#নয়াদিল্লি: বর্তমানে আধার কার্ডই (Aadhar Card) সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। ব্যক্তিগত প্রামান্য দলিল বললেও অত্যুক্তি হয় না। সারা দেশে ইউআইডিএআই (UIDAI) অনুমোদিত কেন্দ্র থেকেই আধার কার্ড (Aadhar Card) পাওয়া যায়। কিন্তু তার পরেও ভুয়ো আধার কার্ডের খবর শোনা যাচ্ছে। এদের বেশিরভাগই প্রতারণার শিকার। ইদানিং অহরহ সাইবার জালিয়াতির (Fraud) ঘটনা ঘটছে। চারপাশে ফাঁদ পেতেছে প্রতারকরা। তাদের কাছ থেকে আধার কার্ড নিয়ে প্রতারণার (Fraud) শিকার হচ্ছেন অনেকেই।
সরকারও আধার কার্ডের (Aadhar Card) ওপর বেশি করে গুরুত্ব আরোপ করছে। বেঙ্কের লেনদেনসহ ড্রাইভিং লাইসেন্স, রিয়্যাল এস্টেট ডিল এমনকি স্টক মার্কেটেও আধার কার্ডকে বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু চিন্তার বিষয় হল ভুয়ো আধার কার্ডের সংখ্যা দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে আধার কার্ড প্রদানকারী সংস্থা ইউআইডিএআই (UIDAI) জানিয়েছে, প্লাস্টিক বা পিভিসি (PVC Aadhaar Card) শিটে খোলা বাজারে মুদ্রিত আধার কার্ড বৈধ নয়। সনাক্তকরণের জন্য এই ধরনের আধার কার্ড (Aadhar Card) ব্যবহার করা যাবে না।
বাজারে ছাপা আধার কার্ড (Aadhar Card) নিরাপদ নয়: সম্প্রতি আধার নিয়ে নানা তথ্য আসছে সোশাল মিডিয়ায়। তা নিয়ে সতর্ক করেছে কেন্দ্র। ট্যুইট করেছে ইউআইডিএআই । সেখানে বলা হয়েছে, খোলা বাজার থেকে পিভিসি আধার কার্ডের কপি কেনা থেকে বিরত থাকতে হবে। এই ধরনের কার্ডগুলিতে কোনও সুরক্ষা ফিচার্স নেই। পিভিসি আধার কার্ড পেতে হলে একমাত্র অনলাইনে অর্ডার করতে হবে। ইউআইডিএআই স্পিড পোস্টের মাধ্যমে এক সপ্তাহের মধ্যে পিভিসি আধার কার্ড (PVC Aadhaar Card) গ্রাহকের বাড়িতে পৌঁছে দেবে।
পিভিসি আধার কার্ড পেতে চাইলে: পিভিসি আধার কার্ড নিতে চাইলে ইউআইডিএআই-এর (UIDAI) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে হবে। uidai.gov.in-এ গিয়ে যে কেউ আবেদন করতে পারেন। এই কার্ডের জন্য ৫০ টাকা ফি দিতে হবে। অর্ডার করার এক সপ্তাহের মধ্যে স্পিড পোস্টের মাধ্যমে বাড়ির ঠিকানায় আধার কার্ড পৌঁছে দেবে ইউআইডিএআই। কার্ডের একদিকে থাকবে নাম, আধার কার্ড নম্বর, ছবি এবং কিউআর কোড। অন্যদিকে থাকবে ঠিকানা। অর্থাৎ সবরকম সুরক্ষা বৈশিষ্ট পিভিসি আধার কার্ডে (PVC Aadhaar Card) মিলবে।
ডিজিটাল আধার কার্ডের (Digital Aadhar Card) সুবিধা: সবচেয়ে সুখবর হল, ডিজিটাল আধার কার্ডকেও (Digital Aadhar Card) বৈধতা দিয়েছে কেন্দ্র। এখন যে কেউ এটা ডাউনলোড করে নিজের স্মার্টফোনে রাখতে পারেন। প্রয়োজনে ব্যবহারও করতে পারেন। এ জন্য প্রথমে স্মার্টফোনে এম আধার অ্যাপ ডাউনলোড করতে হবে। তার পর সেই অ্যাপে কার্ড নম্বর দিয়ে ডিজিটাল আধার কার্ড ডাউনলোড করে নেওয়া যায়। যে কোনও সরকারি এবং বেসরকারি কাজে এখন ডিজিটাল আধার কার্ডকে বৈধতা দিয়েছে কেন্দ্র।