মৃত প্যান কার্ড সারেন্ডার করতে হলে অ্যাসেসমেন্ট অফিসারকে (Assessment Officer) চিঠি লিখতে হবে ৷ চিঠিতে লিখতে হবে যে প্যান কার্ড সারেন্ডার (Pan Card Surrender) করা করতে চান, ব্যক্তির নাম (Deceased Name), জন্ম তারিখ (Date of Birth), প্যান নম্বর (Pan Number) উল্লিখিত থাকতে হবে ৷ তার সঙ্গে উল্লিখিত ব্যক্তির মৃত্যুর শংসাপত্র থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷