চাষের জমির চারধারে বসান এই গাছের চারা, ৫ বছরেই তৈরি হবে বৃক্ষ, মাত্র ১০টি গাছ থেকেই যা কাঠ আসবে… বিক্রি করলেই কোটিপতি
- Published by:Siddhartha Sarkar
- local18
Last Updated:
Agriculture Tips: ঝাড়খণ্ডের হাজারিবাগের তারাবা-খারবা এলাকায় অবস্থিত আইএসইসিটি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞানী ড. অরবিন্দ কুমার সিং বলেন যে, কৃষিকাজের পাশাপাশি কৃষকরা তাঁদের ক্ষেতের ধার বরাবর গাছ লাগিয়ে বিপুল পরিমাণ মুনাফা লাভ করছেন। আর এভাবে জমির প্রাচীর হিসেবে তাঁরা মালাবার নিম গাছ রোপণ করছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তিনি আরও বলেন যে, মালাবার নিম গাছ রোপণ করার জন্য কৃষকদের দারুণ সহায়তা করছে সরকার। একাধিক স্কিমের আওতায় সস্তা দামে কৃষকরা এই গাছ পেয়ে যাচ্ছেন। এমনকী এই গাছ কাটার অনুমতিও সরকার সহজেই দিয়ে দিচ্ছে। আর সবথেকে বড় কথা হল, এই গাছ বিক্রি করাও বেশ সহজ। ড. অরবিন্দ আরও ব্যাখ্যা করে বলেন যে, মালাবার নিম কৃষকদের জন্য সেরা বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। কারণ এই গাছ দ্রুত বৃদ্ধি পায়। আর এই গাছের চাহিদাও থাকে তুঙ্গে। কারণ এই গাছের কাঠ প্লাইউড, আসবাবপত্র তৈরিতে এবং কাগজের ইন্ডাস্ট্রির কাজে লাগে। সেই কারণে সঠিক এবং বিজ্ঞানসম্মত পরিকল্পনা করে যদি কৃষকরা এই গাছ রোপণ করেন, তাহলে সেটা তাঁদের ঐতিহ্যবাহী কৃষিকাজের পাশাপাশি অতিরিক্ত আয়ের পথ সুগম করে দিতে পারে।