Credit Card ব্যবহার করেন? এই ৭ পদ্ধতিতে সর্বাধিক লাভ ঘরে তুলুন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
ক্রেডিট কার্ডের অযৌক্তিক ব্যবহার রোধ করতে হবে। সেটা কীভাবে?
advertisement
সঠিক ক্রেডিট কার্ড নির্বাচন: বাজারে অনেক রকমের ক্রেডিট কার্ড পাওয়া যায়। ‘কোনটা ছেড়ে কোনটা নেব’, বাছাই করা মুশকিল। এক্ষেত্রে অনেকেই এজেন্ট বা বন্ধুবান্ধবের উপর ভরসা করেন। সেটা ঠিক নয়। নিজের চাহিদা বুঝতে হবে সবার আগে। কী জন্য ক্রেডিট কার্ড নেওয়ার দরকার পড়ছে, সেটা বুঝে সেই অনুযায়ী সঠিক ক্রেডিট কার্ড নির্বাচন করতে হবে।
advertisement
নিজের ক্রেডিট কার্ড সম্পর্কে জানা: বিক্রেতারা অনেক সময় গ্রাহককে ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত জানায় না। বিশেষ করে লুকনো ফি আছে কি না। আসলে তাদের কাছে বিক্রিটাই অগ্রাধিকার। এর ফলে পরে অসুবিধায় পড়তে হয়। ক্রেডিট কার্ড নেওয়ার আগে পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু জানতে হবে। অফার থেকে শুরু করে ফি – সবকিছু। কার্ড ব্যবহারের সঙ্গে সম্পর্কিত চার্জ সম্পর্কেও সচেতন থাকতে হবে।
advertisement
খরচ করার সময় বাজেট মাথায় রাখতে হবে: ক্রেডিট কার্ড মানে ‘বিনামূল্যে’ নয়। সেই টাকা গ্রাহককেই মেটাতে হবে। তাই ক্রেডিট কার্ড ব্যবহারের আগে বাজেট মাথায় রাখাটা গুরুত্বপূর্ণ। রিওয়ার্ড পয়েন্ট বা ক্যাশব্যাকের লোভে ভেসে গেলে চলবে না। এতে খরচ বাড়বে। মাথায় রাখতে হবে, বিল পড়ে আসে এবং সেটা গ্রাহককেই মেটাতে হবে, দেরি হলে সুদ-সহ।
advertisement
advertisement
advertisement
advertisement