আস্তে আস্তে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সেই সময় আসছে যখন তাঁরা ৪০ হাজার টাকা পর্যন্ত বেতনে বৃদ্ধির উপহার পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
2/ 13
কর্মীরা এখন অপেক্ষার প্রহর গুনছেন কখন সেই মুহূর্ত আসবে? AICPI-এর সূচক বলছে ৫ থেকে ৬ শতাংশ ডিএ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৷ প্রতীকী ছবি ৷
3/ 13
AICPI-এর সূচকে জানতে পারা গিয়েছে মোদি সরকারের কর্মীদের ডিএ বৃদ্ধি এখন শুধু সময়ের অপেক্ষা ৷ প্রতীকী ছবি ৷
4/ 13
আশা করা হচ্ছে আগামী ৩ অগাস্ট কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে ৷ সেখানেই বড় ঘোষণা হতে পারে ৷ এছাড়াও কর্মীদের বেতন নিয়ে বড়সড় আপডেট আসতে পারে ৷ প্রতীকী ছবি ৷
5/ 13
বৈঠকে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির বিষয়ে আলোচনার সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা ৷ এছাড়াও ১৮ মাসের ডিএ এরিয়ার নিয়েও হতে পারে অত্যন্ত বড় সিদ্ধান্ত ৷ প্রতীকী ছবি ৷
6/ 13
১৪ জুলাই ২০২১-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয় সেই বৈঠকে (7th Pay commission) মহার্ঘ ভাতা একসঙ্গে ১১ শতাংশ বৃদ্ধি হয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
7/ 13
যা ১ জুলাই ২০২১ থেকে কার্যকর করা হয়েছিল ৷ জানুয়ারি ২০২০, জুন ২০২০ ও জানুয়ারি ২০২১-এর ডিএ বৃদ্ধি করোনা ভাইরাসের সংক্রমণের জন্য সাময়িক ভাবে ফ্রিজ করা হয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
8/ 13
যা পরবর্তীকালে বৃদ্ধি হয়েছে ৷ কিন্তু এই সময়ের অর্থাৎ ১৮ মাসের ডিএ এরিয়ার এখনও পর্যন্ত আটকে আছি ৷ জি বিজনেস সূত্রে জানতে পারা গিয়েছে ক্যাবিনেট মিটিং আগামী ৩ অগাস্ট ২০২২-এ ৷ প্রতীকী ছবি ৷
9/ 13
সেখানেই যদি ৬ শতাংশ হারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি হয় একলাফে ৩৪ থেকে ৪০ শতাংশ ডিএ বেড়ে যাবে ৷ প্রতীকী ছবি ৷
10/ 13
সর্বাধিক বেসিক স্যালারি ক্যালকুলেশন ঠিক এই ভাবেই হবে ৷ সর্বাধিক বেসিক স্যালারি ৫৬,৯০০, নতুন মহার্ঘ ভাতা ৪০ শতাংশ, ২২,৭৬০ টাকা প্রতি মাসে ৷ প্রতীকী ছবি ৷
11/ 13
বর্তমানে মহার্ঘ ভাতা ৩৪ শতাংশ ১৯,৩৪৬ টাকা প্রতি মাসে ৷ সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়ছে ২২,৭৬০-১৯,৩৪৬ টাকা = ৩,৪১৪ টাকা ৷ বার্ষিক বেতন বৃদ্ধি ৩,৪১৪X১২ = ৪০,৯৬৮ টাকা ৷ প্রতীকী ছবি ৷
12/ 13
এবার দেখে নেওয়া যাকে যাঁদের ন্যূনতম বেসিক স্যালারি ১৮,০০০ টাকা প্রতি মাসে, নতুন মহার্ঘ ভাতা ৭,২০০ টাকা প্রতি মাসে, বর্তমানের মহার্ঘ ভাতা ৬,১২০ টাকা প্রতি মাসে ৷ প্রতীকী ছবি ৷
13/ 13
মহার্ঘ ভাতা কতখানি বাড়তে পারে ৭,২০০-৬,১২০ টাকা, ১,০৮০ টাকা প্রতি মাসে বাড়ছে ৷ এরফলে এই সমস্তকর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধি হবে ১,০৮০X১২ = ১২,৯৬০ টাকা ৷ প্রতীকী ছবি ৷