সোনায় বিনিয়োগ সঞ্চয়ের সেরা উপায়, যদি এই বিষয়গুলি মাথায় রাখেন

Last Updated:
দেখা যাক সোনার কয়েনে বিনিয়োগ করা কতখানি ঠিক, বুঝে নেওয়া যাক কোনও ঝুঁকি আছে কিনা।
1/4
যার যেমন পুঁজি হোক না কেন, আমরা সকলেই চাই আমাদের বিনিয়োগ সফল হোক। কেউ এই কারণে ব্যাঙ্কে নানা ভাবে লগ্নি করেন, কেউ আবার সরাসরি রিয়েল এস্টেটে বিনিয়োগ করেন। সোনার কয়েনেও লগ্নি করার উৎসাহ দেখান কেউ কেউ। দেখা যাক সোনার কয়েনে বিনিয়োগ করা কতখানি ঠিক, বুঝে নেওয়া যাক কোনও ঝুঁকি আছে কিনা।
যার যেমন পুঁজি হোক না কেন, আমরা সকলেই চাই আমাদের বিনিয়োগ সফল হোক। কেউ এই কারণে ব্যাঙ্কে নানা ভাবে লগ্নি করেন, কেউ আবার সরাসরি রিয়েল এস্টেটে বিনিয়োগ করেন। সোনার কয়েনেও লগ্নি করার উৎসাহ দেখান কেউ কেউ। দেখা যাক সোনার কয়েনে বিনিয়োগ করা কতখানি ঠিক, বুঝে নেওয়া যাক কোনও ঝুঁকি আছে কিনা।
advertisement
2/4
আপনি সোনার কয়েন কিনলে মুদ্রাস্ফীতি নিয়ে কিছু ভাবার দরকার নেই। দিতে হবে না সম্পদকর। দেশে খুব বড় কোনও বিপর্যয় হলে আপনার কয়েনগুলি আ‌পনার আর্থিক সম্পদ বলেই বিবেচিত হবে। শুনতে অবাক লাগলেও এই ঘটনা অনেক দেশেই ঘটেছে। বাস্তবে দেখা গিয়েছে কোনও ইনভেস্টমেন্ট পড়তে শুরু করে, তখন সোনার দাম ওঠ‌ে।
আপনি সোনার কয়েন কিনলে মুদ্রাস্ফীতি নিয়ে কিছু ভাবার দরকার নেই। দিতে হবে না সম্পদকর। দেশে খুব বড় কোনও বিপর্যয় হলে আপনার কয়েনগুলি আ‌পনার আর্থিক সম্পদ বলেই বিবেচিত হবে। শুনতে অবাক লাগলেও এই ঘটনা অনেক দেশেই ঘটেছে। বাস্তবে দেখা গিয়েছে কোনও ইনভেস্টমেন্ট পড়তে শুরু করে, তখন সোনার দাম ওঠ‌ে।
advertisement
3/4
 তবে কিছু অসুবিধেও রয়েছে সোনার কয়েনের। মূল অসুবিধেটাই হল সুরক্ষা। বন্ড বা স্টকের মতো কোনও ডিভিডেন্টও পাওয়া যায় না সোনা থেকে। অনেক সময় বেশি দাম পাওয়ার জন্য দীর্ঘকাল অপেক্ষা করতে হয়।
তবে কিছু অসুবিধেও রয়েছে সোনার কয়েনের। মূল অসুবিধেটাই হল সুরক্ষা। বন্ড বা স্টকের মতো কোনও ডিভিডেন্টও পাওয়া যায় না সোনা থেকে। অনেক সময় বেশি দাম পাওয়ার জন্য দীর্ঘকাল অপেক্ষা করতে হয়।
advertisement
4/4
 সোনার কয়েন কেনার সময় খুব বিশ্বস্ত ডিলারের থেকে কেনাই ভালো। আপনাকে কয়েন কিনতে হলে একটি প্রিমিয়াম দিতে হবে, সেটাই ডিলারের লভ্যাংশ। কয়েনে আঙুলের ছাপ বা স্ক্র্যাচ যাতে না পড়ে, সেদিকে নজর রাখতে হবে। আর্থিক বিশেষজ্ঞরা বলেন, সঞ্চয়ের ৫-১০ শতাংশ সোনার কয়েনে করা যেতে পারে।
সোনার কয়েন কেনার সময় খুব বিশ্বস্ত ডিলারের থেকে কেনাই ভালো। আপনাকে কয়েন কিনতে হলে একটি প্রিমিয়াম দিতে হবে, সেটাই ডিলারের লভ্যাংশ। কয়েনে আঙুলের ছাপ বা স্ক্র্যাচ যাতে না পড়ে, সেদিকে নজর রাখতে হবে। আর্থিক বিশেষজ্ঞরা বলেন, সঞ্চয়ের ৫-১০ শতাংশ সোনার কয়েনে করা যেতে পারে।
advertisement
advertisement
advertisement