আধার সংযুক্তিকরণের শেষ দিন ধার্য করল কেন্দ্র, আধার লিঙ্কের নামে প্রতারণা আটকান এই পদ্ধতিতে
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
আধার লিঙ্কের নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার খবর সামনে আসছে। কী ভাবে বাঁচবেন জানুন...
advertisement
advertisement
কিন্তু বারংবারই দেখা যাচ্ছে, উদাসীনতার কারণে বারবার প্রতারকের পাল্লায় পরে যাচ্ছে। দেখা যায়, বেশির ভাগ প্রতারকই এই সংযুক্তিকরণের আছিলায় গ্রাহককে ফোন করেন। নিজেদের ব্যাঙ্ক আধিকারিক বলে তথ্য নিতে চান। পরিষ্কার ভাষায় ব্যাঙ্ক বলছে, এভাবে তথ্য দিলে অ্যাকাউন্ট শূন্য হবে। কাজেই কোনও ফেক কলের ফাঁদে পড়া যাবে না কোনও ভাবে।
advertisement
advertisement