Bankura News: খেলা চলত দিল্লি দরবারে, রাজা বীর হাম্বীরের আমলের ঐতিহাসিক দশাবতার তাস আজও বিস্ময়ের

Last Updated:
Bankura News: বিষ্ণুপুরের দশাবতার তাস। অতীতে দিল্লির রাজ দরবারে খেলা হত এই তাস দিয়ে।
1/6
বিষ্ণুপুরের দশবতার তাস। দিল্লীর রাজ দরবারে খেলা হত এই তাস।
বিষ্ণুপুরের দশবতার তাস। দিল্লীর রাজ দরবারে খেলা হত এই তাস।
advertisement
2/6
এই বিশেষ তাস যা তৈরি কাপড় দিয়ে।তাসের ওপর আঁকা থাকে বিষ্ণুর দশটি রূপ অর্থাৎ দশ অবতার
এই বিশেষ তাস যা তৈরি কাপড় দিয়ে।তাসের ওপর আঁকা থাকে বিষ্ণুর দশটি রূপ অর্থাৎ দশ অবতার
advertisement
3/6
দিল্লীর দরবারে এই তাস দেখতে পান বিষ্ণুপুরের রাজা বীর হাম্বীর। তখন নাম ছিল গঞ্জিফা।
দিল্লীর দরবারে এই তাস দেখতে পান বিষ্ণুপুরের রাজা বীর হাম্বীর। তখন নাম ছিল গঞ্জিফা।
advertisement
4/6
রাজা ফৌজদার পরিবারকে আদেশ দেন নিজস্ব ঘরানায় তাস বানাতে। জন্ম হয় দশাবতার তাসের।
রাজা ফৌজদার পরিবারকে আদেশ দেন নিজস্ব ঘরানায় তাস বানাতে। জন্ম হয় দশাবতার তাসের।
advertisement
5/6
বাঁকুড়ার বিষ্ণুপুরের দশাবতার তাস ভারতীয় ডাক বিভাগের ডাক টিকিটে জায়গা করে নিয়েছে।
বাঁকুড়ার বিষ্ণুপুরের দশাবতার তাস ভারতীয় ডাক বিভাগের ডাক টিকিটে জায়গা করে নিয়েছে।
advertisement
6/6
বিষ্ণুর দশটি অবতার আঁকা থাকে নিপুণ হস্তে। এই আকর্ষনীয় তাস ছড়িয়েছে দেশ বিদেশে।
বিষ্ণুর দশটি অবতার আঁকা থাকে নিপুণ হস্তে। এই আকর্ষনীয় তাস ছড়িয়েছে দেশ বিদেশে।
advertisement
advertisement
advertisement