Cheque সম্পর্কে ৯৯% মানুষই জানেন না, এই নিয়ম না জানলে সমস্যায় পড়তে হতে পারে
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
অনেকেই এই বিষয়ে সচেতন নন। কিন্তু, এই সম্পর্কে জেনে রাখা প্রয়োজন।
অনেকে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, যখনই কাউকে চেকের মাধ্যমে অর্থপ্রদান করা হয়, তখন চেকের কোণে দুটি লাইন আঁকা হয়। এই লাইনগুলির মধ্যে A/C Payee-ও লেখা আছে। কিন্তু, কেউ যদি চেকের কোণে দুটি লাইন আঁকেন, অথচ A/C Payee না লেখেন, তাহলে এটি চেকের অর্থ পরিবর্তন করে। অনেকেই এই বিষয়ে সচেতন নন। কিন্তু, এই সম্পর্কে জেনে রাখা প্রয়োজন।
advertisement
advertisement
চেক এনডোর্সমেন্ট -প্রকৃতপক্ষে, চেকের প্রাপক যদি ব্যাঙ্কে যাওয়ার অবস্থানে না থাকেন, তবে তিনি অন্য কোনও ব্যক্তিকে অর্থ গ্রহণের জন্য অনুমোদন দিতে পারে। এই প্রক্রিয়াটিকে চেক এনডোর্সমেন্ট বলা হয় এবং এই চেকটিকে এনডোর্সড চেক বলা হয়। যখন একটি চেক অনুমোদন করা হয়, তখন এটির পিছনে স্বাক্ষর করা প্রয়োজন। এই পরিস্থিতিতে, চেকের সাহায্যে অর্থ গ্রহণকারী ব্যক্তি সেই অর্থ অন্য কোনও অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন।
advertisement
উদাহরণ -ধরা যাক অনির্বাণ মিহিরকে তাঁর নামে একটি ক্রস করা চেক দিয়েছেন। এমন পরিস্থিতিতে চেকের টাকা মিহিরের অ্যাকাউন্টে চলে যাবে। কিন্তু মিহির যদি চেকের টাকা নিজের অ্যাকাউন্টে নিতে না চান, তাহলে তিনি সেই চেকের পিছনে নিজের স্বাক্ষর রেখে কৌশিক বা তৃতীয় কোনও ব্যক্তির জন্য সেই অর্থ অনুমোদন করতে পারেন। এমতাবস্থায় চেকের টাকা মিহিরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে না গিয়ে কৌশিকের অ্যাকাউন্টে যাবে। অর্থাৎ চেকের পিছনে স্বাক্ষর করে মিহির কৌশিককে তাঁর নামে চেক থেকে টাকা তোলার অধিকার দিতে পারেন।
advertisement
অ্যাকাউন্ট প্রাপকের চেক অনুমোদিত নয় -যদি চেকের কোণে আঁকা লাইনগুলির মধ্যে A/C Payee লেখা থাকে, তাহলে সেই চেকটি অন্যের নামে অনুমোদন করা যাবে না। সেই চেক অন্য কোনও ব্যক্তি দ্বারা ভাঙানো করা যাবে না। এক্ষেত্রে চেকের পরিমাণ শুধুমাত্র সেই ব্যক্তির অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে যাঁর নামে চেকটি কাটা হয়েছে।