙ্গেই সঙ্গেই তা খরচ হয়ে যায়। এই সমস্যা শুধু কিন্তু সাধারণ মানুষের নয়, ডাকসাইটে অর্থনীতিবিদ অমর্ত্য সেনও একদা এই সমস্যার মুখে পড়েছিলেন। সে কথা স্বজনসকাশে বইতে লিখে গিয়েছেন নবনীতা দেব সেন।
advertisement
2/6
"প্রতিমাসের শেষে আমাদের হাত শূন্য হয়ে যেত, আমি স্কলারশিপে পড়ি, উনি তরুণ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। প্রত্যেক মাসেই ওঁর বন্ধু রমেশ গঙ্গেলির কাছে টাকা ধার করি। তিন মাস ধার দেবার পরে রমেশ আমাদের একটি লিখিত 'বাজেট' প্রস্তুত করে দিয়ে অমর্ত্যকে বললে, এইভাবে সংসার খরচহিসেব করে করতে হয়। কী যাচ্ছেতাই ইকনমিস্ট তুমি হে? সংসার খরচের বিলিব্যবস্থাও করতে শেখনি?"
"প্রতিমাসের শেষে আমাদের হাত শূন্য হয়ে যেত, আমি স্কলারশিপে পড়ি, উনি তরুণ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। প্রত্যেক মাসেই ওঁর বন্ধু রমেশ গঙ্গেলির কাছে টাকা ধার করি। তিন মাস ধার দেবার পরে রমেশ আমাদের একটি লিখিত 'বাজেট' প্রস্তুত করে দিয়ে অমর্ত্যকে বললে, এইভাবে সংসার খরচহিসেব করে করতে হয়। কী যাচ্ছেতাই ইকনমিস্ট তুমি হে? সংসার খরচের বিলিব্যবস্থাও করতে শেখনি?"
advertisement
3/6
নবনীতা দেব সেন লিখেছেন, সেই বাজেট অনুযায়ী তাঁদের ধার তো শোধ হয়ে গিয়েছিলই, উলটে দেড়শো ডলার দিয়ে একটা পুরনো শেভ্রলে কিনে ফেলে ওয়াশিংটনে ঘুরেও এসেছিলেন!এটা একেবারে খাঁটি সত্যি কথা- প্ল্যানিং না করে খরচ করলে বেতন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাই জলের মতো বেতন খরচ হয়ে গেলে মেনে চলতে হবে সাধারণ কয়েকটা নিয়ম।
নবনীতা দেব সেন লিখেছেন, সেই বাজেট অনুযায়ী তাঁদের ধার তো শোধ হয়ে গিয়েছিলই, উলটে দেড়শো ডলার দিয়ে একটা পুরনো শেভ্রলে কিনে ফেলে ওয়াশিংটনে ঘুরেও এসেছিলেন!এটা একেবারে খাঁটি সত্যি কথা- প্ল্যানিং না করে খরচ করলে বেতন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাই জলের মতো বেতন খরচ হয়ে গেলে মেনে চলতে হবে সাধারণ কয়েকটা নিয়ম।
advertisement
4/6
- সবসময় নিজেদের বেতন অনুযায়ী খরচের বাজেট তৈরি করতে হবে।- জরুরি এবং প্রয়োজনীয় খরচ আগে বাঁচিয়ে রেখে তার পর অন্যান্য খরচের প্ল্যান করা প্রয়োজন।

- ডিজিটাল পেমেন্ট করলে খরচ বেড়ে যেতে পারে। তাই নগদে খরচ করা প্রয়োজন।

- প্রয়োজন ছাড়া বাইরে থেকে বেশি খাওয়া-দাওয়া করার অভ্যাস কন্ট্রোল করতে হবে।
- সবসময় নিজেদের বেতন অনুযায়ী খরচের বাজেট তৈরি করতে হবে।- জরুরি এবং প্রয়োজনীয় খরচ আগে বাঁচিয়ে রেখে তার পর অন্যান্য খরচের প্ল্যান করা প্রয়োজন।- ডিজিটাল পেমেন্ট করলে খরচ বেড়ে যেতে পারে। তাই নগদে খরচ করা প্রয়োজন।- প্রয়োজন ছাড়া বাইরে থেকে বেশি খাওয়া-দাওয়া করার অভ্যাস কন্ট্রোল করতে হবে।
advertisement
5/6
- শপিং করার জন্য সবসময় নিজেদের বাজেট অনুযায়ী প্ল্যান করতে হবে এবং সেই অনুযায়ীই জিনিস কিনতে হবে। বেশি দামি জিনিস ক্রয় করে বাজে খরচ করা উচিত নয়।- বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে গেলে মানিব্যাগে কম নগদ টাকা রাখতে হবে। এতে অপ্রয়োজনীয় খরচ অনেকটাই বাঁচতে পারে।

- প্রত্যেক মাসের খরচের হিসেব করতে হবে এবং নিজেদের আয় ও ব্যায়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে হবে।

- সঞ্চয় করার অভ্যাস গড়ে তুলতে হবে এবং বাজে খরচ করা বন্ধ করতে হবে।
- শপিং করার জন্য সবসময় নিজেদের বাজেট অনুযায়ী প্ল্যান করতে হবে এবং সেই অনুযায়ীই জিনিস কিনতে হবে। বেশি দামি জিনিস ক্রয় করে বাজে খরচ করা উচিত নয়।- বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে গেলে মানিব্যাগে কম নগদ টাকা রাখতে হবে। এতে অপ্রয়োজনীয় খরচ অনেকটাই বাঁচতে পারে।- প্রত্যেক মাসের খরচের হিসেব করতে হবে এবং নিজেদের আয় ও ব্যায়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে হবে।- সঞ্চয় করার অভ্যাস গড়ে তুলতে হবে এবং বাজে খরচ করা বন্ধ করতে হবে।
advertisement
6/6
এভাবেই নিজেদের বেতন বাঁচানো যেতে পারে। আর হ্যাঁ, বেতন আসার সঙ্গে সঙ্গেই সবার আগে কিছুটা পরিমাণ টাকা সঞ্চয়ও করে রাখতে হবে। তাহলেই আর কোনও সমস্যা থাকবে না!
এভাবেই নিজেদের বেতন বাঁচানো যেতে পারে। আর হ্যাঁ, বেতন আসার সঙ্গে সঙ্গেই সবার আগে কিছুটা পরিমাণ টাকা সঞ্চয়ও করে রাখতে হবে। তাহলেই আর কোনও সমস্যা থাকবে না!
advertisement
advertisement
advertisement