আদিবাসী শিশুদের জৈব খাদ্যাভ্যাস! শিক্ষণীয় শহুরে মানুষের জন্য
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
সম্পূর্ণ বিষমুক্ত এই খাবার খেয়ে শারীরিকভাবে সচ্ছল হচ্ছে আদিবাসী শিশুরা।
advertisement
রাসায়নিক চাষ করা খাদ্যের প্রতি আসক্ত হচ্ছে মানব শরীর। একটি মদ্যপ মানুষ যে রকম সুরার নেশায় মত্ত এরকমই আমাদের অর্থাৎ মানুষের শরীরের প্রতিটি কোষে কোষে দানা বেড়েছে অজৈব খাদ্যের নেশা। আর্থিক সম্পদের মতই স্বাস্থ্যও সম্পদ। তাই স্বাস্থ্য রক্ষার্থে ইনর্গানিক ফুড থেকে রেহাই পেতে তৈরি করতে হবে সুস্বাস্থ্যকর অভ্যাস। স্বাস্থ্য তৈরির এই অভিযানের প্রথম পদক্ষেপ হল জৈব খাদ্যাভ্যাস তৈরি করা।
advertisement
স্বাধীনতার আগে থেকেই স্বাধীনতা সংগ্রামীদের সচ্ছল যাতায়াত ছিল এই কল্যাণ সংঘে। তখন থেকেই চলে আসছে চর্চা ও শিক্ষা প্রদান। কালের কালান্তরে কর্মঠ আদিবাসী মহিলারা সকালবেলা কাজে যাওয়ার সময় তাদের সন্তানদের নির্দ্বিধায় রেখে যেতেন কল্যান সংঘে, এবং সেই শিশুরা সকালের প্রাতরাশ থেকে বিকেলের টিফিন পর্যন্ত পেত এই সংঘে।
advertisement
কল্যান সংঘের ভিতরে সোসাইটি গ্রাউন্ডস এ সম্পূর্ণ জৈব পদ্ধতিতে গোবর সার সহযোগে চাষ করা হচ্ছে সব রকমের সবজি এবং ফল। ছাত্র-ছাত্রীদের সকালের প্রাতরাশ থেকে রাতের নৈশ ভোজ পর্যন্ত প্রত্যেকটি খাবারই আসে এই জৈব পদ্ধতিতে উৎপাদিত ফসলগুলি থেকে। সম্পূর্ণ বিষমুক্ত এই খাবার খেয়ে শারীরিকভাবে সচ্ছল হচ্ছে আদিবাসী শিশুরা।
advertisement
advertisement