Bankura weather: পারদ সামান্য বাড়তেই ফিরে এল কুয়াশা, মেঘলা আবহাওয়ায় আচ্ছন্ন জেলা

Last Updated:
Bankura weather: তবে এই কি শেষ? আগামিকাল থেকে অল্প অল্প করে তাপমাত্রা এবার ঊর্ধ্বগামী হবে, এমনটাই ভাবা হয়েছিল কিন্তু কমতে পারে তাপমাত্রা। কিন্তু এটুকু স্পষ্ট যে আর কয়েকদিন পরেই শেষ হতে চলেছে শহর বাঁকুড়ায় শীতের ইনিংস।
1/6
হাড় কাঁপানো ঠান্ডা থেকে রেহাই পেল বাঁকুড়া। তবে সেটা ধারাবাহিকতা বজায় রেখে। সাম্প্রতিক মাত্র ১০ ডিগ্রিতে দাঁড়ায় সর্বনিম্ন তাপমাত্রা। আজ তা বেড়ে ১৮ ডিগ্রি। গত কয়েকদিন কুয়াশার হাত থেকে আংশিক রেহাই পেলেও আজ আবারও কুয়াশা মাথা চাড়া দেয় সকাল থেকে। অপরদিকে একটু একটু করে বেড়ে যাচ্ছে তাপমাত্রা। (Reporter: Nilanjan Banerjee)
হাড় কাঁপানো ঠান্ডা থেকে রেহাই পেল বাঁকুড়া। তবে সেটা ধারাবাহিকতা বজায় রেখে। সাম্প্রতিক মাত্র ১০ ডিগ্রিতে দাঁড়ায় সর্বনিম্ন তাপমাত্রা। আজ তা বেড়ে ১৮ ডিগ্রি। গত কয়েকদিন কুয়াশার হাত থেকে আংশিক রেহাই পেলেও আজ আবারও কুয়াশা মাথা চাড়া দেয় সকাল থেকে। অপরদিকে একটু একটু করে বেড়ে যাচ্ছে তাপমাত্রা। (Reporter: Nilanjan Banerjee)
advertisement
2/6
সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। বিগত কয়েক দিনের তুলনায় গতকাল কুয়াশার প্রকোপ তুলনামূলক ভাবে একটু বেশি থাকায় ভোর বেলা থেকেই যান চলাচল নিয়ন্ত্রিতভাবে হয়। এখনও ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে আগুনের সাহায্য নিতে হয়েছে। এখনই বাক্স বন্দি হচ্ছে না শীতের পোশাক। কুয়াশা ও মেঘলা হলেও সকাল ফিটনেসপ্রেমীদের ভিড়ও সামান্য বেশি ছিল কাল।
সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। বিগত কয়েক দিনের তুলনায় গতকাল কুয়াশার প্রকোপ তুলনামূলক ভাবে একটু বেশি থাকায় ভোর বেলা থেকেই যান চলাচল নিয়ন্ত্রিতভাবে হয়। এখনও ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে আগুনের সাহায্য নিতে হয়েছে। এখনই বাক্স বন্দি হচ্ছে না শীতের পোশাক। কুয়াশা ও মেঘলা হলেও সকাল ফিটনেসপ্রেমীদের ভিড়ও সামান্য বেশি ছিল কাল।
advertisement
3/6
আজ ২8 জানুয়ারি, নেতাজির ১২৬ তম জন্মজয়ন্তীর পর সজাগ গোটা বাঁকুড়া শহর। আসন্ন সরস্বতী পূজার আয়োজনে মেতেছে শহর বাঁকুড়া আর তার সঙ্গে রয়েছে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি। স্কুল কলেজেও চলছে তারই প্রস্তুতি। আজ ৬টা ৬মিনিটে সূর্যোদয় হয় তবে আকাশের মুখ গোমড়া। বেলার দিকে আকাশ পরিষ্কার হওয়ার পূর্বাভাস রয়েছে। আগামী দুইদিন তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানা যাচ্ছে।
আজ ২8 জানুয়ারি, নেতাজির ১২৬ তম জন্মজয়ন্তীর পর সজাগ গোটা বাঁকুড়া শহর। আসন্ন সরস্বতী পূজার আয়োজনে মেতেছে শহর বাঁকুড়া আর তার সঙ্গে রয়েছে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি। স্কুল কলেজেও চলছে তারই প্রস্তুতি। আজ ৬টা ৬মিনিটে সূর্যোদয় হয় তবে আকাশের মুখ গোমড়া। বেলার দিকে আকাশ পরিষ্কার হওয়ার পূর্বাভাস রয়েছে। আগামী দুইদিন তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানা যাচ্ছে।
advertisement
4/6
বাঁকুড়া শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স দিন দিন অবনতির পথে যা বেলা ৭টার সময়, আজ অনেক বেড়ে গিয়ে ৩০৮-এ দাঁড়িয়েছে। এই মান সাধারণের চেয়ে অনেক বেশি এবং শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর এখন বাঁকুড়ার বায়ু। সকাল ৯টা থেকে বেলা ৩টে পর্যন্ত অতিবেগুনি রশ্মির পরিমাণ আজ তুলনামূলকভাবে আবারও বেশি থাকবে। সারাদিন দক্ষিণ পশ্চিম দিকে মাত্র ৭ কিমি বেগে হাওয়া বইবে। তবে বায়ুতে আর্দ্রতার পরিমাণ ৭৯% যা গতকালের তুলনায় বেশি থাকায় এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে পুনরায় কুয়াশার সম্ভাবনা ঠেকানো যাচ্ছে না।
বাঁকুড়া শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স দিন দিন অবনতির পথে যা বেলা ৭টার সময়, আজ অনেক বেড়ে গিয়ে ৩০৮-এ দাঁড়িয়েছে। এই মান সাধারণের চেয়ে অনেক বেশি এবং শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর এখন বাঁকুড়ার বায়ু। সকাল ৯টা থেকে বেলা ৩টে পর্যন্ত অতিবেগুনি রশ্মির পরিমাণ আজ তুলনামূলকভাবে আবারও বেশি থাকবে। সারাদিন দক্ষিণ পশ্চিম দিকে মাত্র ৭ কিমি বেগে হাওয়া বইবে। তবে বায়ুতে আর্দ্রতার পরিমাণ ৭৯% যা গতকালের তুলনায় বেশি থাকায় এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে পুনরায় কুয়াশার সম্ভাবনা ঠেকানো যাচ্ছে না।
advertisement
5/6
শীতের শেষ ইনিংসে আপাতত জবুথবু বাঁকুড়াবাসী। ঘুম ভাঙতে না চাইলেও ২৩ জানুয়ারির উষ্ণ দেশপ্রেমকে আলিঙ্গন করেছে শহর বাঁকুড়া। পার্কে এবং ফাঁকা রাস্তায় মর্নিং ওয়াক করতে দেখা যাচ্ছে বেশ কয়েকজনকে। সারা শহরের ভিড় যেন চায়ের দোকানগুলোতে গিয়ে জমা হয়েছে।
শীতের শেষ ইনিংসে আপাতত জবুথবু বাঁকুড়াবাসী। ঘুম ভাঙতে না চাইলেও ২৩ জানুয়ারির উষ্ণ দেশপ্রেমকে আলিঙ্গন করেছে শহর বাঁকুড়া। পার্কে এবং ফাঁকা রাস্তায় মর্নিং ওয়াক করতে দেখা যাচ্ছে বেশ কয়েকজনকে। সারা শহরের ভিড় যেন চায়ের দোকানগুলোতে গিয়ে জমা হয়েছে।
advertisement
6/6
তবে এই কি শেষ? আগামিকাল থেকে অল্প অল্প করে তাপমাত্রা এবার ঊর্ধ্বগামী হবে, এমনটাই ভাবা হয়েছিল কিন্তু কমতে পারে তাপমাত্রা। কিন্তু এটুকু স্পষ্ট যে আর কয়েকদিন পরেই শেষ হতে চলেছে শহর বাঁকুড়ায় শীতের ইনিংস। তবে বায়ুতে আর্দ্রতা এবং তাপমাত্রা বাড়ায় আবারও ঘন কুয়াশায় ধসা লেগে বলি হতে পারে বাঁকুড়ার আলু চাষীরা। তাঁদেরপ ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, যার উত্তর একমাত্র সময়ই বলবে।
তবে এই কি শেষ? আগামিকাল থেকে অল্প অল্প করে তাপমাত্রা এবার ঊর্ধ্বগামী হবে, এমনটাই ভাবা হয়েছিল কিন্তু কমতে পারে তাপমাত্রা। কিন্তু এটুকু স্পষ্ট যে আর কয়েকদিন পরেই শেষ হতে চলেছে শহর বাঁকুড়ায় শীতের ইনিংস। তবে বায়ুতে আর্দ্রতা এবং তাপমাত্রা বাড়ায় আবারও ঘন কুয়াশায় ধসা লেগে বলি হতে পারে বাঁকুড়ার আলু চাষীরা। তাঁদেরপ ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, যার উত্তর একমাত্র সময়ই বলবে।
advertisement
advertisement
advertisement