Aadhaar Card: আধারে কতবার নাম, ঠিকানা এবং বয়স পরিবর্তন করা যেতে পারে? জানুন নিয়ম

Last Updated:
Aadhaar Card Rules: এমন নয় যে, যে কোনও তথ্য যে কোনও সময় পরিবর্তন করা যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক এর নিয়ম। 
1/7
এ এমন এক নথি, যার প্রয়োজন সব জায়গায় পড়ে। একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পদে পদে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, মোবাইল নম্বর নেওয়া, বিনিয়োগ, বিমা, রেশন কার্ড, ভোটার কার্ড- কোথায় না আধার কার্ডের নম্বর যোগ করার দরকার পড়ে!
এ এমন এক নথি, যার প্রয়োজন সব জায়গায় পড়ে। একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পদে পদে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, মোবাইল নম্বর নেওয়া, বিনিয়োগ, বিমা, রেশন কার্ড, ভোটার কার্ড- কোথায় না আধার কার্ডের নম্বর যোগ করার দরকার পড়ে!
advertisement
2/7
কেউ যখন নিজেদের বাসস্থান পরিবর্তন করেন, তখন আধার কার্ডে সেই ঠিকানা পরিবর্তন করেন। এতে ঠিকানা ছাড়াও, বয়স, নাম বা অন্যান্য তথ্যও পরিবর্তন করা যেতে পারে। এর জন্য UIDAI সকলকে আধার আপডেট করার সুযোগ দেয়। তবে এর কিছু নিয়ম আছে। এটা এমন নয় যে, যে কোনও তথ্য যে কোনও সময় পরিবর্তন করা যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক এর নিয়ম।
কেউ যখন নিজেদের বাসস্থান পরিবর্তন করেন, তখন আধার কার্ডে সেই ঠিকানা পরিবর্তন করেন। এতে ঠিকানা ছাড়াও, বয়স, নাম বা অন্যান্য তথ্যও পরিবর্তন করা যেতে পারে। এর জন্য UIDAI সকলকে আধার আপডেট করার সুযোগ দেয়। তবে এর কিছু নিয়ম আছে। এটা এমন নয় যে, যে কোনও তথ্য যে কোনও সময় পরিবর্তন করা যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক এর নিয়ম।
advertisement
3/7
কতবার নাম পরিবর্তন করা যেতে পারে -ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) অনুসারে, আধার কার্ডধারীদের তাঁদের নাম (আধারে নাম পরিবর্তন) সর্বাধিক ২ বার পরিবর্তন করার সুবিধা দেওয়া হয়, অর্থাৎ নাম মাত্র দু'বার পরিবর্তন করা যায়। অনেক মহিলারা  বিয়ের পর তাঁদের পদবি পরিবর্তন করেন। এমন পরিস্থিতিতে আধার কার্ডে তাঁদের নাম পরিবর্তন করতে হবে।
কতবার নাম পরিবর্তন করা যেতে পারে -
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) অনুসারে, আধার কার্ডধারীদের তাঁদের নাম (আধারে নাম পরিবর্তন) সর্বাধিক ২ বার পরিবর্তন করার সুবিধা দেওয়া হয়, অর্থাৎ নাম মাত্র দু'বার পরিবর্তন করা যায়। অনেক মহিলারা বিয়ের পর তাঁদের পদবি পরিবর্তন করেন। এমন পরিস্থিতিতে আধার কার্ডে তাঁদের নাম পরিবর্তন করতে হবে।
advertisement
4/7
বয়স কতবার পরিবর্তন করা যায় -নিজেদের জন্মতারিখের মধ্যে কোনও অমিল থাকলে, তা সংশোধন করা যেতে পারে। কিন্তু, এই সুযোগ শুধুমাত্র একবারই আছে, যার মানে জীবনে একবারই DOB পরিবর্তন করা যেতে পারবে।
বয়স কতবার পরিবর্তন করা যায় -
নিজেদের জন্মতারিখের মধ্যে কোনও অমিল থাকলে, তা সংশোধন করা যেতে পারে। কিন্তু, এই সুযোগ শুধুমাত্র একবারই আছে, যার মানে জীবনে একবারই DOB পরিবর্তন করা যেতে পারবে।
advertisement
5/7
ঠিকানা পরিবর্তনের নিয়ম কী -আধার কার্ডে যতবার খুশি ঠিকানা পরিবর্তন করা যেতে পারে। এর জন্য কোনও সীমা নির্ধারণ করা হয়নি। বিদ্যুৎ/জল/টেলিফোন বিল, ভাড়া চুক্তি বা আধার তালিকাভুক্তি কেন্দ্রে গিয়ে বৈধ প্রমাণ প্রদান করে অনলাইনে নিজের ঠিকানা পরিবর্তন করা যেতে পারে।
ঠিকানা পরিবর্তনের নিয়ম কী -
আধার কার্ডে যতবার খুশি ঠিকানা পরিবর্তন করা যেতে পারে। এর জন্য কোনও সীমা নির্ধারণ করা হয়নি। বিদ্যুৎ/জল/টেলিফোন বিল, ভাড়া চুক্তি বা আধার তালিকাভুক্তি কেন্দ্রে গিয়ে বৈধ প্রমাণ প্রদান করে অনলাইনে নিজের ঠিকানা পরিবর্তন করা যেতে পারে।
advertisement
6/7
যদি ভুল লিঙ্গ তথ্য প্রবেশ করা হয় -যদি কোনও ভুলের কারণে আধারে ভুল লিঙ্গের তথ্য থাকে, তাহলে জীবনে একবারই তা সংশোধন করার সুযোগ পাওয়া যাবে।
যদি ভুল লিঙ্গ তথ্য প্রবেশ করা হয় -
যদি কোনও ভুলের কারণে আধারে ভুল লিঙ্গের তথ্য থাকে, তাহলে জীবনে একবারই তা সংশোধন করার সুযোগ পাওয়া যাবে।
advertisement
7/7
আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরটি কতবার পরিবর্তন করা যেতে পারে -আজকাল অনেক জায়গায় আধার কার্ডের প্রয়োজন। আধার লিঙ্কযুক্ত মোবাইল নম্বরে পাঠানো ওটিপি অনেক জায়গায় প্রয়োজন হয়। যদি শুধুমাত্র আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরটি পরিবর্তন করতে চাওয়া হয়, তাহলে এই বিকল্পটিও পাওয়া যাবে। যাঁর যতবার প্রয়োজন, ততবার এটি পরিবর্তন করতে পারেন। UIDAI এর জন্য কোনও সীমা নির্ধারণ করেনি।
আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরটি কতবার পরিবর্তন করা যেতে পারে -
আজকাল অনেক জায়গায় আধার কার্ডের প্রয়োজন। আধার লিঙ্কযুক্ত মোবাইল নম্বরে পাঠানো ওটিপি অনেক জায়গায় প্রয়োজন হয়। যদি শুধুমাত্র আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরটি পরিবর্তন করতে চাওয়া হয়, তাহলে এই বিকল্পটিও পাওয়া যাবে। যাঁর যতবার প্রয়োজন, ততবার এটি পরিবর্তন করতে পারেন। UIDAI এর জন্য কোনও সীমা নির্ধারণ করেনি।
advertisement
advertisement
advertisement