Birbhum News: টোটোর দৌরাত্মে অস্থির বীরভূম! সমস্যায় পড়ছেন নিত্যযাত্রী সহ বাস চালকরা
- Published by:Anulekha Kar
- local18
Last Updated:
টোটোর দৌরাত্মে অস্থির বীরভূম! সমস্যায় পড়ছেন নিত্যযাত্রী সহ বাস চালকরা
বীরভূম: দিন দিন বাড়ছে টোটোর দৌরাত্ম, আর তার ফলেই সমস্যায় পড়েছে সরকারি এবং বেসরকারি বাসের চালকেরা, অন্যদিকে সমস্যায় পড়েছে পথ চলতি সাধারণ মানুষ। আজ থেকে তিন থেকে চার বছর আগে যখন টোটোর এত উপদ্রপ ছিল না তখন কোথাও যেতে গেলে বাস করেই নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যেতেন নিত্যযাত্রীরা, তবে দিন যত এগিয়েছে টোটোর পরিমাণ ততই বাড়ছে। ( সৌভিক রায় )
advertisement
বিভিন্ন টোটো চালকেরা রামপুরহাট বাস স্ট্যান্ডের বাইরে দাঁড়িয়ে থেকে বাসস্ট্যান্ডের ভেতরে প্রবেশ করতে যাওয়া যাত্রীদেরকে নিজেদের টোটোতে চাপিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে, এর ফলেই বাসের যাত্রী সংখ্যা কম হওয়ায় বাসের চালকেরা বাস বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। শুধু যে বাস চালকেরা এই সমস্যার সম্মুখীন হচ্ছে তা নয় মাত্রাতিরিক্ত টোটোর উপদ্রব বেড়ে যাওয়ায় রামপুরহাট বাস স্ট্যান্ড থেকে রামপুরহাট হসপিটাল মোড় পর্যন্ত ভয়াবহ যানজটে সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত।
advertisement
রামপুরহাট বাসস্ট্যান্ড থেকে রামপুরহাট হসপিটাল মোড় মাত্র পাঁচ মিনিটের দূরত্ব তবে রাস্তায় এত পরিমান টোটো দাঁড়িয়ে থাকছে যার ফলে সৃষ্টি হচ্ছে যানজট এর ফলে ওই ৫ মিনিটে রাস্তা পৌঁছতে সময় লাগছে ১৫ থেকে ২০ মিনিট। ওই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্সে করে কিংবা নিজেদের গাড়ি করে রোগীর পরিবার রামপুরহাট হসপিটালে চিকিৎসা করানোর জন্য আসেন যানজটের ফলে তাদেরকেও পড়তে হচ্ছে নিত্যদিনের সমস্যায়।
advertisement
যদিও গত মঙ্গলবার পরিবহন দপ্তরের সচিব সৌমিত্র মোহন একটি বিজ্ঞপ্তি জারি করেন যেখানে কড়া নির্দেশ দেন জাতীয় সড়ক বা রাজ্য সড়কে চালানো যাবে না অটো,টোটো।মূলত এই নির্দেশিকাটি জেলা শাসকদের উদ্দেশ্যে জারি করা হয়েছে এবং সঙ্গে নির্দেশ দেয়া হয়েছে এই বিজ্ঞপ্তি পাওয়া মাত্রই তা তৎক্ষণাৎ কার্যকর করতে হবে।
advertisement
এর জন্য পৌরসভা,স্থানীয় পঞ্চায়েত ,প্রশাসনের সাহায্য নিতে হবে সাধারণ মানুষের নিত্যদিনের এই সমস্যা এবং সুরক্ষা সুনিশ্চিত করতেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা স্থানীয় প্রশাসন মারফত সংশ্লিষ্ট এলাকাবাসীদের অবগত করতে বলা হয়েছে। এখন দেখার বিষয় কবে এই নির্দেশিকা কার্যকর হয়ে নিত্যদিনের যানজট থেকে রেহাই পায় সাধারণ মানুষ। ( সৌভিক রায় )