৩০ সেপ্টেম্বরের মধ্যে সেরে ফেলুন এই ৪ জরুরি কাজ, না হলে ফ্রিজ হয়ে যেতে পারে অ্যাকাউন্ট
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেরি না করে মিটিয়ে নিন এই ৪টি কাজ ৷
advertisement
ডিম্যাট অ্যাকাউন্টে নমিনির নাম- শেয়ার বাজারে বা মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করলে ডিম্যাট অ্যাকাউন্টে ৩০ সেপ্টেম্বরের মধ্যে নমিনির নাম দিতে হবে ৷ না হলে ফ্রিজ হয়ে যাবে অ্যাকাউন্ট ৷ অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে শেয়ার বাজারে আর ট্রেডিং করতে পারবেন না ৷ শুধু তাই নয় মিউচ্যুয়াল ফান্ড অ্যাকাউন্ট থেকে কোনও ট্রানজাকশনও করতে পারবেন না ৷ সেবি ডিম্যাট অ্যাকাউন্টে নমিনির নাম যোগ করার সময়সীমা ৩০ সেপ্টেম্বর দিয়েছে ৷
advertisement
স্মল সেভিংস স্কিমে সাবস্ক্রাইবার্সদের আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক - স্মল সেভিংসে ইনভেস্ট করে থাকলে আধার জমা দিতে হবে ৷ অর্থ মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, স্মল সেভিংস স্কিমে সাবস্ক্রাইবার্সদের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আধার জমা করা বাধ্যতামূলক ৷ PPF, SSY, NSC, SCSS বা অন্য কোনও স্মল সেভিংসে বিনিয়োগ করে থাকলে দিতে হবে আধার নম্বর ৷
advertisement
advertisement