Aadhaar Card: আধারে কতবার নাম, ঠিকানা এবং বয়স পরিবর্তন করা যেতে পারে? জানুন নিয়ম
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Aadhaar Card Rules: এমন নয় যে, যে কোনও তথ্য যে কোনও সময় পরিবর্তন করা যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক এর নিয়ম।
advertisement
কেউ যখন নিজেদের বাসস্থান পরিবর্তন করেন, তখন আধার কার্ডে সেই ঠিকানা পরিবর্তন করেন। এতে ঠিকানা ছাড়াও, বয়স, নাম বা অন্যান্য তথ্যও পরিবর্তন করা যেতে পারে। এর জন্য UIDAI সকলকে আধার আপডেট করার সুযোগ দেয়। তবে এর কিছু নিয়ম আছে। এটা এমন নয় যে, যে কোনও তথ্য যে কোনও সময় পরিবর্তন করা যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক এর নিয়ম।
advertisement
কতবার নাম পরিবর্তন করা যেতে পারে -
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) অনুসারে, আধার কার্ডধারীদের তাঁদের নাম (আধারে নাম পরিবর্তন) সর্বাধিক ২ বার পরিবর্তন করার সুবিধা দেওয়া হয়, অর্থাৎ নাম মাত্র দু'বার পরিবর্তন করা যায়। অনেক মহিলারা বিয়ের পর তাঁদের পদবি পরিবর্তন করেন। এমন পরিস্থিতিতে আধার কার্ডে তাঁদের নাম পরিবর্তন করতে হবে।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) অনুসারে, আধার কার্ডধারীদের তাঁদের নাম (আধারে নাম পরিবর্তন) সর্বাধিক ২ বার পরিবর্তন করার সুবিধা দেওয়া হয়, অর্থাৎ নাম মাত্র দু'বার পরিবর্তন করা যায়। অনেক মহিলারা বিয়ের পর তাঁদের পদবি পরিবর্তন করেন। এমন পরিস্থিতিতে আধার কার্ডে তাঁদের নাম পরিবর্তন করতে হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরটি কতবার পরিবর্তন করা যেতে পারে -
আজকাল অনেক জায়গায় আধার কার্ডের প্রয়োজন। আধার লিঙ্কযুক্ত মোবাইল নম্বরে পাঠানো ওটিপি অনেক জায়গায় প্রয়োজন হয়। যদি শুধুমাত্র আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরটি পরিবর্তন করতে চাওয়া হয়, তাহলে এই বিকল্পটিও পাওয়া যাবে। যাঁর যতবার প্রয়োজন, ততবার এটি পরিবর্তন করতে পারেন। UIDAI এর জন্য কোনও সীমা নির্ধারণ করেনি।
আজকাল অনেক জায়গায় আধার কার্ডের প্রয়োজন। আধার লিঙ্কযুক্ত মোবাইল নম্বরে পাঠানো ওটিপি অনেক জায়গায় প্রয়োজন হয়। যদি শুধুমাত্র আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরটি পরিবর্তন করতে চাওয়া হয়, তাহলে এই বিকল্পটিও পাওয়া যাবে। যাঁর যতবার প্রয়োজন, ততবার এটি পরিবর্তন করতে পারেন। UIDAI এর জন্য কোনও সীমা নির্ধারণ করেনি।