Aadhaar Fee Increase: বাড়তে চলেছে আধার ফি ! জানুন এখন কত টাকা দিতে হবে
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Aadhaar Card Update: UIDAI আধার আপডেটের ফি বাড়াতে চলেছে। দেখে নিন এখন থেকে আধার কার্ড আপডেট বা বায়োমেট্রিক পরিবর্তনে কত টাকা দিতে হবে।
প্রথম যখন এসেছিল, তখন কেউ ততটাও গুরুত্ব দেয়নি। তার পর ধীরে ধীরে সব জায়গায় নাগরিকত্বের পরিচয় বা প্রমাণ হয়ে উঠল আধার কার্ড। আধার হল বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক পরিচয়ের ব্যবস্থা। আধার হল একটি ১২ সংখ্যার অনন্য শনাক্তকরণ নম্বর, যা ভারতের নাগরিক এবং আবাসিক বিদেশি নাগরিক (যাঁরা তালিকাভুক্তির জন্য আবেদনের তারিখের ঠিক আগের বারো মাসে ১৮২ দিনেরও বেশি সময় ভারতে থেকেছেন) স্বেচ্ছায় পেতে পারেন। ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) নাগরিকদের তথ্য সংগ্রহ করে। আধার ঠিকানা বা বসবাসের প্রমাণ হিসাবে বিবেচিত হলেও এটা নাগরিকত্বের প্রমাণ নয়। শুধু মাত্র আধার কখনই ভারতে বসবাসের কোনও অধিকার প্রদান করে না।
advertisement
ভারত তৃতীয় বিশ্বের দেশ, জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সবাইকে আধার কার্ড দেওয়া খরচসাপেক্ষ, তাই সরকার বাধ্য হয়েই নাগরিকের কাছ থেকে খুব সামান্য একটা ফি নিত। কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে, আধারে নাম ও ঠিকানা পরিবর্তনের জন্য প্রযোজ্য ফি ১ অক্টোবর, ২০২৫ থেকে বৃদ্ধি পাবে। এক নজরে দেখে নেওয়া যাক এখন এর জন্য কত টাকা দিতে হবে।
advertisement
advertisement
১ অক্টোবর, ২০২৫ থেকে আধার কার্ড পরিষেবার জন্য ফি ৫০ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা করা হবে। একইভাবে, বায়োমেট্রিক তথ্য পরিবর্তনের জন্য ফি ১০০ টাকা থেকে বাড়িয়ে ১২৫ টাকা করা হবে। তবে, নতুন আধারের জন্য আবেদনকারীদের জন্য কোনও ফি লাগবে না। জানা গিয়েছে যে, এটি মূল্য বৃদ্ধির প্রথম ধাপ এবং ৩০ সেপ্টেম্বর, ২০৩৮ পর্যন্ত কার্যকর থাকবে।
advertisement
advertisement