Business Opportunity: বাড়ি বসে আসবে টাকা! চাষ করুন এই প্রজাতির অ্যালোভেরা

Last Updated:
Business Opportunity: অ্যালোভেরার চাষ করে পাঁচ গুণ ফায়দা লাভ হতে পারে। তাছাড়া নতুন গাছ কেনার খরচ নেই। কারণ একই গাছ থেকে আপনি নতুন গাছ পাবেন। প্রতীকী ছবি ৷
1/8
উত্তর দিনাজপুর: শীতের শুষ্ক ত্বক কিংবা সর্দি-কাশির সব কিছুরামবান এই অ্যালোভেরা। অ্যালোভেরায় ভিটামিন, এনজাইম, অ্যামিনো অ্যাসিড যা শীতের সময়ে সর্দি, কাশি, ফ্লু ইত্যাদির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। পিয়া গুপ্তার রিপোর্টিং, প্রতীকী ছবি ৷
উত্তর দিনাজপুর: শীতের শুষ্ক ত্বক কিংবা সর্দি-কাশির সব কিছুরামবান এই অ্যালোভেরা। অ্যালোভেরায় ভিটামিন, এনজাইম, অ্যামিনো অ্যাসিড যা শীতের সময়ে সর্দি, কাশি, ফ্লু ইত্যাদির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। পিয়া গুপ্তার রিপোর্টিং, প্রতীকী ছবি ৷
advertisement
2/8
শুধু শীতকাল নয় সারা বছর ধরে এই অ্যালোভেরার ভীষণ চাহিদা। ওষুধ কিংবা ক্রিমে অথবা কসমেটিক্সে অ্যালোভেরার হাই ডিমান্ড দেখা যায়। আপনিও যে কোন ঋতুতেই এই অ্যালোভেরা চাষ করে মোটা টাকা উপার্জন করতে পারেন। প্রতীকী ছবি ৷
শুধু শীতকাল নয় সারা বছর ধরে এই অ্যালোভেরার ভীষণ চাহিদা। ওষুধ কিংবা ক্রিমে অথবা কসমেটিক্সে অ্যালোভেরার হাই ডিমান্ড দেখা যায়। আপনিও যে কোন ঋতুতেই এই অ্যালোভেরা চাষ করে মোটা টাকা উপার্জন করতে পারেন। প্রতীকী ছবি ৷
advertisement
3/8
অ্যালোভেরা চাষের সবচেয়ে ভালবিষয় হলএকবার ইনভেস্টমেন্ট করলেই গাছের একটি চারা আপনাকে পাঁচ বছর পর্যন্ত লাভ দিতে পারবে। অ্যালোভেরার একটি গাছ থেকে আজীবন মোটা টাকা আয় করা যায়। প্রতীকী ছবি ৷
অ্যালোভেরা চাষের সবচেয়ে ভালবিষয় হলএকবার ইনভেস্টমেন্ট করলেই গাছের একটি চারা আপনাকে পাঁচ বছর পর্যন্ত লাভ দিতে পারবে। অ্যালোভেরার একটি গাছ থেকে আজীবন মোটা টাকা আয় করা যায়। প্রতীকী ছবি ৷
advertisement
4/8
একবার গাছ লাগানোর পরে এই চারা থেকে বের হওয়া প্লান্ট অন্য জায়গায় লাগাতে পারেন এবং এভাবে আপনি আপনার গাছের সংখ্যা বৃদ্ধি করতে থাকবেন। প্রতীকী ছবি ৷
একবার গাছ লাগানোর পরে এই চারা থেকে বের হওয়া প্লান্ট অন্য জায়গায় লাগাতে পারেন এবং এভাবে আপনি আপনার গাছের সংখ্যা বৃদ্ধি করতে থাকবেন। প্রতীকী ছবি ৷ 
advertisement
5/8
পরপর তা সংখ্যা বাড়তে থাকবে, তিন থেকে চার মাসে বেবি প্ল্যান্ট তৈরি করে দিতে পারে এই অ্যালোভেরা। অ্যালোভেরার একাধিক প্রজাতির মধ্যে অন্যতমঅ্যালোভেরা বার্বাডোন্সিসের প্রজাতি । বর্বাডোন্সিস এই প্রজাতির আল্যালোভেরা খুব দ্রুত বড় হয় এবং এর মধ্যে বেশির জেল পাওয়া যায়। প্রতীকী ছবি ৷
পরপর তা সংখ্যা বাড়তে থাকবে, তিন থেকে চার মাসে বেবি প্ল্যান্ট তৈরি করে দিতে পারে এই অ্যালোভেরা। অ্যালোভেরার একাধিক প্রজাতির মধ্যে অন্যতমঅ্যালোভেরা বার্বাডোন্সিসের প্রজাতি । বর্বাডোন্সিস এই প্রজাতির আল্যালোভেরা খুব দ্রুত বড় হয় এবং এর মধ্যে বেশির জেল পাওয়া যায়। প্রতীকী ছবি ৷ 
advertisement
6/8
এক একর জমিতে অ্যালোভেরা চাষ করা যায়, তাহলে প্রায় ২০ হাজার কিলোগ্রাম অ্যালোভেরা উৎপাদন করা সম্ভব।অ্যালোভেরার একটা চারা সাড়ে তিন কিলো পর্যন্ত পাতা দিতে পারে এবং এই পাতার দাম ৫ থেকে ৬ টাকা প্রতি কেজি সেভাবে একটি গাছের পাতা ১৮ টাকা পর্যন্ত বিক্রি হতে পারে। প্রতীকী ছবি ৷
এক একর জমিতে অ্যালোভেরা চাষ করা যায়, তাহলে প্রায় ২০ হাজার কিলোগ্রাম অ্যালোভেরা উৎপাদন করা সম্ভব।অ্যালোভেরার একটা চারা সাড়ে তিন কিলো পর্যন্ত পাতা দিতে পারে এবং এই পাতার দাম ৫ থেকে ৬ টাকা প্রতি কেজি সেভাবে একটি গাছের পাতা ১৮ টাকা পর্যন্ত বিক্রি হতে পারে। প্রতীকী ছবি ৷ 
advertisement
7/8
এর মধ্যে কৃষকেরা ৪০ হাজার টাকা লগ্নি করলে সোয়া দুই লাখ টাকা পর্যন্ত লাভে বিক্রি করতে পারেন। ফলে এক বিঘায় প্রায় দেড় থেকে দুই লাখ টাকা আপনার লাভ থাকবে। প্রতীকী ছবি ৷
এর মধ্যে কৃষকেরা ৪০ হাজার টাকা লগ্নি করলে সোয়া দুই লাখ টাকা পর্যন্ত লাভে বিক্রি করতে পারেন। ফলে এক বিঘায় প্রায় দেড় থেকে দুই লাখ টাকা আপনার লাভ থাকবে। প্রতীকী ছবি ৷
advertisement
8/8
অ্যালোভেরার চাষ করে পাঁচ গুণ ফায়দা লাভ হতে পারে। তাছাড়া নতুন গাছ কেনার খরচ নেই। কারণ একই গাছ থেকে আপনি নতুন গাছ পাবেন। প্রতীকী ছবি ৷

অ্যালোভেরার চাষ করে পাঁচ গুণ ফায়দা লাভ হতে পারে। তাছাড়া নতুন গাছ কেনার খরচ নেই। কারণ একই গাছ থেকে আপনি নতুন গাছ পাবেন। প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement