Bank Holidays|| অর্ধেক মাসই ছুটি! দেখে নিন কোন কোন দিন চাইলেও কাজ হবে না ব্যাঙ্কে এপ্রিলে!
- Published by:Debalina Datta
Last Updated:
Bank Holidays|| হিসেব করে দেখা যাচ্ছে সপ্তাহান্তিক ছুটিগুলির সঙ্গে অন্য সরকারি ছুটিগুলি মিলিয়ে দেখলে মাসের ১৫ দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক।
নয়াদিল্লি: এপ্রিল মাস থেকেই শুরু হচ্ছে নতুন আর্থিক বছর। এই মাসেই একাধিক সরকারি ছুটি রয়েছে। যার ফলে একাধিক দিন বন্ধ থাকতে চলেছে সরকারি ব্যাঙ্ক। হিসেব করে দেখা যাচ্ছে সপ্তাহান্তিক ছুটিগুলির সঙ্গে অন্য সরকারি ছুটিগুলি মিলিয়ে দেখলে মাসের ১৫ দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। ফলে যেসমস্ত নাগরিক জরুরি কাজের জন্য ব্যাঙ্কে যাবেন, তাঁদের এই ছুটির দিনগুলি আগে থেকে দেখে পরিকল্পনা করে নেওয়াই ভাল। ব্যাঙ্কগুলি প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনিবার খোলা থাকে, অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এর সঙ্গে রয়েছে চারটি রবিবার।
advertisement
এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক সরকারি ছুটি। তার মধ্য রেয়েছে গুড ফ্রাইডে, বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী, ইদ-উল-ফিতর ইত্যাদির মতো অনেক উৎসব। এদিকে মাসের প্রথম দিন ১ এপ্রিলই ছুটি। কারণ এটি ‘ব্যাঙ্ক হলিডে’। তবে এই সব দিনে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও মোবাইল বা ইন্টারনেট ব্যাঙ্কিং যথারীতি কার্যকর থাকবে। গ্রাহক অনলাইন মোডে যেকোনও লেনদেন করতে পারেন।
advertisement
সারা দেশের ব্যাঙ্কগুলির ছুটির তালিকা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা— ১ এপ্রিল— এই দিনে, ভারতের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকে। আসলে ৩১ মার্চ শেষ হয় আর্থিক বছর। সেসময় অ্যাকাউন্ট, ব্যালান্স শিট-সহ পূর্ববর্তী আর্থিক বছরের সমস্ত আর্থিক হিসেবে করা হয় এসময়।
advertisement
advertisement
advertisement