আপনার আধার কার্ড 'বাতিল'...? কী ভাবে করবেন আধার কার্ড 'অ্যাক্টিভেট'? অনলাইন না অফলাইন? জানুন 'সিম্পল' নিয়ম

Last Updated:
Aadhar Card Rules: সত্যিই যদি আপনার কাছেও আসে আধার কার্ড বাতিলের চিঠি। কেন আসছে এমন চিঠি? এর নেপথ্যে কী কারণ? কী করে করবেন এই জরুরি ডক্যুমেন্ট 'অ্যাকটিভেট'? উত্তর কিন্তু সহজ। জেনে নিতে হবে UIDAI এর কিছু সহজ নিয়ম।
1/13
বাংলাজুড়ে তোলপাড়। একাধিক জায়গা থেকে আসছে আধার কার্ড বাতিলের খবর। শোরগোল পরে গিয়েছে গোটা দেশে। ইতিমধ্যেই এই নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বিকল্প কার্ডের কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলাজুড়ে তোলপাড়। একাধিক জায়গা থেকে আসছে আধার কার্ড বাতিলের খবর। শোরগোল পরে গিয়েছে গোটা দেশে। ইতিমধ্যেই এই নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বিকল্প কার্ডের কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
2/13
বস্তুত কেবলমাত্র পরিচয়পত্রই নয়, অধিকাংশ ক্ষেত্রে দেশের নাগরিকদের জন্য আধার কার্ড বাধ্যতামূলক। কিন্তু আচমকাই শোনা যাচ্ছে, অনেকের কাছেই এই আধার কার্ড রাতারাতি বাতিল হওয়ার চিঠি এসে পৌঁছচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে আসছে খবর।
বস্তুত কেবলমাত্র পরিচয়পত্রই নয়, অধিকাংশ ক্ষেত্রে দেশের নাগরিকদের জন্য আধার কার্ড বাধ্যতামূলক। কিন্তু আচমকাই শোনা যাচ্ছে, অনেকের কাছেই এই আধার কার্ড রাতারাতি বাতিল হওয়ার চিঠি এসে পৌঁছচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে আসছে খবর।
advertisement
3/13
সত্যিই যদি আপনার কাছেও আসে আধার কার্ড বাতিলের চিঠি। কেন আসছে এমন চিঠি? এর নেপথ্যে কী কারণ? কী করে করবেন এই জরুরি ডক্যুমেন্ট 'অ্যাকটিভেট'? উত্তর কিন্তু সহজ। জেনে নিতে হবে UIDAI এর কিছু সহজ নিয়ম।
সত্যিই যদি আপনার কাছেও আসে আধার কার্ড বাতিলের চিঠি। কেন আসছে এমন চিঠি? এর নেপথ্যে কী কারণ? কী করে করবেন এই জরুরি ডক্যুমেন্ট 'অ্যাকটিভেট'? উত্তর কিন্তু সহজ। জেনে নিতে হবে UIDAI এর কিছু সহজ নিয়ম।
advertisement
4/13
আধার কার্ড বাতিল হতে পারে যে কোনও মুহূর্তে। তার পিছনে থাকতে পারে নানা কারণ। তিন বছর ধরে লাগাতার আধার কার্ড ব্যবহৃত না হলে তা বাতিল হতে পারে। এমনটাই নিয়ম রয়েছে UIDAI-এর।
আধার কার্ড বাতিল হতে পারে যে কোনও মুহূর্তে। তার পিছনে থাকতে পারে নানা কারণ। তিন বছর ধরে লাগাতার আধার কার্ড ব্যবহৃত না হলে তা বাতিল হতে পারে। এমনটাই নিয়ম রয়েছে UIDAI-এর।
advertisement
5/13
UIDAI-এর ওয়েবসাইট বলছে, যদি লাগাতার তিন বছর ধরে আপনার আধার কার্ড লিঙ্ক না হয়ে থাকে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা PAN নম্বরের সঙ্গে আধার লিঙ্ক না করা হয় তবে সেটি বাতিল হতে পারে। আবার EPFO-তে আধারের বিস্তারিত তথ্য না দেওয়া থাকলেও ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে কার্ডটি।
UIDAI-এর ওয়েবসাইট বলছে, যদি লাগাতার তিন বছর ধরে আপনার আধার কার্ড লিঙ্ক না হয়ে থাকে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা PAN নম্বরের সঙ্গে আধার লিঙ্ক না করা হয় তবে সেটি বাতিল হতে পারে। আবার EPFO-তে আধারের বিস্তারিত তথ্য না দেওয়া থাকলেও ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে কার্ডটি।
advertisement
6/13
আপনার আধার কার্ড অ্যাক্টিভ আছে তো?সহজেই বুঝে নিতে পারেন এই প্রশ্নের উত্তর। এর জন্য UIDAI ওয়েবসাইটের পেজে গিয়ে আধার কার্ড সার্ভিসেস ট্যাবে যেতে হবে। এরপর অপশন আসবে, 'ভেরিফাই আধার নম্বর।' সেখানে ক্লিক করলে খুলে যাবে অপর একটি পেজ। সেখানে নিজের আধার নম্বরটি দিয়ে 'ক্যাপচা কোড' দিতে হবে। গ্রিন চেকমার্ক স্ক্রিনে ফুটে উঠলেই বুঝবেন আপনার আধার কার্ড অ্যাক্টিভ রয়েছে।
আপনার আধার কার্ড অ্যাক্টিভ আছে তো?সহজেই বুঝে নিতে পারেন এই প্রশ্নের উত্তর। এর জন্য UIDAI ওয়েবসাইটের পেজে গিয়ে আধার কার্ড সার্ভিসেস ট্যাবে যেতে হবে। এরপর অপশন আসবে, 'ভেরিফাই আধার নম্বর।' সেখানে ক্লিক করলে খুলে যাবে অপর একটি পেজ। সেখানে নিজের আধার নম্বরটি দিয়ে 'ক্যাপচা কোড' দিতে হবে। গ্রিন চেকমার্ক স্ক্রিনে ফুটে উঠলেই বুঝবেন আপনার আধার কার্ড অ্যাক্টিভ রয়েছে।
advertisement
7/13
আধার ইনঅ্যাক্টিভ হলে কী করবেন?আপনার আধার কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে থাকলে নিকটবর্তী এনরোলমেন্ট সেন্টারে গিয়ে নাম-পরিচয় সংক্রান্ত সমস্ত তথ্য জমা করতে হবে।
আধার ইনঅ্যাক্টিভ হলে কী করবেন?আপনার আধার কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে থাকলে নিকটবর্তী এনরোলমেন্ট সেন্টারে গিয়ে নাম-পরিচয় সংক্রান্ত সমস্ত তথ্য জমা করতে হবে।
advertisement
8/13
একটি আধার আপডেট ফর্ম নিয়ে নিজের বায়োমেট্রিক চিহ্নিত করতে হবে। এরপর সেটি পুনরায় নিশ্চিত করতে হবে। আপনাকে এই আপডেটের জন্য এনরোলমেন্ট সেন্টার ২৫ টাকা জমা করতে হবে। এক্ষেত্রে অবশ্যই একটি বৈধ মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক।
একটি আধার আপডেট ফর্ম নিয়ে নিজের বায়োমেট্রিক চিহ্নিত করতে হবে। এরপর সেটি পুনরায় নিশ্চিত করতে হবে। আপনাকে এই আপডেটের জন্য এনরোলমেন্ট সেন্টার ২৫ টাকা জমা করতে হবে। এক্ষেত্রে অবশ্যই একটি বৈধ মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক।
advertisement
9/13
ডিঅ্যাক্টিভেট হওয়া আধার কার্ডকে আবার চালু করার জন্য বায়োমেট্রিক তথ্যের প্রয়োজন রয়েছে। সশরীরে আধার এনরোলমেন্ট সেন্টারে পৌঁছনো বাধ্যতামূলক। এই প্রক্রিয়া কোনওভাবেই অনলাইন কিংবা পোস্টের মাধ্যমে করা সম্ভব নয়।
ডিঅ্যাক্টিভেট হওয়া আধার কার্ডকে আবার চালু করার জন্য বায়োমেট্রিক তথ্যের প্রয়োজন রয়েছে। সশরীরে আধার এনরোলমেন্ট সেন্টারে পৌঁছনো বাধ্যতামূলক। এই প্রক্রিয়া কোনওভাবেই অনলাইন কিংবা পোস্টের মাধ্যমে করা সম্ভব নয়।
advertisement
10/13
আধার এনরোলমেন্ট সেন্টারের কর্মচারীরা বায়োমেট্রিক ছাপ নেওয়ার ক্ষেত্রে সহায়তা করবেন। পুরনো রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখা হবে নতুন তথ্য। দু'টি সেট ম্যাচ হলে তবেই আধার কার্ড আপডেট হবে।
আধার এনরোলমেন্ট সেন্টারের কর্মচারীরা বায়োমেট্রিক ছাপ নেওয়ার ক্ষেত্রে সহায়তা করবেন। পুরনো রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখা হবে নতুন তথ্য। দু'টি সেট ম্যাচ হলে তবেই আধার কার্ড আপডেট হবে।
advertisement
11/13
আধার কার্ড কি আদৌ বাতিল হয়েছে?ইতিমধ্যেই আধার কার্ড বাতিলের অভিযোগ নস্যাৎ করে বড় বয়ান দিয়েছে UIDAI কর্তৃপক্ষ। তাদের তরফে স্পষ্ট বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মূলত আধার কার্ড ধারকদের আধার ডেটাবেস আপডেট রাখার জন্যই এই বিষয়ে গৃহীত কার্যক্রম সম্পর্কে সময়ে সময়ে অবহিত করা হয়। একইসঙ্গে এটি পরিষ্কার করা হয়েছে যে কোনও আধার নম্বরই নিষ্ক্রিয় করা হয়নি।
আধার কার্ড কি আদৌ বাতিল হয়েছে?ইতিমধ্যেই আধার কার্ড বাতিলের অভিযোগ নস্যাৎ করে বড় বয়ান দিয়েছে UIDAI কর্তৃপক্ষ। তাদের তরফে স্পষ্ট বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মূলত আধার কার্ড ধারকদের আধার ডেটাবেস আপডেট রাখার জন্যই এই বিষয়ে গৃহীত কার্যক্রম সম্পর্কে সময়ে সময়ে অবহিত করা হয়। একইসঙ্গে এটি পরিষ্কার করা হয়েছে যে কোনও আধার নম্বরই নিষ্ক্রিয় করা হয়নি।
advertisement
12/13
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) তাদের ওয়েবসাইটে ইতিমধ্যেই জানিয়েছে আধার কার্ড সাধারণত নানাবিধ সরকারি সুযোগ সুবিধা, স্কিম এবং পরিষেবাগুলি পেতে ডিজিটাল পরিচয়পত্র হিসাবে ব্যবহৃত হয়।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) তাদের ওয়েবসাইটে ইতিমধ্যেই জানিয়েছে আধার কার্ড সাধারণত নানাবিধ সরকারি সুযোগ সুবিধা, স্কিম এবং পরিষেবাগুলি পেতে ডিজিটাল পরিচয়পত্র হিসাবে ব্যবহৃত হয়।
advertisement
13/13
UIDAI কর্তৃপক্ষ জানিয়েছে, যদি কোনও আধার নম্বরধারীর এই সংক্রান্ত কোনও অভিযোগ থাকে তবে তারা তাদের পরামর্শ UIDAI-কে দিতে পারেন। UIDAI আরও জানিয়েছে, যদি কোনও ব্যক্তির আধার কার্ড-বিষয়ে কোনও অভিযোগ থাকে তবে তারা এই লিঙ্কে (https://uidai.gov.in/en/contact-support/feedback.html) UIDAI-কে তাদের প্রতিক্রিয়া জানাতে পারেন। এই ধরনের অভিযোগ যথাযথভাবে সমাধান করা হবে।
UIDAI কর্তৃপক্ষ জানিয়েছে, যদি কোনও আধার নম্বরধারীর এই সংক্রান্ত কোনও অভিযোগ থাকে তবে তারা তাদের পরামর্শ UIDAI-কে দিতে পারেন। UIDAI আরও জানিয়েছে, যদি কোনও ব্যক্তির আধার কার্ড-বিষয়ে কোনও অভিযোগ থাকে তবে তারা এই লিঙ্কে (https://uidai.gov.in/en/contact-support/feedback.html) UIDAI-কে তাদের প্রতিক্রিয়া জানাতে পারেন। এই ধরনের অভিযোগ যথাযথভাবে সমাধান করা হবে।
advertisement
advertisement
advertisement