এক পয়সাও খরচ নেই আয়করে, সিঙারা-কচুরি বিক্রি করেই বছরে আয় ৭০ লাখেরও বেশি!
Last Updated:
উত্তরপ্রদেশের আলিগড়ে ঘিঞ্জি গলির শেষে একটা ছোট্ট দোকান ৷ ভোর হতে না হতেই গরম তেলে চান করে ফুলকো কচুরি- পুর ভরা সিঙারা ঝুড়িতে জমা পড়তে না পড়তেই হাওয়া ৷ দোকানের সামনে ছোটখাট ভিড় সামলাতে হিমসিম খাচ্ছেন দোকানের মালিক মুকেশ কচুরিওয়ালা ৷ আলিগড়ে মুকেশের সিঙারা-কচুরির দোকান চেনে না এমন মানুষ পাওয়া ভার ৷ কিন্তু বেজায় বিপদে এই বিখ্যাত কচুরিওয়ালা ৷
advertisement
advertisement
advertisement
সম্প্রতি তাঁর দোকানে তল্লাশি চালায় আয়কর ৷ আয়কর দফতরের (আলিগড় রেঞ্জ) ডেপুটি কমিশনার রবীন্দ্র পাল সিং জানান, ৪০ লক্ষের উপর আয় হলেই জিএসটি রেজিস্ট্রেশন জরুরি। পাশাপাশি, খাবারের উপর ৫ শতাংশ ট্যাক্স। কিন্তু এর কোনও কিছুই কোনকালে দেননি মুকেশ ৷ বিপুল আয়ের সঙ্গে সঙ্গে ট্যাক্স ফাঁকির কথাও স্বীকার করেছেন মুকেশ কচুরিওয়ালা ৷
advertisement