কেন্দ্রীয় সরকারি (Central Government Employees) কর্মীদের জন্য অত্যন্ত বড় খবর! কেননা ১৮ মাস ধরে মহার্ঘ ভাতা বকেয়া আছে (18 Months DA Arrear), এই নিয়ে যে সমস্ত সরকারি কর্মীরা অধীর আগ্রহে বসে আছেন তাঁরা বড়সড় উপহার পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
2/ 9
ডিএ এরিয়ার (DA Arrears) নিয়ে কেন্দ্রীয় সরকার আগে জানিয়েছিল এই বিষয়ে কোনও বিচার বিবেচনা করার নেই ৷ কিন্তু বর্তমানে আশা করা হচ্ছে নতুন অর্থবর্ষে বকেয়া ডিএ পাবেননা ৷ প্রতীকী ছবি ৷
3/ 9
এরফলে কর্মীদের সরাসরি ২.১৮ লক্ষ টাকার সুবিধা হতে পারে ৷ তবে ১৮ মাসের ডিএ-কে বর্তমানে এজেন্ডায় রাখা হয়নি ৷ কিন্তু আশা করা হচ্ছে এই বিষয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া হবে ৷ প্রতীকী ছবি ৷
4/ 9
সরকার জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত বকেয়া ডিএ (18 Months DA Arrear) নিয়ে অবস্থান স্পষ্ট করেনি ৷ কেন্দ্রীয় সরকারের বয়ানে কর্মীদের উপরে বড় ঝটকা লাগতে পারে ৷ প্রতীকী ছবি ৷
5/ 9
কিছুদিন আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জানিয়েছেন করোনার বাজেটে কর্মীদের ডিএ সাময়িক ভাবে বন্ধের নির্দেশ দিয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
6/ 9
সেই টাকা দিয়ে দরিদ্র্য মানুষের জন্য নানান পরিষেবা মূলক খাতে ব্যবহার করা হবে টাকা এমনটাই সরকারি ঘোষণা ছিল ৷ প্রতীকী ছবি ৷
7/ 9
অতিমারির কারণে সাংসদ, বিধায়ক ও মন্ত্রীদের বেতন কাটছাঁট হয় ৷ কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনে কোনও কাটছাঁট হয়নি ৷ ডিএ-তেও হাত পড়েনি ৷ সারা বছরের ডিএ ও বেতন একই সঙ্গে দেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
8/ 9
ন্যাশন্যাল কাউন্সিল অফ জেসিএম শিবগোপাল মিশ্র জানিয়েছেন লেবেল-১ কর্মচারীদের ডিএ এরিয়ারের ১১,৮৮০ টাকা থেকে ৩৭,৫৫৪ টাকার মধ্যে হয় ৷ প্রতীকী ছবি ৷
9/ 9
লেবেল ১৩ (7th CPC বেসিক পে স্কেবল ১,২৩,১০০ টাকা ২,১৫,৯০০ টাকা) অথবা পেস্কেল-14 (পেস্কেল) নিয়ে গণনা করা হলে দেকতে পাওয়া যাবে একজন কর্মচারীর হাতে ডিএ এরিয়ারের টাকা ১,৪৪,২০০ টাকা থেকে ২,১৮,২০০ টাকা করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷