PPF-এ এইভাবে টাকা জমিয়ে সহজেই হতে পারবেন কোটিপতি !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
জেনে নিন অত্যন্ত সহজ একটি পদ্ধতিতে কীভাবে মান্থলি ইনকামের সাহায্যেও কোটিপতি হওয়ার স্বপ্নপূরণ হতে পারে ৷
কোটিপতি হতে কে না চায় ? কিন্তু অনেকেই বুঝে উঠতে পারেন না ঠিক কী করে এটা সম্ভব ৷ জেনে নিন অত্যন্ত সহজ একটি পদ্ধতি যে মান্থলি ইনকামের সাহায্যেও কোটিপতি হওয়ার স্বপ্নপূরণ হতে পারে ৷ এর জন্য অবশ্য দীর্ঘ সময়ের জন্য ইনভেস্ট করতে হবে ৷ পাবলিক প্রভিডেন্ট ফান্ডের মাধ্যমে কোটিপতি হওয়া যাবে ৷ কিন্তু এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে প্রতি মাসে আপনি কত টাকা ইনভেস্ট করছেন ৷ যত বেশি দিনের জন্য টাকা ইনভেস্ট করবেন তত বেশি আপনার কোটিপতি হওয়ার স্বপ্নের কাছে পৌঁছতে পারবেন ৷ পিপিএফে অধিকতম ১৫০০০০ টাকা ইনভেস্ট করতে পারবেন ৷
advertisement
পিপিএফ সেভিংস করার জন্য সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ৷ পাশাপাশি ইনকাম ট্যাক্স অ্যাক্ট সেকশন ৮০সি অনুযায়ী ট্যাক্স ছাড় পাওয়া যায় ৷ পিপিএফে ১৫ বছরের জন্য ইনভেস্ট করতে হবে ৷ ১৫ বছরের লক ইন পিরিয়ড শেষ হওয়ার পর ৫-৫ বছরের জন্যেও বাড়াতে পারবেন ৷ আপনি চাইলে ১৫,২০, ২৫ ও ৩০ বছরের জন্য ইনভেস্ট করতে পারবেন ৷
advertisement
কেরিয়ারের শুরুতে প্রত্যে মাসে ৪৫৮৫ টাকা জমা করলে ৩৫ বছরে কোটিপতি হয়ে যাবেন ৷ তবে এর জন্য ৭.৯ শতাংশ হিসেবে সুদ পেতে হবে ৷ ৩০ বছরে কোটিপতি হতে চাইলে প্রতি মাসে ৬৯৪৫ টাকা ইনভেস্ট করতে হবে ৷ ২৫ বছরে কোটিপতি হতে চাইলে প্রতি মাসে ১০৭২০ টাকা ইনভেস্ট করতে হবে ৷ ১.৫ লক্ষ টাকার লিমিট হিসেবে অধিকতম প্রতি মাসে ১২৫০০ টাকা ইনভেস্ট করতে পারবেন ৷
advertisement
৭.৯ শতাংশ সুদের হিসেবে ২৩ বছরে কোটিপতি হয়ে যাবেন ৷ ১৫ বছরের পর যদি ইনভেস্ট করা বন্ধ করে দেন তাহলেও আপনি কোটিপতি হয়ে যাবেন ৷ এইভাবে ৩৫ বছরে কোটিপতি হতে চাইলে ১৫ বছরে প্রতি মাসে ৬২৭০ টাকা জমা করতে হবে ৷ ১৫ বছরে এই হিসেবে ইনভেস্ট করলে আপনার ২১.৮৭ লক্ষ টাকা জমা হয়ে যাবে ৷ এরপর ইনভেস্ট না করলেও আগামী ২০ বছরে ১ কোটি টাকার মালিক হয়ে যাবেন ৷