24 Carat Gold At 51 Rupees: উৎসবের মরশুমে মাত্র ৫১ টাকায় ২৪ ক্যারেট খাঁটি সোনা কিনুন, দেখে নিন এই বিশেষ অফারের সুবিধা কীভাবে তুলবেন
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
24 Carat Gold At 51 Rupees: মাত্র ৫১ টাকায় ২৪ ক্যারেট খাঁটি সোনা! উৎসবের মরশুমে এই বিশেষ অফার ঝড় তুলেছে বাজারে। জেনে নিন কীভাবে এই স্কিমে নাম লেখাবেন, কী সুবিধা পাবেন এবং মধ্যবিত্তদের কাছে কেন এটি সেরা সুযোগ।
এ যেন উৎসবের মরশুম। এই সব উৎসবে ভারতীয় সমাজে সোনা কেনা খুবই শুভ বলে মনে করা হয়। এটি সমৃদ্ধি এবং নতুন শুরুর লক্ষণ বলে বিবেচনা করা হয়ে থাকে। এই কারণেই মানুষ এই সব উপলক্ষে সোনা কেনে। সোনা আর ভারতীয় মহিলা যেন সমার্থক। বিয়েবাড়ি হোক বা পার্বণ, সোনার গয়নায় না সাজলে মন মানে না। তবে শুধু মহিলারাই নয়, পুরুষদেরও মন মজে সোনাতেই। সেটা অলঙ্কার হোক বা সোনার বার, বিনিয়োগ বা নিজেকে সাজাতেও হলুদ ধাতুতেই ভরসা পুরুষের।
advertisement
advertisement
রয়েছে আরও কিছু বিষয়। সোনার গয়না থেকে লভ্যাংশ মেলে না। কোনও আয়ও হয় না। তাছাড়া ফিজিক্যাল সোনার অনেক খরচও রয়েছে। যেমন, খুচরো মার্ক আপ, মেকিং চার্জ এবং স্টোরেজ। এর সঙ্গে সোনার গয়নার উপর জিএসটি-ও লাগু হয়।সোনার গয়না শুধু কিনলেই হল না। নিরাপদে রাখতেও হবে। এক্ষেত্রে ব্যাঙ্কের লকারই সবচেয়ে ভাল জায়গা। কিন্তু তার চার্জ আছে। সেটা অতিরিক্ত খরচ। সোনার গয়না বিক্রি করতে গেলেও সেদিনের দর দেখা হয়। সোজা কথায়, আশানুরূপ রিটার্ন মেলে না।
advertisement
মাত্র ৫১ টাকায় সোনা কেনার সুযোগহালফিলে দর যত বেশিই যাক না কেন, সোনা কেনার একটি দুর্দান্ত উপায়ও কিন্তু আছে, সব থেকে বড় কথা এর জন্য কোথাও যেতে হবে না এবং তৈরির জন্য কোনও চার্জও দিতে হবে না। আরও ভাল বিষয় হল সোনা ২৪ ক্যারেট খাঁটিও হবে এবং যে কেউ তা মাত্র ৫১ টাকায় কিনতে পারবেন। জেনে নেওয়া যাক যে ৫১ টাকায় সোনা কোথায় পাওয়া যাবে।
advertisement
এটা কীভাবে সম্ভব?ডিজিটাল সোনা কিনতে চাইলে এটা অবশ্যই সম্ভব। এটা নকল বা ভার্চুয়াল সোনা নয়। বরং এটা ১০০% আসল, ২৪ ক্যারেট খাঁটি সোনা। পার্থক্য হল এটা ভৌত সোনার মতো হাতে নেওয়া যাবে না, বরং একটি বিমা করা থাকবে এবং সুরক্ষিত মানিব্যাগে (লকার) রাখাও থাকবে। এই ডিজিটাল সোনা ২৪ ক্যারেট বিশুদ্ধতার গ্যারান্টি সহ পাওয়া যায়।
advertisement
advertisement
এই সোনা কীভাবে কিনতে হবে?সবার প্রথমে ফোনে পেমেন্ট অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তার পর অ্যাপ খুলে উপরের সার্চ বারে 'Paytm Gold' অথবা 'Daily Gold SIP' সার্চ করতে হবে। এখানে সর্বনিম্ন ৫১ টাকা দিয়ে সোনায় বিনিয়োগ শুরু করা যাবে। বিনিয়োগকারী তাঁর ইচ্ছা অনুযায়ী এই পরিমাণ বাড়াতেও পারেন। এর পরে, বিনিয়োগকারীদের বেছে নিতে হবে তিনি একবারে এটি কিনতে চান না কি এককালীন বিনিয়োগ করতে চান না কি দৈনিক/সাপ্তাহিক/মাসিক SIP শুরু করতে চান।
advertisement
কীভাবে পেমেন্ট করতে হবেএর পর নিজের সুবিধা অনুযায়ী (UPI, নেট ব্যাঙ্কিং অথবা ডেবিট কার্ড) পেমেন্ট পদ্ধতি বেছে নিতে হবে এবং কেনাকাটার প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর সোনা বিনিয়োগকারীর নামে একটি বিমা করা ওয়ালেটে সুরক্ষিত রাখা হবে। SMS এবং ই-মেলের মাধ্যমে সঙ্গে সঙ্গে এর ভেরিফিকেশনও এসে যাবে।
advertisement
গোল্ড এসআইপি কী?অনেকেই যেমন প্রতিদিন একটি পিগি ব্যাঙ্কে অল্প কিছু টাকা রাখেন, ঠিক তেমনই এটিকে সোনায় বিনিয়োগের জন্য একটি ডিজিটাল পিগি ব্যাঙ্ক বলা যায়। এতে যে কেউ প্রতিদিন, প্রতি সপ্তাহে বা প্রতি মাসে বিনিয়োগের একটি ছোট পরিমাণ (যেমন ১০০ বা ৫০০ টাকা) নির্ধারণ করতে পারেন, যা স্বয়ংক্রিয়ভাবে বিনিয়োগকারীর অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে এবং সোনায় বিনিয়োগ করা হবে। ফলে, আর্থিক বোঝা ছাড়াই ধীরে ধীরে সোনা জমা হতে থাকবে। এটি সুশৃঙ্খল সঞ্চয়কে উৎসাহিত করে এবং বাজারের ওঠানামার সুবিধাও দেয়।
advertisement