Vastu Tips: বাড়িতে পিতলের কচ্ছপ রাখলেই খুশি হবেন মা লক্ষী, আশীর্বাদ পাবেন বিষ্ণুর, ম্যাজিকের মতো বদলাবে ভাগ্য!
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Tortoise Vastu Benefit: বাস্তুতন্ত্রের উপর খারাপ ভালো অনেক কিছু নির্ভর করে থাকে। সুযোগ পেলে বাড়িতে পিতলের তৈরি কচ্ছপ এনে রাখুন। কোন দিকে মুখ করে সেটি রাখলে রেজাল্ট পাবেন জানুন। তবে পিতলের কচ্ছপ ঘরে রাখলে খুশি হন মা লক্ষী, আশীর্বাদ পাবেন বিষ্ণুরও। চোখের সামনেই দেখতে পাবেন ম্যাজিকের মতো বদলাচ্ছে ভাগ্য! বিস্তারিত জানুন।
আপনি বেশিরভাগ লোককে একটি পিতলের কচ্ছপ এনে মন্দিরে রাখতে দেখেছেন। কিন্তু, আপনি কি কখনও ভেবে দেখেছেন যে এমনটি করার পিছনে কারণ কী হতে পারে? শাস্ত্র মতে, কচ্ছপ ভগবান বিষ্ণুর অবতার। বাড়িতে এই কচ্ছপ থাকার কারণেই দেবী লক্ষ্মীর অধিবাস হয় বলে বিশ্বাস করা হয়। তবে এর থেকে বেশি শুভফল পেতে হলে দিক ও স্থানের দিকে খেয়াল রাখতে হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কচ্ছপ রাখার পদ্ধতিঃ কচ্ছপকে সবসময় জলযুক্ত পাত্রে রাখুন, যাতে তার পা জলে ডুবে থাকে এবং এই জল সবসময় পরিবর্তন করতে হবে। কচ্ছপকে সেই জায়গায় রাখুন যেখানে আপনি আপনার বেশিরভাগ সময় কাটান। কচ্ছপটিকে বাড়ির ভিতরে মুখ করে প্রধান দরজার কাছে রাখুন। বাড়িতে মন্দির থাকলে মন্দিরের দিকে মুখ করে রাখুন কচ্ছপটিকে।
advertisement