ব্যাঙ্কের তরফে জারি অ্যালার্ট, ভুলেও এই কাজ করবেন না, চুরি যেতে পারে আপনার সমস্ত টাকা
Last Updated:
সম্প্রতি অনলাইন ব্যাঙ্কিং ফ্রডের ঘটনার বেড়ে গিয়েছে ৷ এর জেরে মাঝে মধ্যেই ব্যাঙ্কের তরফে গ্রাহকদের সতর্ক করা হচ্ছে ৷ অনলাইন ফ্রড থেকে কীভাবে বাঁচবেন সে বিষয়েও সচেতন করা হয়েছে গ্রাহকদের ৷ দেশের প্রাইভেট ব্যাঙ্ক HDFC ব্যাঙ্ক গ্রাহকদের এসএমএস পাঠিয়ে সাবধান করেছে ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ভুলেও AnyDesk নামে কোনও মোবাইল অ্যাপ ডাউনলোড করবেন না ৷ এটা করলে মুহূর্তের মধ্যে খালি হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ৷
advertisement
এর আগে আরবিআই-এর তরফে এই বিষয়ে সতর্ক করা হয়েছিল ৷ AnyDesk এমন একটি সফ্টওয়্যার যা আপনার মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লেনদেন করতে পারবে ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ‘ UPI platform এরকম একাধিক লেনদেন হয়েছে ৷ প্রতারকরা এই অ্যাপের মাধ্যমে গ্রাহকদের মোবাইল ডিভাইস দূর থেকেই অ্যাকসেস করে ব্যাঙ্কে লেনদেন করতে পারবেন ৷ আরবিআই নোটিফিকেশন জারি করে এই বিষয়ে সাবধান করেছে গ্রাহকদের ৷
advertisement
advertisement