Venus Transit In Aries: শুক্রের মেষে সরণ! সৌভাগ্যের মুখ দেখবেন কোন রাশির জাতক-জাতিকারা?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Venus Transit In Aries: গত ২৩ মে, ২০২২ তারিখ থেকে শুক্রের মীন থেকে মেষ রাশিতে সরণ সম্পন্ন হয়ে গিয়েছে।
advertisement
ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্রের এই সরণের সময়কাল রাশিচক্রের অন্তর্গত বেশ কিছু রাশির জন্য খুবই উপকারী হতে চলেছে। এই কয়েকটি রাশির জাতক-জাতিকারা শুক্রের সরণের কারণে নানা ভাবে সৌভাগ্যের অধিকারী হবেন। জাতক-জাতিকারা তাঁদের জীবনের নানা ক্ষেত্রে ইতিবাচক স্পন্দন অনুভব করতে পারবেন, বিভিন্ন ক্ষেত্রে সম্পদ ও সমৃদ্ধি লাভ করবেন এবং জীবনে সাফল্য পাওয়ার কারণে তাঁরা তাঁদের উচ্চাকাঙ্ক্ষার বাস্তবায়ণে সমর্থ হবেন।
advertisement
advertisement
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯- এই সময়ের মধ্যে মেষ রাশির জাতক-জাতিকারা সৌন্দর্য, ব্যক্তিত্বের উজ্জ্বলতা, কথাবার্তা বা যোগাযোগ ইত্যাদি সমস্ত দিক থেকেই নিজেকে উন্নত করার চেষ্টা করবেন এবং অনেকটাই সফলও হবেন। এঁদের চারপাশের মানুষরা মেষ জাতক-জাতিকাদের কর্মকান্ডে মুগ্ধ হবেন এবং এমনকী অনুপ্রেরণার জন্যেও এঁদের শরণাপন্ন হবেন। মেষ রাশির মানুষদের এই সময়ে আর্থিক উন্নতিরও সম্ভাবনা রয়েছে, তবে সে জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। জাতক-জাতিকাদের প্রেমজীবনেও এই সময় উন্নতি ও স্থিতি লক্ষিত হবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে তাঁদের সতর্ক থেকে উন্নতির কাজ চালিয়ে যেতে হবে। Representative Image
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০- এই সময়কাল মিথুনদের জন্য নতুন সুযোগ নিয়ে আসবে এবং সর্বক্ষেত্রে জাতক-জাতিকাদের চরিত্রের ছাপ ফেলতে অনুপ্রেরণা দেবে। এই সময় মিথুনরা ব্যবসায় বেশ লাভবান হবেন, প্রচুর আর্থিক লাভ হবে এবং সমস্ত ক্ষেত্র থেকে আমদানি-রফতানির সুযোগ মিলবে। ব্যবসায় যুক্ত জাতক-জাতিকাদের জন্য এই সময়কাল বিশেষ ভাগ্যবান বলে চিহ্নিত হতে পারে। বিবাহিত ব্যক্তিরা তাঁদের জীবনে ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, এতে বিবাহিত জীবন আরও সুন্দর হয়ে উঠবে। Representative Image
advertisement
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২- এই রাশির জাতক-জাতিকারা এমনিতেই শিল্প, সৌন্দর্য, অভিনয় ইত্যাদির মতো সৃজনশীল বিষয়ে উৎসাহী হয়ে থাকেন। যাঁরা এই ধরনের পেশায় যুক্ত রয়েছেন তাঁরা এই সময়কালে উন্নতি করবেন, সুনাম অর্জন করবেন। এই সময়কাল এঁদের আর্থিক পরিস্থিতিকে আরও লাভজনক করে তুলবে এবং এঁরা যথেষ্ট অর্থ উপার্জন করতেও সক্ষম হবেন। তবে জাতক-জাতিকারা মাথায় রাখবেন- শুক্রের যাত্রাকালে বিনিয়োগ করার সময়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, নয় তো প্রভূত আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। Representative Image
advertisement
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২- এই সময়কালে তুলা রাশির জাতক-জাতিকারা নিজেদের জীবনে নানা ব্যক্তিগত এবং পেশাগত সমস্যাগুলি কাটিয়ে উঠতে সমর্থ হবেন। যাঁরা ইতিমধ্যে বিয়ে করার কথা ভাবছেন তাঁদের আর দেরি করা ঠিক নয়, কারণ এই সময়টি তাঁদের জন্য খুবই শুভ। তুলা রাশির মানুষদের পেশাগত জীবনে নানা বাধা এলেও তারা বাধা অতিক্রম করতে সক্ষম হবেন। ব্যবসা বৃদ্ধিতে এবং উৎপাদনের কাজ করার দিকে মনোনিবেশ করতে পারলে আখেরে লাভই হবে। যাঁরা জীবন নিয়ে এখনও নানা জিজ্ঞাসার সম্মুখীন হচ্ছেন তাঁরা আরও পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারেন। এতে তাঁরা এখনই না হলেও ভবিষ্যতে লাভবান হবেন। Representative Image
advertisement
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১- ধনু জাতকরা স্বভাবতই ইমোশনাল প্রকৃতির মানুষ হন। তাই প্রেম, ভালোবাসা ইত্যাদি নিয়ে এঁরা চিন্তিত থাকেন, যদিও বা বাইরের মানুষকে তা বুঝতে দেন না। শুক্রের মেষ রাশিতে সরণের কারণে ধনুর জাতক-জাতিকারা তাঁদের প্রিয়জনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পাবেন। পার্টনারের সঙ্গে বা অন্য সমস্ত রকমের সম্পর্কে উন্নতি ঘটবে। এছাড়াও জাতক-জাতিকারা তাঁদের পেশাগত জীবনেও শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হবেন। ধনুরা এই সময়ে তাঁদের স্বাভাবিক আয়ের থেকে বেশি উপার্জন করতে পারবেন। কিছু ক্ষেত্রে তাঁরা বোনাসও পেতে পারেন। তবে ধনুদের মাথায় রাখতে হবে শুক্রের এই সরণের সময়ে অত্যাৃধিক দুঃসাহসিক বা স্বতঃস্ফূর্ততা রয়েছে এমন কাজ না করাই ভালো। এতে কিন্তু জীবনের একাগ্রতা নষ্ট হতে পারে। Representative Image