বড় সুখবর; ১৭ শতাংশ বেতন বাড়তে চলেছে ব্যাঙ্ক কর্মীদের, প্রত্যেক শনিবার মিলবে ছুটিও
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন একটি যৌথ বিবৃতিতে বলেছে, সরকার শনিবারকে ছুটির দিন হিসেবে স্বীকৃতি দিয়েছে।
ব্যাঙ্ক কর্মীদের জন্য সুখবর। লোকসভা ভোটের মুখে বেতন বাড়তে চলেছে। শুক্রবার বৈঠকে বসেছিল ভারতীয় ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এবং ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়ন। দুটি বিষয়ে একমত হয়েছে তারা। এর মধ্যে ব্যাঙ্ক কর্মীদের বার্ষিক ১৭ শতাংশ বেতন বৃদ্ধি অন্যতম। এর জন্য সরকারি ব্যাঙ্ক কর্মীদের বেতন দিতে অতিরিক্ত ৮,২৮৪ কোটি টাকা ব্যয় হবে। উপকৃত হবেন ৮ লক্ষ কর্মচারী। ২০২২-এর নভেম্বর থেকে বর্ধিত বেতন কার্যকর হবে।
advertisement
advertisement
নতুন চুক্তিতে কী আছে: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৮০৮৮ নম্বরের মহার্ঘ ভাতা ও তার ওপর বেতন বৃদ্ধি অন্তর্ভুক্ত করে নতুন বেতন স্কেল করা হয়েছে’। নতুন বেতন চুক্তির আওতায় সমস্ত মহিলা কর্মচারীরা প্রতি মাসে এক দিন মেডিক্যাল সার্টিফিকেট ছাড়াই ‘সিক লিভ’ নিতে পারবেন। আরও বলা হয়েছে যে একজন কর্মচারী অবসর গ্রহণ বা অন্য কারণে অ্যাকিউমুলেটেড প্রিভিলেজ লিভ ২৫৫ দিন পর্যন্ত নগদ করার সুবিধা পাবেন।
advertisement
advertisement
advertisement
একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মচারীদের এসবিআই-সহ পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির মাধ্যমে প্রদত্ত পেনশন বা পারিবারিক পেনশন ছাড়াও প্রতি মাসে এক্স গ্রেশিয়ার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অর্থ প্রদান করা হবে সেই পেনশনভোগীদের এবং পারিবারিক পেনশনভোগীদের যাঁরা নির্ধারিত তারিখে বা তার আগে পেনশন পাওয়ার যোগ্য। ২০২২-এর ৩১ অক্টোবর এবং তার আগে অবসর নেওয়া ব্যক্তিরাও এই সুবিধা পাবেন।