মাত্র ৭–১০ টাকা খরচে এই ই–বাইক চলবে ১০০ কিমি!‌ সস্তায় দুর্দান্ত অফার

Last Updated:
১০০ কিমি যেতে খরচ হবে মাত্রা ৭ থেকে ১০ টাকা।
1/5
• Atumobile Pvt Ltd, হায়দরাবাদের স্টার্ট আপ সংস্থা বাজারে আনল তাদের নতুন বাইক Atum 1.0। মোদির আত্মনির্ভর ভারতের কথা মাথায় রেখে এই বাইক সংস্থা ভারতেই তৈরি করেছে সস্তায় একটি ই বাইক। যেটিতে ১০০ কিমি যেতে খরচ হবে মাত্রা ৭ থেকে ১০ টাকা।
• Atumobile Pvt Ltd, হায়দরাবাদের স্টার্ট আপ সংস্থা বাজারে আনল তাদের নতুন বাইক Atum 1.0। মোদির আত্মনির্ভর ভারতের কথা মাথায় রেখে এই বাইক সংস্থা ভারতেই তৈরি করেছে সস্তায় একটি ই বাইক। যেটিতে ১০০ কিমি যেতে খরচ হবে মাত্রা ৭ থেকে ১০ টাকা।
advertisement
2/5
• এটি একটি লো স্পিড বাইক, সেই কারণে এটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার উঠতে পারে। তবে এটি চালাতে আলাদা করে কোনও ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে না। লিথিয়াম আয়ন ব্যাটারি সমৃদ্ধ এই বাইক চার্জ দিতে লাগবে মাত্র চার ঘণ্টা। আর একবার চার্জ দিলে এটি চলবে ১০০ কিলোমিটার।
• এটি একটি লো স্পিড বাইক, সেই কারণে এটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার উঠতে পারে। তবে এটি চালাতে আলাদা করে কোনও ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে না। লিথিয়াম আয়ন ব্যাটারি সমৃদ্ধ এই বাইক চার্জ দিতে লাগবে মাত্র চার ঘণ্টা। আর একবার চার্জ দিলে এটি চলবে ১০০ কিলোমিটার।
advertisement
3/5
• এবার বলা যাক, কেন বলা হচ্ছে, মাত্র ১০ টাকায় এটির সাহায্য সারাদিন চলা সম্ভব হবে। কারণ, এটিতে ফুল চার্জ দিতে খরচ হবে মাত্র ১ ইউনিট বিদ্যুৎ। মানে যার আনুমানিক খরচ ১০ টাকা। আর একবার চার্জ দিলেই এটি চলবে ১০০ কিমি। তাই রোজ ১০০ কিমি চালালেও আপনার খরচ হবে মোটে ৭ থেকে ১০ টাকা। যা অবিশ্বাস্য।
• এবার বলা যাক, কেন বলা হচ্ছে, মাত্র ১০ টাকায় এটির সাহায্য সারাদিন চলা সম্ভব হবে। কারণ, এটিতে ফুল চার্জ দিতে খরচ হবে মাত্র ১ ইউনিট বিদ্যুৎ। মানে যার আনুমানিক খরচ ১০ টাকা। আর একবার চার্জ দিলেই এটি চলবে ১০০ কিমি। তাই রোজ ১০০ কিমি চালালেও আপনার খরচ হবে মোটে ৭ থেকে ১০ টাকা। যা অবিশ্বাস্য।
advertisement
4/5
• সাধারণ থ্রি পিন সকেটের সাহায্যে এটিতে চার্জ দেওয়া সম্ভব। এছাড়া, এর ব্যটারিরি ওজন মাত্র ৬ কেজি। সেই কারণে এই গাড়ির ওজনও অত্যাধিক কম। এছাড়া এই গাড়িতে থাকছে এলইডি লাইট, বাইকের টায়ার সহ অত্যাধুনিক ডিজাইন।
• সাধারণ থ্রি পিন সকেটের সাহায্যে এটিতে চার্জ দেওয়া সম্ভব। এছাড়া, এর ব্যটারিরি ওজন মাত্র ৬ কেজি। সেই কারণে এই গাড়ির ওজনও অত্যাধিক কম। এছাড়া এই গাড়িতে থাকছে এলইডি লাইট, বাইকের টায়ার সহ অত্যাধুনিক ডিজাইন।
advertisement
5/5
• বলা হচ্ছে, ভারতের অটোমোবাইল বাজারে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলস্টোন। প্রায় তিন বছর ধরে ইঞ্জিনিয়াররা কাজ করে এই বাইকটি বানিয়েছেন। আপাতত অন্য ই বাইকের থেকে অনেক কম দাম, মাত্র ৫০ হাজার টাকায় পাওয়া যাবে এটি।
• বলা হচ্ছে, ভারতের অটোমোবাইল বাজারে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলস্টোন। প্রায় তিন বছর ধরে ইঞ্জিনিয়াররা কাজ করে এই বাইকটি বানিয়েছেন। আপাতত অন্য ই বাইকের থেকে অনেক কম দাম, মাত্র ৫০ হাজার টাকায় পাওয়া যাবে এটি।
advertisement
advertisement
advertisement