আপনার আধার কার্ড 'বাতিল'...? কী ভাবে করবেন আধার কার্ড 'অ্যাক্টিভেট'? অনলাইন না অফলাইন? জানুন 'সিম্পল' নিয়ম
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Aadhar Card Rules: সত্যিই যদি আপনার কাছেও আসে আধার কার্ড বাতিলের চিঠি। কেন আসছে এমন চিঠি? এর নেপথ্যে কী কারণ? কী করে করবেন এই জরুরি ডক্যুমেন্ট 'অ্যাকটিভেট'? উত্তর কিন্তু সহজ। জেনে নিতে হবে UIDAI এর কিছু সহজ নিয়ম।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আপনার আধার কার্ড অ্যাক্টিভ আছে তো?সহজেই বুঝে নিতে পারেন এই প্রশ্নের উত্তর। এর জন্য UIDAI ওয়েবসাইটের পেজে গিয়ে আধার কার্ড সার্ভিসেস ট্যাবে যেতে হবে। এরপর অপশন আসবে, 'ভেরিফাই আধার নম্বর।' সেখানে ক্লিক করলে খুলে যাবে অপর একটি পেজ। সেখানে নিজের আধার নম্বরটি দিয়ে 'ক্যাপচা কোড' দিতে হবে। গ্রিন চেকমার্ক স্ক্রিনে ফুটে উঠলেই বুঝবেন আপনার আধার কার্ড অ্যাক্টিভ রয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আধার কার্ড কি আদৌ বাতিল হয়েছে?ইতিমধ্যেই আধার কার্ড বাতিলের অভিযোগ নস্যাৎ করে বড় বয়ান দিয়েছে UIDAI কর্তৃপক্ষ। তাদের তরফে স্পষ্ট বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মূলত আধার কার্ড ধারকদের আধার ডেটাবেস আপডেট রাখার জন্যই এই বিষয়ে গৃহীত কার্যক্রম সম্পর্কে সময়ে সময়ে অবহিত করা হয়। একইসঙ্গে এটি পরিষ্কার করা হয়েছে যে কোনও আধার নম্বরই নিষ্ক্রিয় করা হয়নি।
advertisement
advertisement
UIDAI কর্তৃপক্ষ জানিয়েছে, যদি কোনও আধার নম্বরধারীর এই সংক্রান্ত কোনও অভিযোগ থাকে তবে তারা তাদের পরামর্শ UIDAI-কে দিতে পারেন। UIDAI আরও জানিয়েছে, যদি কোনও ব্যক্তির আধার কার্ড-বিষয়ে কোনও অভিযোগ থাকে তবে তারা এই লিঙ্কে (https://uidai.gov.in/en/contact-support/feedback.html) UIDAI-কে তাদের প্রতিক্রিয়া জানাতে পারেন। এই ধরনের অভিযোগ যথাযথভাবে সমাধান করা হবে।