Vastu Tips: হবে টাকার বৃষ্টি! থাকবে না অভাব! আসবে সুখ-সমৃদ্ধি, যদি বাড়িতে থাকে এই ৭ গাছ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Vastu Plants For Money: বর্তমানে পরিবারে শান্তির জন্য ও সুখ সমৃদ্ধির জন্য অবেকেই বাস্তুশাস্ত্র মেনে চলেন। বাস্তু মতে বাড়ির উঠোনে গাছ লাগানোকে শুভ মনে করা হয়। বাস্তুশাস্ত্রে এমন কিছু গাছের উল্লেখ রয়েছে যেগুলি লাগালে ঘরে সুখ শান্তি, সম্পদ ও আশির্বাদ মেলে।
advertisement
advertisement
মোহিনী বা ক্র্যাসুলা গাছ বাড়ির পূর্ব বা উত্তর দিকে লাগানোকে শুভ বলে মনে করা হয়। ক্র্যাসুলা গাছ ঘরের প্রধান দরজাতেও লাগাতে পারেন। বসার ঘরেও এই গাছ লাগানো যায়। ক্র্যাসুলাকে মানি ট্রি বলা হয় বাস্তুশাস্ত্রে। এই গাছ লাগালে ঘরে সুখ-সমৃদ্ধি-টাকা আসে। এই গাছের বেশি দেখভাল করারও দরকারও পড়ে না। তবে দক্ষিণ দিকে লাগাবেন না এই গাছ।
advertisement
advertisement
advertisement
advertisement
বেল গাছ লাগালেও আর্থিক সমৃদ্ধি ঘটে বাস্তু মতে। বাড়ির সামনের অংশে আপনি বেল পাতার একটি চারা রোপণ করতে পারেন। বাড়ির মূল দরজার ডানদিকে বেল গাছ লাগাতে পারলে সবথেকে ভাল। এই গাছটিকে ভগবান শিবের প্রিয় বলে মনে করা হয়। শিবের পুজোয় শুধুমাত্র বেল পাতাই দেওয়া হয়। ফলে বেল গাছ লাগালে ধন-সমৃদ্ধি লাভ হতে পারে।
advertisement