Air Conditioner Half Price: 'হাফ' দামে বাজার কাঁপাচ্ছে 'এই' ব্র্যান্ডেড স্প্লিট AC! গরমে হাঁসফাঁস দিন শুরুর আগেই ঝটপট কিনে নিন, স্টক ফুরিয়ে আসছে...!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Air Conditioner Half Price: বাম্পার সুযোগ! Flipkart-এ Cooling Days সেল চলছে এবং সেলের মধ্যে, সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১.৫ টন ইনভার্টার এসি মেশিন মাত্র ২৭,৯৯০ টাকা থেকে শুরু দামেই এবার বাড়িতে আনা যাবে।
advertisement
advertisement
Onida কনভার্টেবল 5in1 কুলিং ১.৫ টন স্প্লিট ইনভার্টার এসি ৩৮% ছাড়ে কেনা যাবে। এটি ৪৬,৯০০ টাকার পরিবর্তে ২৮,৯৯০ টাকায় কেনা যাবে। এতে গ্রাহকরা এক্সচেঞ্জ অফারের অধীনে ৫,৪০০ টাকা ছাড় পাবেন। এই AC বছরে ৯৫২.৫৯W খরচ করে। এছাড়াও, এটি ১ বছরের পণ্য ওয়ারেন্টি এবং ৫ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি-সহ বাজারে এসেছে।
advertisement
advertisement
advertisement