Zodiac Effect On Lunar Eclipse: চন্দ্রগ্রহণ কবে? লাভবান হবেন কোন রাশির জাতক-জাতিকারা? কাদের থাকতে হবে সতর্ক?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Zodiac Effect On Lunar Eclipse: ভারতীয় সময় অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর সকাল ১১ টা ৩৪ মিনিট থেকে বিকেল ৫ টা ৩৩ মিনিট পর্যন্ত গ্রহণ হবে।
advertisement
১৯ নভেম্বর চলতি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ বৃষভ রাশি এবং কৃতিকা নক্ষত্রে হবে। বৃষভ রাশির অধিপতি গ্রহ হলেন শুক্র। আর কৃতিকা নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন সূর্য। তার ফলে শুক্র এবং সূর্যের সঙ্গে সংযোগ থাকা রাশির জাতকদের উপর চন্দ্রগ্রহণের সবথেকে বেশি প্রভাব পড়বে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহণের সময় বৃশ্চিক রাশিতে সঞ্চার করবেন সূর্য। আর ধনু রাশিতে সঞ্চার করবেন শুক্র। তবে ভারতে সূতক কাল হবে না এবার।
advertisement
advertisement
কোন কোন রাশির উপর চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব পড়বে? বৃষভ রাশিতে বছরের দ্বিতীয় তথা শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে। সেই কারণে বৃষভ রাশির জাতকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তাছাড়াও নিজেদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সিংহ, মেষ এবং বৃশ্চিক রাশির জাতকদের। এই সময় ওই রাশির জাতকদের আর্থিক অবস্থার অবনতি হতে পারে।
advertisement
advertisement
advertisement