২০২৩ সালে লম্বা উইকএন্ড কটা পড়ল? দেখে নিন, সেই মতো ঠিক করুন ঘুরতে যাওয়ার প্ল্যান

Last Updated:
ব্যাঙ্ক ছুটির উপর ভিত্তি করে আর্থিক ব্যবস্থা এবং কাজকর্ম করতে চাইলে এখানে একটা তালিকা দেওয়া হল। দেখে নেওয়া যাক কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
1/13
দোরগোড়ায় ২০২৩। নতুন বছরকে স্বাগত জানাতে সাজো সাজো রব। চলছে পার্টি, উইকএন্ড টুরের প্রস্তুতি। ২০২৩-এর ১ জানুয়ারিই পড়ছে রবিবার। তবে শুধু ১ জানুয়ারি নয়, বেশ কিছু উৎসবও শনি-রবিবারই পড়ছে। তাই আগাম পরিকল্পনা নিলে লম্বা ছুটি কাটাতে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। লং উইকএন্ডে কখন ব্যাঙ্ক বন্ধ থাকবে সেটা জানাও গুরুত্বপূর্ণ। ২০২৩-এ ক্যালেন্ডার বদলে যাবে। ব্যাঙ্ক ছুটির উপর ভিত্তি করে আর্থিক ব্যবস্থা এবং কাজকর্ম করতে চাইলে এখানে একটা তালিকা দেওয়া হল। দেখে নেওয়া যাক কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
দোরগোড়ায় ২০২৩। নতুন বছরকে স্বাগত জানাতে সাজো সাজো রব। চলছে পার্টি, উইকএন্ড টুরের প্রস্তুতি। ২০২৩-এর ১ জানুয়ারিই পড়ছে রবিবার। তবে শুধু ১ জানুয়ারি নয়, বেশ কিছু উৎসবও শনি-রবিবারই পড়ছে। তাই আগাম পরিকল্পনা নিলে লম্বা ছুটি কাটাতে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। লং উইকএন্ডে কখন ব্যাঙ্ক বন্ধ থাকবে সেটা জানাও গুরুত্বপূর্ণ। ২০২৩-এ ক্যালেন্ডার বদলে যাবে। ব্যাঙ্ক ছুটির উপর ভিত্তি করে আর্থিক ব্যবস্থা এবং কাজকর্ম করতে চাইলে এখানে একটা তালিকা দেওয়া হল। দেখে নেওয়া যাক কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
advertisement
2/13
জানুয়ারি: জানুয়ারিতে সপ্তাহান্তে দীর্ঘ ব্যাঙ্ক ছুটি নেই। যেহেতু প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি) বৃহস্পতিবার পড়ে, তাই যদি ২৭ জানুয়ারি শুক্রবার ছুটি নিলে শনিবার এবং রবিবার সহ একটি দীর্ঘ ছুটি পাওয়া যাবে। গুরুত্বপূর্ণ ছুটি - ২৩ জানুয়ারি, সোমবার, নেতাজি সুভাষ চন্দ্র বসু জয়ন্তী এবং ২৬ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার, প্রজাতন্ত্র দিবস।
জানুয়ারি: জানুয়ারিতে সপ্তাহান্তে দীর্ঘ ব্যাঙ্ক ছুটি নেই। যেহেতু প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি) বৃহস্পতিবার পড়ে, তাই যদি ২৭ জানুয়ারি শুক্রবার ছুটি নিলে শনিবার এবং রবিবার সহ একটি দীর্ঘ ছুটি পাওয়া যাবে। গুরুত্বপূর্ণ ছুটি - ২৩ জানুয়ারি, সোমবার, নেতাজি সুভাষ চন্দ্র বসু জয়ন্তী এবং ২৬ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার, প্রজাতন্ত্র দিবস।
advertisement
3/13
ফেব্রুয়ারি: ১৮ ফেব্রুয়ারি শনিবার পড়েছে মহাশিবরাত্রি। গুজরাত, উত্তরপ্রদেশের মতো অনেক রাজ্যেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। গুরুত্বপূর্ণ ছুটি - ৫ ফেব্রুয়ারি, রবিবার, গুরু রবিদাস জয়ন্তী এবং ১৮ ফেব্রুয়ারি, শনিবার, মহা শিবরাত্রি।
ফেব্রুয়ারি: ১৮ ফেব্রুয়ারি শনিবার পড়েছে মহাশিবরাত্রি। গুজরাত, উত্তরপ্রদেশের মতো অনেক রাজ্যেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। গুরুত্বপূর্ণ ছুটি - ৫ ফেব্রুয়ারি, রবিবার, গুরু রবিদাস জয়ন্তী এবং ১৮ ফেব্রুয়ারি, শনিবার, মহা শিবরাত্রি।
advertisement
4/13
মার্চ: মার্চ মাসে কোনও দীর্ঘ সাপ্তাহিক ছুটি নেই। ৮ মার্চ বুধবার হোলি। বিহারের ব্যাঙ্কগুলো ৯ মার্চ বন্ধ থাকবে। ১০ মার্চ কার্যদিবস। আবার ১১ মার্চ ব্যাঙ্ক বন্ধ, কারণ দ্বিতীয় শনিবার পড়ছে। গুরুত্বপূর্ণ ছুটি - ৮ মার্চ, বুধবার, হোলি, ২২ মার্চ, বুধবার উগাদি, ৩০ মার্চ, বৃহস্পতিবার রাম নবমী।
মার্চ: মার্চ মাসে কোনও দীর্ঘ সাপ্তাহিক ছুটি নেই। ৮ মার্চ বুধবার হোলি। বিহারের ব্যাঙ্কগুলো ৯ মার্চ বন্ধ থাকবে। ১০ মার্চ কার্যদিবস। আবার ১১ মার্চ ব্যাঙ্ক বন্ধ, কারণ দ্বিতীয় শনিবার পড়ছে। গুরুত্বপূর্ণ ছুটি - ৮ মার্চ, বুধবার, হোলি, ২২ মার্চ, বুধবার উগাদি, ৩০ মার্চ, বৃহস্পতিবার রাম নবমী।
advertisement
5/13
এপ্রিল: এপ্রিল মাসে দীর্ঘ সাপ্তাহিক ছুটি থাকে। কারণ ৭ এপ্রিল শুক্রবার গুড ফ্রাইডে। তারপরই দ্বিতীয় শনিবার এবং রবিবার। গুরুত্বপূর্ণ ছুটি: ৪ এপ্রিল, মঙ্গলবার - মহাবীর জয়ন্তী, ৭ এপ্রিল, শুক্রবার – গুড ফ্রাইডে, ১৪ এপ্রিল, শুক্রবার - ডক্টর আম্বেদকর জয়ন্তী, ২২ এপ্রিল, শনিবার - ঈদ অল ফিতর।
এপ্রিল: এপ্রিল মাসে দীর্ঘ সাপ্তাহিক ছুটি থাকে। কারণ ৭ এপ্রিল শুক্রবার গুড ফ্রাইডে। তারপরই দ্বিতীয় শনিবার এবং রবিবার। গুরুত্বপূর্ণ ছুটি: ৪ এপ্রিল, মঙ্গলবার - মহাবীর জয়ন্তী, ৭ এপ্রিল, শুক্রবার – গুড ফ্রাইডে, ১৪ এপ্রিল, শুক্রবার - ডক্টর আম্বেদকর জয়ন্তী, ২২ এপ্রিল, শনিবার - ঈদ অল ফিতর।
advertisement
6/13
মে: মে মাসে দীর্ঘ সাপ্তাহিক ছুটি নেই। ১ মে (সোমবার) এবং শুক্রবার (৫ মে) বুদ্ধ পূর্ণিমায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। গুরুত্বপূর্ণ ছুটি: ১ মে, সোমবার - মে দিবস/শ্রম দিবস, ৫ মে, শুক্রবার - বুদ্ধ পূর্ণিমা।
মে: মে মাসে দীর্ঘ সাপ্তাহিক ছুটি নেই। ১ মে (সোমবার) এবং শুক্রবার (৫ মে) বুদ্ধ পূর্ণিমায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। গুরুত্বপূর্ণ ছুটি: ১ মে, সোমবার - মে দিবস/শ্রম দিবস, ৫ মে, শুক্রবার - বুদ্ধ পূর্ণিমা।
advertisement
7/13
জুন: জুন মাসে দীর্ঘ ছুটি নেই। কিছু রাজ্যে রথযাত্রার ছুটি থাকবে, সোমবার পড়বে। যদিও বকরি ইদে ব্যাঙ্ক বন্ধ থাকবে, বৃহস্পতিবার পড়ছে। তবে শুক্র, শনিবার ব্যাঙ্ক খোলা থাকবে। গুরুত্বপূর্ণ ছুটি: ২৯ জুন, বৃহস্পতিবার - বকরিদ / ঈদ অল আযহা, ২৯ জুলাই, শনিবার – মহরম।
জুন: জুন মাসে দীর্ঘ ছুটি নেই। কিছু রাজ্যে রথযাত্রার ছুটি থাকবে, সোমবার পড়বে। যদিও বকরি ইদে ব্যাঙ্ক বন্ধ থাকবে, বৃহস্পতিবার পড়ছে। তবে শুক্র, শনিবার ব্যাঙ্ক খোলা থাকবে। গুরুত্বপূর্ণ ছুটি: ২৯ জুন, বৃহস্পতিবার - বকরিদ / ঈদ অল আযহা, ২৯ জুলাই, শনিবার – মহরম।
advertisement
8/13
জুলাই: জুলাই মাসে উল্লেখযোগ্য ছুটি বা বড় কোনও উৎসব নেই। একমাত্র ২৯ জুলাই শনিবার মহরমের ছুটি মিলতে পারে।
জুলাই: জুলাই মাসে উল্লেখযোগ্য ছুটি বা বড় কোনও উৎসব নেই। একমাত্র ২৯ জুলাই শনিবার মহরমের ছুটি মিলতে পারে।
advertisement
9/13
অগাস্ট: আবার, দীর্ঘ কোনও ব্যাঙ্ক ছুটি নেই। ১৫ আগস্ট মঙ্গলবার স্বাধীনতা দিবসে ব্যাঙ্ক বন্ধ থাকবে। গুরুত্বপূর্ণ ছুটি: ১৫ অগাস্ট, মঙ্গলবার - স্বাধীনতা দিবস, ১৬ অগাস্ট, বুধবার - পারসি নববর্ষ, ৩১ অগাস্ট, বৃহস্পতিবার – রাখি বন্ধন।
অগাস্ট: আবার, দীর্ঘ কোনও ব্যাঙ্ক ছুটি নেই। ১৫ আগস্ট মঙ্গলবার স্বাধীনতা দিবসে ব্যাঙ্ক বন্ধ থাকবে। গুরুত্বপূর্ণ ছুটি: ১৫ অগাস্ট, মঙ্গলবার - স্বাধীনতা দিবস, ১৬ অগাস্ট, বুধবার - পারসি নববর্ষ, ৩১ অগাস্ট, বৃহস্পতিবার – রাখি বন্ধন।
advertisement
10/13
সেপ্টেম্বর: সপ্তাহে তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে কিন্তু একটানা নয়। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইদ-এ-মিলাদ উৎসবে ব্যাঙ্ক বন্ধ থাকে। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার গণেশ চতুর্থীতে ব্যাঙ্কও বন্ধ থাকবে। গুরুত্বপূর্ণ ছুটি: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর- জন্মাষ্টমী। শুক্রবার ৮ সেপ্টেম্বর - কাজের দিন, শনিবার, ৯ সেপ্টেম্বর, রবিবার, ১০ সেপ্টেম্বর। ১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার - গণেশ চতুর্থী। ২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার - ঈদ-এ-মিলাদ।
সেপ্টেম্বর: সপ্তাহে তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে কিন্তু একটানা নয়। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইদ-এ-মিলাদ উৎসবে ব্যাঙ্ক বন্ধ থাকে। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার গণেশ চতুর্থীতে ব্যাঙ্কও বন্ধ থাকবে। গুরুত্বপূর্ণ ছুটি: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর- জন্মাষ্টমী। শুক্রবার ৮ সেপ্টেম্বর - কাজের দিন, শনিবার, ৯ সেপ্টেম্বর, রবিবার, ১০ সেপ্টেম্বর। ১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার - গণেশ চতুর্থী। ২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার - ঈদ-এ-মিলাদ।
advertisement
11/13
অক্টোবর: ২ অক্টোবর গান্ধি জয়ন্তী। জাতীয় ছুটির দিন। সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর আসছে দুর্গাপুজো। মহাঅষ্টমী এবং মহানবমী উপলক্ষ্যে ২২ অক্টোবর (রবিবার), এবং ২৩ অক্টোবর (সোমবার; কিছু রাজ্যে) এবং ২৪ অক্টোবর (কয়েকটি রাজ্যে মঙ্গলবার) ছুটি থাকবে। কর্নাটক, অসম, উত্তরপ্রদেশ এবং বিহারের মতো রাজ্যগুলিতে টানা ৩ দিন (রবিবার, সোমবার এবং মঙ্গলবার) ব্যাঙ্ক বন্ধ থাকবে। গুরুত্বপূর্ণ ছুটি: ২ অক্টোবর, সোমবার - গান্ধি জয়ন্তী। ২২ অক্টোবর, রবিবার – মহাঅষ্টমী। ২৩ অক্টোবর, সোমবার - মহানবমী।  ২৪ অক্টোবর, মঙ্গলবার - বিজয়া দশমী।
অক্টোবর: ২ অক্টোবর গান্ধি জয়ন্তী। জাতীয় ছুটির দিন। সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর আসছে দুর্গাপুজো। মহাঅষ্টমী এবং মহানবমী উপলক্ষ্যে ২২ অক্টোবর (রবিবার), এবং ২৩ অক্টোবর (সোমবার; কিছু রাজ্যে) এবং ২৪ অক্টোবর (কয়েকটি রাজ্যে মঙ্গলবার) ছুটি থাকবে। কর্নাটক, অসম, উত্তরপ্রদেশ এবং বিহারের মতো রাজ্যগুলিতে টানা ৩ দিন (রবিবার, সোমবার এবং মঙ্গলবার) ব্যাঙ্ক বন্ধ থাকবে। গুরুত্বপূর্ণ ছুটি: ২ অক্টোবর, সোমবার - গান্ধি জয়ন্তী। ২২ অক্টোবর, রবিবার – মহাঅষ্টমী। ২৩ অক্টোবর, সোমবার - মহানবমী। ২৪ অক্টোবর, মঙ্গলবার - বিজয়া দশমী।
advertisement
12/13
নভেম্বর: নভেম্বর মাসে গুরুত্বপূর্ণ ছুটির দিনগুলি হল: ১২ নভেম্বর, রবিবার – দীপাবলি, ১৩ নভেম্বর, সোমবার গোবর্ধন পূজা/লক্ষ্মী পূজা (দীপাবলি)। ১৪ নভেম্বর, মঙ্গলবার- দিওয়ালি (বলি প্রতিপদ)/দীপাবলি/বিক্রম সম্বৎ নববর্ষের দিন/লক্ষ্মী পূজা। ২৭ নভেম্বর, সোমবার - গুরু নানক জয়ন্তী।
নভেম্বর: নভেম্বর মাসে গুরুত্বপূর্ণ ছুটির দিনগুলি হল: ১২ নভেম্বর, রবিবার – দীপাবলি, ১৩ নভেম্বর, সোমবার গোবর্ধন পূজা/লক্ষ্মী পূজা (দীপাবলি)। ১৪ নভেম্বর, মঙ্গলবার- দিওয়ালি (বলি প্রতিপদ)/দীপাবলি/বিক্রম সম্বৎ নববর্ষের দিন/লক্ষ্মী পূজা। ২৭ নভেম্বর, সোমবার - গুরু নানক জয়ন্তী।
advertisement
13/13
ডিসেম্বর: এই বছর বড়দিন সোমবার পড়ায় পর পর ৩ দিন ব্যাঙ্ক ছুটি থাকবে।
ডিসেম্বর: এই বছর বড়দিন সোমবার পড়ায় পর পর ৩ দিন ব্যাঙ্ক ছুটি থাকবে।
advertisement
advertisement
advertisement