জীবনে আর্থিক সচ্ছলতা ও সমৃদ্ধি কামনা করে থাকেন সমাজের প্রতিটি ব্যক্তিই। কার না ইচ্ছে হয় যে তাঁর ব্যাঙ্ক আর মানিব্যাগ দুই থাকুক একদম টাকা পয়সায় ভর্তি। কিন্তু জীবনের ও পেশাগত ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি নিজেদের শত চেষ্টা সত্বেও লাফিয়ে বাড়ছে খরচ (Vastu Tips)। জলের মতো বেরিয়ে যাচ্ছে সব সঞ্চয়। কিছুতেই সামলানো যাচ্ছে না। প্রতীকী ছবি।
জ্যোতিষ মতে মনে করা হয় যে টাকা-পয়সা (Vastu Tips)সঠিকভাবে রাখলে যে কোনও ব্যক্তির আর্থিক অবস্থা মজবুত হয়। অন্যদিকে, যদি অর্থ সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করা হয়, তাহলে আর্থিক জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হতে পারে (What Not to Keep In Moneybag)। বাস্তু মতে টাকা রাখার সঠিক নিয়ম কী? তারই উত্তর খুঁজেছে এই প্রতিবেদন। প্রতীকী ছবি।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, ছেঁড়া পার্স ব্যবহার কখনই করা উচিত নয়। আসলে মনে করা হয় ছেঁড়া বা খারাপ জিনিস শনি এবং রাহুর খারাপ প্রভাব বৃদ্ধি করে। তাই ছেঁড়া পার্স ব্যবহার করলে সেই মানুষের জীবনে অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে। সেইজন্য পার্স ছিঁড়ে গেলে সঙ্গে সঙ্গে তা পরিবর্তন করা উচিত। ওই মানিব্যাগ আর ব্যবহার না করে শ্রেয়। প্রতীকী ছবি।
এছাড়াও জ্যোতিষ শাস্ত্র (Astrology)মতে বিশ্বাস করা যে মানিব্যাগ বা পার্স থেকে খুচরো পয়সার ঝনঝন শব্দ আসা ভালো লক্ষণ নয়। ধন-সম্পদের (Vastu Tips)আধার মনে করা হয় মানিব্যাগকে। তাই বিশ্বাস করা হয় এই শব্দ হলে মা লক্ষ্মী ক্ষুব্ধ হন এবং তাঁর আশীর্বাদ লাভ থেকে বঞ্চিত হন সেই ব্যক্তি। তবে পার্সে সম্পদের দেবী মা লক্ষ্মীর ছবি রাখা শুভ (What to Keep In Moneybag) বলে মনে করা হয়। প্রতীকী ছবি।