Milk Price Hike: প্রতি লিটারে ২ টাকা দাম বৃদ্ধি, দেখে নিন আমুল এবং মাদার ডেয়ারির দুধের নতুন দাম এক ঝলকে
- Written by:Trending Desk
- news18 bangla
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Milk Price Hike: প্রতি লিটারে ২ টাকা করে দুধের দাম বাড়াল আমুল ও মাদার ডেয়ারি। কোন কোন দুধে কত দাম বাড়ল ৷
১ মে, ২০২৫ তারিখ থেকে যে সব আর্থিক নিয়মে বদল এল, তার মধ্যে মধ্যবিত্তকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে দুধের দাম বৃদ্ধি। গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF), যা আমুল নামে বাজারে দুধ বিক্রি করে, বুধবার তার সমস্ত ধরনের দুধে প্রতি লিটারে ২ টাকা মূল্য বৃদ্ধির ঘোষণা করেছে। ২০২৪ সালের জুনের পর এই প্রথম দাম বাড়ল। নতুন দাম ১ মে, ২০২৫, বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। মঙ্গলবার মাদার ডেয়ারির দুধের দাম প্রতি লিটারে ২ টাকা বৃদ্ধির সিদ্ধান্তের পর এই ঘোষণা করা হয়েছে।
advertisement
advertisement
১ মে থেকে আমুল দুধের সংশোধিত দাম দেখে নেওয়া যাক এক ঝলকে-বাফেলো মিল্ক৫০০ মিলি: ৩৬ টাকা → ৩৭ টাকা (বেড়েছে ১ টাকা)১ লিটার: ৭১ টাকা → ৭৩ টাকা (বেড়েছে ২ টাকা)গোল্ড মিল্ক৫০০ মিলি: ৩৩ টাকা → ৩৪ টাকা (বেড়েছে ১ টাকা)১ লিটার: ৬৫ টাকা → ৬৭ টাকা (বেড়েছে ২ টাকা)টি স্পেশাল মিল্ক১ লিটার: ৬১ টাকা → ৬৩ টাকা (বেড়েছে ২ টাকা)শক্তি মিল্ক৫০০ মিলি: ৩০ টাকা → ৩১ টাকা (বেড়েছে ১ টাকা)তাজা মিল্ক৫০০ মিলি: ২৭ টাকা → ২৮ টাকা (বেড়েছে ১ টাকা)১ লিটার: ৫৩ টাকা → ৫৫ টাকা (বেড়েছে ২ টাকা)কাউ মিল্ক৫০০ মিলি: ২৮ টাকা → ২৯ টাকা (বেড়েছে ১ টাকা)এসএনটি মিল্ক৫০০ মিলি: ২৪ টাকা → ২৫ টাকা (বেড়েছে ১ টাকা)
advertisement
advertisement
advertisement









