Vastu Tips: ঘরের বিছানা কোন দিকে রেখেছেন? ভুল দিকে মাথা রেখে ঘুমোচ্ছেন না তো? ঘরের সুখ-শান্তি সব ছারখার, কী বলছেন বিশেষজ্ঞ
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
ঘরের বিছানাও বাস্তুশাস্ত্রে এক গুরুত্বপূর্ণ বিষয়। ভুল ভাবে রাখলে স্বামী, স্ত্রীর মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে৷ প্রতিদিন কলহ লেগে থাকতে পারে৷ তাহলে প্রশ্ন হল ঘুমানোর সময় আপনার মাথা কোনদিকে থাকা উচিত? উত্তর দিলেন জ্যোতিষী ঋষিকান্ত মিশ্র শাস্ত্রী নিউজ ১৮ কে জানিয়েছেন এই নিয়ে বিস্তৃত জানিয়েছেন৷
advertisement
ঘরের বিছানাও বাস্তুশাস্ত্রে এক গুরুত্বপূর্ণ বিষয়। ভুল ভাবে রাখলে স্বামী, স্ত্রীর মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে৷ প্রতিদিন কলহ লেগে থাকতে পারে৷ তাহলে প্রশ্ন হল ঘুমানোর সময় আপনার মাথা কোনদিকে থাকা উচিত? শিশুদের ঘুমানোর জন্য কোনদিকটা ভাল? উত্তর দিলেন জ্যোতিষী ঋষিকান্ত মিশ্র শাস্ত্রী নিউজ ১৮ কে জানিয়েছেন এই নিয়ে বিস্তৃত জানিয়েছেন৷
advertisement
advertisement
মাথা কোনদিকে রাখা উচিতসঠিক পথে মাথা রেখে ঘুম না হলে তা আপনার স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে। তাই মাস্টার বেডরুমে ঘুমানোর সময় চেষ্টা করুন, যাতে আপনার মাথা সর্বদা দক্ষিণ বা পশ্চিম দিকে থাকে৷ খেয়াল রাখবেন, আপনার মাথা যেন উত্তর দিকে না থাকে। এতে ঘুমের মান কমে যায়। এছাড়াও, বাস্তুশাস্ত্রমতে এতে শরীরের উপর নেতিবাচক প্রভাব পড়ে
advertisement
বিছানার যত্নবাস্তুশাস্ত্র অনুসারে, মনে রাখবেন বিছানা কখনই দেয়ালের সঙ্গে লাগানো উচিত নয়। বিশেষ করে যে কক্ষগুলি আয়তনের দিক থেকে ছোট, সেখানে বিছানা কখনই কোণের দিকে রাখা উচিত নয়। চেষ্টা করুন, আপনার বিছানা সবসময় ঘরের মাঝখানে রাখতে৷ এর ফলে কেবল বাস্তুশাস্ত্রে নয়, ঘরে চলাফেরা এবং পরিষ্কার করাও অনেক সহজ হয়।
advertisement
advertisement