Bank holidays in November 2023: নভেম্বরে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৫ দিন! কালীপুজোর মাসে ব্যাঙ্ক কবে কবে খোলা থাকবে জানুন

Last Updated:
Bank holidays in November 2023: এমন পরিস্থিতিতে আপনি যদি নভেম্বর মাসে ব্যাঙ্কের কাজে ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে অবশ্যই ছুটির তালিকায় চোখ রাখা উচিত
1/7
অক্টোবর মাস শেষ হতে আর বাকি হাতে গোনা কয়েকটা দিন। এমন পরিস্থিতিতে আপনি যদি নভেম্বর মাসে ব্যাঙ্কের কাজে ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে অবশ্যই ছুটির তালিকায় চোখ রাখা উচিত।
অক্টোবর মাস শেষ হতে আর বাকি হাতে গোনা কয়েকটা দিন। এমন পরিস্থিতিতে আপনি যদি নভেম্বর মাসে ব্যাঙ্কের কাজে ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে অবশ্যই ছুটির তালিকায় চোখ রাখা উচিত।
advertisement
2/7
নভেম্বর মাসে দীপাবলি সহ গুরু নানক জয়ন্তীর মতো উৎসবের একাধিক ছুটি রয়েছে। এ বার দীপাবলি ও ছট পুজো পড়েছে রবিবারে। এ কারণে উৎসবের সময় খুব একটা ছুটি পাচ্ছেন না ব্যাঙ্ক কর্মীরা।
নভেম্বর মাসে দীপাবলি সহ গুরু নানক জয়ন্তীর মতো উৎসবের একাধিক ছুটি রয়েছে। এ বার দীপাবলি ও ছট পুজো পড়েছে রবিবারে। এ কারণে উৎসবের সময় খুব একটা ছুটি পাচ্ছেন না ব্যাঙ্ক কর্মীরা।
advertisement
3/7
১ নভেম্বর- কন্নড় রাজ্যোৎসব,   ৫ নভেম্বর - রবিবার,  ১০ নভেম্বর- মেঘালয়ের ওয়ানগালা মহোৎসবের, ১১ নভেম্বর - দ্বিতীয় শনিবার, ১২ নভেম্বর - রবিবার (দীপাবলি) , ১৩ এবং ১৪ নভেম্বর- দিপাবলির জন্য কিছু রাজ্যে ছুটি।
১ নভেম্বর- কন্নড় রাজ্যোৎসব, ৫ নভেম্বর - রবিবার, ১০ নভেম্বর- মেঘালয়ের ওয়ানগালা মহোৎসবের, ১১ নভেম্বর - দ্বিতীয় শনিবার, ১২ নভেম্বর - রবিবার (দীপাবলি) , ১৩ এবং ১৪ নভেম্বর- দিপাবলির জন্য কিছু রাজ্যে ছুটি।
advertisement
4/7
১৫ নভেম্বর- ভাইফোঁটা, ১৯ নভেম্বর - রবিবার (ছট উৎসব), ২০ নভেম্বর- ছট পুজো, ২৩ নভেম্বর- উৎসবের কারণ দেশের কিছু অংশে ব্যাঙ্কে ছুটি, ২৫ নভেম্বর - চতুর্থ শনিবার , ২৬ নভেম্বর- রবিবার, ২৭ নভেম্বর - গুরু নানক জয়ন্তী , ৩০ নভেম্বর- কনকদাস জয়ন্তীর
১৫ নভেম্বর- ভাইফোঁটা, ১৯ নভেম্বর - রবিবার (ছট উৎসব), ২০ নভেম্বর- ছট পুজো, ২৩ নভেম্বর- উৎসবের কারণ দেশের কিছু অংশে ব্যাঙ্কে ছুটি, ২৫ নভেম্বর - চতুর্থ শনিবার , ২৬ নভেম্বর- রবিবার, ২৭ নভেম্বর - গুরু নানক জয়ন্তী , ৩০ নভেম্বর- কনকদাস জয়ন্তীর
advertisement
5/7
অর্থাৎ নভেম্বরে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে এই সবদিন গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে এমনটা কিন্তু নয়। স্থানীয় উৎসবের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাঙ্কে ছুটি দেওয়া হয়ে থাকে।
অর্থাৎ নভেম্বরে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে এই সবদিন গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে এমনটা কিন্তু নয়। স্থানীয় উৎসবের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাঙ্কে ছুটি দেওয়া হয়ে থাকে।
advertisement
6/7
প্রত্যেকটি ব্যাঙ্কের নিজস্ব অনলাইন অ্যাপ রয়েছে। এগুলি থেকে টাকা পাঠানো, ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটাস দেখা-সহ আরও অনেক কিছু করা যায়।
প্রত্যেকটি ব্যাঙ্কের নিজস্ব অনলাইন অ্যাপ রয়েছে। এগুলি থেকে টাকা পাঠানো, ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটাস দেখা-সহ আরও অনেক কিছু করা যায়।
advertisement
7/7
পাশাপাশি এই সময়ে এটিএমগুলি চালু থাকবে। ফলে টাকা তোলা কিংবা ব্যাঙ্কের এটিএম সংক্রান্ত কোনও কাজ থাকলে এটিএম থেকে করতে পারবেন।
পাশাপাশি এই সময়ে এটিএমগুলি চালু থাকবে। ফলে টাকা তোলা কিংবা ব্যাঙ্কের এটিএম সংক্রান্ত কোনও কাজ থাকলে এটিএম থেকে করতে পারবেন।
advertisement
advertisement
advertisement