5 Rules Changing: ১ সেপ্টেম্বর থেকে সাবধান, হেলমেট ছাড়া বাইক চালালে দিতে হবে জরিমানা, এই ৫ নিয়ম জেনে রাখুন আগেভাগে
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
5 Rules Changing: জিএসটি, আধার কার্ড সহ একগুচ্ছ নিয়মও বদলে যাচ্ছে সেপ্টেম্বরের পয়লা তারিখ থেকে। পরিবর্তিত নিয়মগুলি দেখে নেওয়া যাক একনজরে।
advertisement
জিএসটি রিটার্নের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট: সেপ্টেম্বর মাসের প্রথম দিন থেকে জিএসটি রিটার্নের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ জানানো বাধ্যতামূলক করা হচ্ছে। জিএসটি রুল ১০এ-এর আওতায় রেজিস্ট্রেশন নম্বর পাওয়ার এক মাসের মধ্যে জিএসটি পোর্টালে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করতে হবে। নাহলে জিএসটি রিটার্ন ফাইল করা যাবে না।
advertisement
advertisement
advertisement
ক্রেডিট কার্ডে নিয়ম বদল: ১ সেপ্টেম্বর থেকে ক্রেডিট কার্ড লয়্যালটি প্রোগ্রামের নিয়ম বদল করছে এইচডিএফসি ব্যাঙ্ক। আবার আইডিএফসি ব্যাঙ্ক এমএডি বা মিনিমাম অ্যামাউন্ট ডিউ এবং বিল পরিশোধের শেষ তারিখে বদল আনছে। এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকরা প্রতি মাসের ইউটিলিটি লেনদেনে সর্বাধিক ২ হাজার পয়েন্ট পর্যন্ত পেতে পারেন। আইডিএফসি ব্যাঙ্ক বিল পরিশোধের মেয়াদ ১৮ দিন থেকে কমিয়ে ১৫ দিন করছে।
advertisement
ভুয়ো কল থেকে মুক্তি: টেলিকম রেগুলেটরি অথরিটি অর্থাৎ ট্রাই সমস্ত টেলিকম কোম্পানিগুলিকে ১৪০টি মোবাইল নম্বরের সিরিজকে ব্যবসায়িক কল এবং মেসেজের জন্য নতুন ব্লকচেইন ভিত্তিক প্ল্যাটফর্মে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। এই নির্দেশিকা মেনে চলতেই হবে। ফলে ১ সেপ্টেম্বর থেকে সাধারণ গ্রাহক ভুয়ো কল এবং মেসেজের হাত থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।